MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
HISTORY
PAGE 50
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ 'সাইলেন্ট স্প্রিং' গ্রন্থের রচয়িতা হলেন - রাচেল কারসন
১.২ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন - ইংরেজরা
১.৩ 'বামাবোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - উমেশচন্দ্র দত্ত
১.৪ 'তত্ত্ববোধিনী সভা' প্রতিষ্ঠা করেন - দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৫ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন্ গভর্নর জেনারেলের সময়? - ওয়ারেন হেস্টিংস
১.৬ ভারতে প্রথম অরন্য আইন পাশ হয় - ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.৭ কাকে 'বিদ্রোহীদের রাজা' বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয়? - ঈশানচন্দ্র রায়
১.৮ ১৮৫৭-র বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন - দ্বিতীয় বাহাদুর শাহ
১.৯ হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন - নবগোপাল মিত্র
১.১০ 'ভারতমাতা' চিত্রটি অঙ্কন করেন - অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১১ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স' প্রতিষ্ঠা করেন - মহেন্দ্রলাল সরকার
১.১২ 'ইতিহাসমালা' রচনা করেন - উইলিয়াম কেরি
১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় - ১৯৩৪ খ্রিস্টাব্দে
১.১৪ আল্লুরি সীতারাম রাজু কোন্ আন্দোলনের সাথে জড়িত - রম্পা বিদ্রোহ
১.১৫ 'হিন্দুস্থান সোসালিস্ট রুপাবলিকান অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন - ভগৎ সিং
আরো পড়ুন ঃ
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
১.১৬ বীরাষ্টমী ব্রত সূচনা করেন - সরলাদেবী চৌধুরানী
১.১৭ ধারাসানা লবন সত্যাগ্রহে নেতৃত্ব দেন - সরোজিনী নাইডু
১.১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন - জ্যোতিরাও ফুলে
১.১৯ 'মার্জিনাল ম্যান' গ্রন্থের রচয়িতা হলেন - প্রফুল্ল চক্রবর্তী
১.২০ ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্যটি ছিল - হায়দ্রাবাদ
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
বিভাগ 'খ'
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি?
উত্তরঃ সমাচার দর্পন
২.১.২ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ উইলিয়াম জোনস
২.১.৩ সুই মুণ্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তরঃ কোল বিদ্রোহের নেতা
২.১.৪ ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ সিপাহি বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাভারকার।
উত্তরঃ ঠিক
২.২.২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউ পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উত্তরঃ ঠিক
২.২.৩ বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন ড. রাজেন্দ্র প্রসাদ।
উত্তরঃ ভুল
২.২.৪ ১৯৪৬–র ১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত হয়।
উত্তরঃ ঠিক
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ
২.৩.১ ক্রিকেট খেলা
২.৩.২ শব ব্যবচ্ছেদ
২.৩.৩ সংস্কৃত প্রেস
২.৩.৪ বর্তমান ভারত
‘খ’ স্তম্ভ
(১) মধুসূদন গুপ্ত
(২) স্বামী বিবেকানন্দ
(৩) ইংরেজ
(৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ২.৩.১ ক্রিকেট খেলা - (৩) ইংরেজ
২.৩.২ শব ব্যবচ্ছেদ - (১) মধুসূদন গুপ্ত
২.৩.৩ সংস্কৃত প্রেস - (৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২.৩.৪ বর্তমান ভারত - (২) স্বামী বিবেকানন্দ
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা।
২.৪.২ সাঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৪.৩ সিপাহি বিদ্রোহের কেন্দ্র কানপুর।
২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : উনিশ শতক ছিল বাংলার ইতিহাসে নবজাগরণের যুগ।
ব্যাখ্যা ১ : ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়।
ব্যাখ্যা ২ : ভারতে পাশ্চাত্য আদর্শে উদ্বুদ্ধ নব্য প্রজন্মের উন্মেষ ঘটে।
ব্যাখ্যা ৩ : সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে।
২.৫.২ বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে (১৯০৫) কৃষকরা তেমন সক্রিয় ছিল না।
ব্যাখ্যা ১ : ব্রিটিশদের অত্যাচারের ভয়ে তারা অংশ নেয়নি।
ব্যাখ্যা ২ : আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।
ব্যাখ্যা ৩ : সামাজিক ভেদাভেদের জন্য তারা আন্দোলনে সামিল হয়নি।
উত্তরঃ ব্যাখ্যা ২ : আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।
আরো পড়ুন ঃ
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
২.৫.৩ বিবৃতি : কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল।
ব্যাখ্যা ১ : শিক্ষক আন্দোলন দমন করতে।
ব্যাখ্যা ২ : ব্যবসায়ীদের আন্দোলন বন্ধ করতে।
ব্যাখ্যা ৩ : ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে।
উত্তরঃ ব্যাখ্যা-৩ ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে।
২.৫.৪ বিবৃতি : বিশ শতকে দলিত শ্রেণি রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে।
ব্যাখ্যা ১ : দলিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে।
ব্যাখ্যা ২ : দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভকে গুরুত্ব দেয়।
ব্যাখ্যা ৩ : দলিতরা ভোটাধিকার লাভ করে।
উত্তরঃ ব্যাখ্যা ২ : দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভকে গুরুত্ব দেয়।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ