MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED
LIFE SCIENCE
সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক
বিভাগ - ক
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
1.1 সঠিক জোড়টি নির্বাচন করো : ইনস্যুলিন - যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
1.2 ট্যাকটিক চলন সম্পর্কিত কোন মতবাদটি সঠিক - ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন
1.3 'ক' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো :
ক স্তম্ভ
A. সুষুম্নাশীর্ষক
B. মধ্যমস্তিষ্ক
C. হাইপোথ্যালামাস
খ স্তম্ভ
(i) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
(ii) প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার শ্বাসকেন্দ্র রূপে কার্য করে ও লালা নিঃসরণে সাহায্য করে।
(iii) দর্শন ও শ্রবণ প্রতিবর্তক্রিয়া কেন্দ্র রূপে কার্য করে।
-> A - (ii) B - (iii) C - (i)
1.4 মিয়োসিস কোশ বিভাজন সম্পর্কিত কোন্ বক্তব্যটি সঠিক নয় তা নিরূপণ করো : - দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়।
1.5 অ্যামাইটোসিস কোশ বিভাজন সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো : - ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না।
1.6 পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হল : - পাথরকুচি
1.7 নীচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো : ফুলের অবস্থান - কাক্ষিক
1.8 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত কি হতে পারে : 1 : 2 : 1
1.9 BbRR বৈশিষ্ট্যযুক্ত কোন জীবের সম্ভাব্য গ্যামেটের প্রকৃতি কত ধরনের হবে? - 2 প্রকার
1.10 মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল - 2 : 2 : 1
আরো পড়ুন :
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED
1.11 নীচের কোন্টি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে - একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রা
1.12 সমসংস্থ অঙ্গের উদাহরণ হল - বেলগাছের শাখাকন্টক ও মটর গাছের আকর্ষ
1.13 নীচের কোন জীবাণুটি অ্যামোনিফিকেশানে সাহায্য করে? - ব্যাসিলাস
1.14 বায়ুতে পরাগরেণু, ধুলিকণার পরিমাণ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় স্থির করো - অ্যাজমা
1.15 নীচের কোন্টি ইনসিটু সংরক্ষণ নয়? - বোটানিক্যাল
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ - খ
2. নির্দেশ অনুসারে নিচের ২৬টি প্রশণ থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো :
নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো : (যে কোন পাঁচটি) :
2.1 ________ হরমোন পত্রমোচন বিলম্বিত করে।
উত্তরঃ অক্সিন
2.2 গুয়ানিন একটি ________ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার।
উত্তরঃ পিউরিন
2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন ________ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তরঃ জনোটাইপ
2.4 বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা _______ রূপান্তরিত হয়।
উত্তরঃ কাঁটায়
2.5 ধানক্ষেতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হল ________।
উত্তরঃ মিথেন
2.6 জিন ব্যাংক একপ্রকারের __________ সংরক্ষণের উদাহরণ।
উত্তরঃ এক্সসিটু
নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি)
2.7 অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদগমে সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা
2.8 ডিম্বানু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।
উত্তরঃ মিথ্যা
2.9 হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনও বাহক হয় না।
উত্তরঃ সত্য
2.10 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।
উত্তরঃ সত্য
2.11 অভঙ্গুর দূষক জৈব বিবর্ধনের জন্য দায়ী।
উত্তরঃ মিথ্যা
2.12 পায়রার লেজের পালকের সংখ্যা হল 23টি।
উত্তরঃ মিথ্যা
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :
A-স্তম্ভ
2.13 করনিয়া
2.14 জোড় কলম
2.15 সবুজ গোল বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ
2.16 হট ডাইলিউট স্যুপ
2.17 অম্লবৃষ্টি
2.18 ক্রসিং ওভার
B-স্তম্ভ
(ক) SO2
(খ) নন-সিস্টার ক্রোমাটিড
(গ) প্রতিসারক মাধ্যম
(ঘ) সিয়ন ও স্টক
(ঙ) YYrr
(চ) হ্যালডেন
(ছ) yyRr
উত্তরঃ 2.13 করনিয়া - (গ) প্রতিসারক মাধ্যম
2.14 জোড় কলম - (ঘ) সিয়ন ও স্টক
2.15 সবুজ গোল বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ - (ছ) yyRr
2.16 হট ডাইলিউট স্যুপ - (চ) হ্যালডেন
2.17 অম্লবৃষ্টি - (ক) SO2
2.18 ক্রসিং ওভার - (খ) নন-সিস্টার ক্রোমাটিড
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি)
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : বামনত্ব, গলগন্ড, হিমোফিলিয়া, মধুমেহ।
উত্তরঃ হিমোফিলিয়া
2.20 মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তার নাম কি?
উত্তরঃ ইস্ট্রোজেন
আরো পড়ুন :
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED
2.21 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও - আম : পতঙ্গপরাগী :: শিমুল : __________.
উত্তরঃ পক্ষীপরাগী
2.22 ক্রোমোজোমের যে স্থানে কোন একটি জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয়?
উত্তরঃ লোকাস
2.23 মেন্ডেলের দ্বিশঙ্কর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাতটি লেখো।
উত্তরঃ 9 : 3 : 3 : 1
2.24 সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে?
উত্তরঃ অভিসারী
2.25 নীচের চারটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো : তেলাপিয়া, পার্থেনিয়াম, বহিরাগত প্রজাতি, কচুরিপানা।
উত্তরঃ বহিরাগত প্রজাতি
2.26 একটি ড্রিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখ।
উত্তরঃ সিউডোমনাস
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
থ্যাঙ্কইউ
উত্তরমুছুনThanks
উত্তরমুছুন