MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
HISTORY
PAGE 243
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ভারতীয় পোশাকের নৃ-তাত্ত্বিক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন - কর্নেল ডালটন
১.২ কত খ্রিস্টাব্দে 'ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি' গড়ে? - ১৯৮২ খ্রিস্টাব্দে
১.৩ কে বলেছেন যে "বাংলার নবজাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীত মুখী" - সুপ্রকাশ রায়
১.৪ বাংলায় সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শের প্রধান প্রচারক ছিলেন? - শ্রীরামকৃষ্ণ
১.৫ 'শব্দ কল্প দ্রুত নামক সংস্কৃতি অভিধানের রচয়িতা হলেন? - রাধাকান্ত দেব
১.৬ ব্রিটিশ সরকার বর্ণবিভাগের ইনস্টেপক্টর জেনারেল নিয়োগ করেন - ভায়াট্রিস ব্রান্ডিসকে
১.৭ কোন্ গভর্নর জেনারেলের নির্দেশে কোল বিদ্রোহ দমিত হয়েছিল? - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
১.৮ পাকুড়ের রাজবাড়ি দখল করে কোন উপজাতি বিদ্রোহীরা? - সাঁওতালরা
১.৯ 'আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন - সত্যানন্দ
১.১০ ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়? - বাংলা
১.১১ টেগোর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন - দ্বারকানাথ ঠাকুর
১.১২ মেলা, যাত্রা, কথকতা ইত্যাদি জনপ্রিয় লোকমাধ্যমকে শিক্ষা প্রদানের কাজে লাগানোর উপর জোর দেন - রবীন্দ্রনাথ ঠাকুর
১.১৩ অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন - বীরেন্দ্রনাথ শাসমল
১.১৪ গুজরাটের ব্রোচ জেলার যে স্থানে আইন আমান্যকালে খাজনা বন্ধের আন্দোলন হয়েছিল, সেটি হল - রাজকোট
১.১৫ রশিদ আলি দিবস পালনের উদ্যোগ নেয় - মুসলিম লীগ
আরো পড়ুন ঃ
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
১.১৬ ভারতীয় বিপ্লব কমিটি গঠন করেন - সূর্য সেন
১.১৭ বাঘাযতীনের নির্দেশে কোন জাহাজে করে অস্ত্রশস্ত্র প্রেরণ করেন সি এফ মার্টিন - ম্যাভেরিক
১.১৮ সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন কমিশনের সদস্য ছিলেন? - সরকারি ভাষা কমিশন
১.১৯ হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? - চিন কিলিচ খাঁ
১.২০ 'সূর্য দীঘল বাড়ি' স্মৃতি কথা লেখেন - আবু ইসাব
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ - খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি মোট ১৬টি উত্তর দিতে হবে) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ মুক্তি সংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৩ খ্রিস্টাব্দে
২.১.২ রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশবাহিনীকে নেতৃত্ব দেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস
২.১.৩ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কি ছিল?
উত্তরঃ স্বামী বিবেকানন্দা
২.১.৪ কোথায় প্রথম প্রসেস প্রিন্টিং এর কাজ শুরু হয়?
উত্তরঃ গোয়ায়
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাদ সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন।
উত্তরঃ ঠিক
২.২.২ কংগ্রেস ও খিলাফৎ নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়।
উত্তরঃ ঠিক
২.২.৩ খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ প্রভৃতি থেকে মানুষের আর্থ-সামাজিক অবস্থার আভাস পাওয়া যায়।
উত্তরঃ ঠিক
২.২.৪ মহাত্মা গান্ধী ছিলেন একজন দলিত নেতা।
উত্তরঃ ভুল
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ
২.৩.১ কালিপ্রসন্ন সিংহ
২.৩.২ সারাভারত কিষানসভা
২.৩.৩ সর্ব ভারতীয় জাতীয় সম্মেলন
২.৩.৪ উর্মিলা দেবী
'খ' স্তম্ভ
(১) নারী কর্মমন্দির
(২) ১৮৮৩
(৩) ১৯৩৬
(৪) হুতুম প্যাঁচা
উত্তরঃ ২.৩.১ কালিপ্রসন্ন সিংহ - (৪) হুতুম প্যাঁচা
২.৩.২ সারাভারত কিষানসভা - (৩) ১৯৩৬
২.৩.৩ সর্ব ভারতীয় জাতীয় সম্মেলন - (২) ১৮৮৩
২.৩.৪ উর্মিলা দেবী - (১) নারী কর্মমন্দির
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামোঙ্কিত করো :
২.৪.১ বাংলার জাতীয় সরকার
২.৪.২ চট্টগ্রাম
২.৪.৩ মাহে
২.৪.৪ গোলাপী শহর
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : হিন্দু প্যাট্রিয়ট নীলচাষিদের সমর্থন করে -
ব্যাখ্যা ১ : সম্পাদক হরিশচন্দ্র নিজেও নীল কৃষক ছিলেন।
ব্যাখ্যা ২ : গ্রামের জমিদাররা এজন্য হরিশচন্দ্রকে অর্থ সাহায্য করে।
ব্যাখ্যা ৩ : হরিশচন্দ্র ব্রিটিশ বিরোধী নির্ভিক সাংবাদিকতার পক্ষে ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : হরিশচন্দ্র ব্রিটিশ বিরোধী নির্ভিক সাংবাদিকতার পক্ষে ছিলেন।
২.৫.২ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজরা তিন আইন পাশ করে -
ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইন ছিল বাল্যহিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা।
ব্যাখ্যা ৩ : এই আইনের প্রণয়নের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
উত্তরঃ ব্যাখ্যা ২ : এই আইন ছিল বাল্যহিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা।
আরো পড়ুন ঃ
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
২.৫.৩ বিবৃতি : সরলাদেবী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিল -
ব্যাখ্যা ১ : গ্রামের গরিবদের অর্থ সাহায্যের জন্য।
ব্যাখ্যা ২ : আন্দোলনকারী নারীদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩ : স্বদেশী পণ্য বিক্রির জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১ : গ্রামের গরিবদের অর্থ সাহায্যের জন্য।
২.৫.৪ বিবৃতি : সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে দলিতদের পৃথক নির্বাচন করা হলে, গান্ধীজী তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন -
ব্যাখ্যা ১ : হিন্দুদের মধ্যে বিভেদনীতি তৈরির প্রতিবাদে গান্ধীজী অনশন করে।
ব্যাখ্যা ২ : গান্ধীজী ছিলেন দলিতদের নির্বাচনী অধিকারের বিরোধী।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশ সরকার গান্ধীজীকে অনশন করতে প্ররোচিত করে।
উত্তরঃ ব্যাখ্যা ১ : হিন্দুদের মধ্যে বিভেদনীতি তৈরির প্রতিবাদে গান্ধীজী অনশন করে।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
Thanks
উত্তরমুছুন