LightBlog
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED

Life Science

Page - 143

বিভাগ - ক

Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Solved Page 143 Solved
Madhyamik ABTA Test Paper Life Science 2022-2023 Solved Page 143 Solved


1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো : 

1.1 কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তরের সঙ্গে বুজে যায় - ফটোন্যাষ্টি

1.2 পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন গাছটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় - সাইটোকাইনিন

1.3 মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম - ইনসুলিন

1.4 মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্ত হতে দেখা যায় - প্রফেজ

1.5 পত্রজমুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে - পাথরকুচি

1.6 মানব পরিস্ফূরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল থাকে - বার্ধক্য

1.7 YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে -

1.8 পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত - ২৫%

1.9 সস্য নিউক্লিয়াসের প্রকৃতি হল - 3n

1.10 মৌমাছির ওয়াগল নৃত্য যে আকৃতির তা হল -


আরো পড়ুন :

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED


1.11 একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটিরিয়া হল - অ্যাজোটোব্যাক্টর ও ক্লসট্রিডিয়াম

1.12 পৃথিবী সৃষ্টির সময় বায়ুমন্ডলে যে গ্যাসটি ছিলো না  - অক্সিজেন

1.13 ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম - ইওহিপ্পাস

1.14 বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলি কণার পরিমাণ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় - অ্যাজমা

1.15 দূষিত জলে জলজ শৈবালের বৃদ্ধি ঘটাকে বলে - ইউট্রিফিকেশন

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ - খ

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও (পাঁচটি) :

2.1 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ________ বলে।

উত্তরঃ হটস্পট

2.2 __________ হরমোন ফল পাকাতে সাহায্য করে।

উত্তরঃ ইথিলিন

2.3 থ্যালাসেমিয়া মেজর রোগটি __________ নং ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়।

উত্তরঃ ১৬ নং

2.4 কেবলমাত্র __________ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়।

উত্তরঃ হোমোজাইগাস

2.5 প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং __________।

উত্তরঃ অনৈচ্ছিক

2.6 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ _________।

উত্তরঃ তামিলনাড়ুরু নীলগিরি


নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :

2.7 T এবং t গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা

2.8 একটি পক্ষীপরাগী উদ্ভিদ হল ধান।

উত্তরঃ মিথ্যা

2.9 DNA শর্করাটি রাইবোজ জাতীয়।

উত্তরঃ মিথ্যা

2.10 ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়াসের গমন অঙ্গ।

উত্তরঃ মিথ্যা

2.11 নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে।

উত্তরঃ মিথ্যা

2.12 ওড়িশার ভিতরকণিকা কুমির প্রকল্প হিসাবে বিখ্যাত।

উত্তরঃ সত্য


A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ

2.13 লঘুমস্তিষ্ক

2.14 কোশচক্র

2.15 ডি-নাইট্রিফাইং ব্যাকটিরিয়া

2.16 অসম্পূর্ণ প্রকটতা

2.17 মিশ্র স্নায়ু

2.18 খন্ডীভবন

B স্তম্ভ

(a) ভেগাস

(b) স্পাইরোগাইরা

(c) ১ : ২ : ১

(d) থ্যায়োব্যাসিলাস

(e) ভারসাম্য রক্ষা করা

(f) হাওয়ার্ড ও পেঙ্ক

(g) নিউম্যাটিক অস্থি

উত্তরঃ 2.13 লঘুমস্তিষ্ক - (e) ভারসাম্য রক্ষা করা

2.14 কোশচক্র - (f) হাওয়ার্ড ও পেঙ্ক

2.15 ডি-নাইট্রিফাইং ব্যাকটিরিয়া - (d) থ্যায়োব্যাসিলাস

2.16 অসম্পূর্ণ প্রকটতা - (c) ১ : ২ : ১

2.17 মিশ্র স্নায়ু - (a) ভেগাস

2.18 খন্ডীভবন - (b) স্পাইরোগাইরা


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো - হিমোফিলিয়া, বর্ণান্ধতা, রাতকানা, থ্যালাসেমিয়া।

উত্তরঃ রাতকানা

2.20 মেনিনজেস কি?

উত্তরঃ মস্তিষ্ক এবং সুষুম্নাকান্ডকে বেষ্টন করে থাকা যোগ কলার আবরণী।


আরো পড়ুন :

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 42 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 91 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 118 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 143 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 167 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 188 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 LIFE SCIENCE PAGE 214 SOLVED


2.21 হল্যানড্রিক জিন কী?

উত্তরঃ Y ক্রোমোজোম বাহিত জিনগুলিতে বলা হয় হল্যাড্রিক জিন।

2.22 পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রজেক্ট লক্ষ্য কর যায়?

উত্তরঃ সুন্দরবনে

2.23 গ্লুকাগন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়?

উত্তরঃ অগ্নাশয়ের আলফা কোশ থেকে

2.24  

2.25 পাথরকুচি : পত্রজ মুকুল : : কচুরিপানা : __________.

উত্তরঃ কান্ড থেকে সৃষ্ট মুকুল

2.26 চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বের করো এবং লেখো - ভ্রণ, ভাজক কলা, বীজ, ক্রয়োসংরক্ষণ।

উত্তরঃ ক্রয়োসংরক্ষণ

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close