MADHYAMIK ABTA TEST PAPER 2022 2023 HISTORY PAGE 99 SOLVED
বিভাগ 'ক'
১। নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ নারী দিবস পালিত হয় - ৮ই মার্চ
১.২ আধুনিক ইতিহাসচর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান - সরকারি নথিপত্র
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন - উমেশচন্দ্র দত্ত
১.৪ ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে বেমানান নামটির হল - কালীপ্রসন্ন সিংহ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় - ১৮৫৯ সালে
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২খ্রি) অনুষ্ঠিত হয়েছিল - ছোটোনাগপুরে
১.৭ মহম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন - ফরাজি আন্দলোনে
১.৮ অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন - হজরত মহল
১.৯ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল - কর্নেল ওলকট
১.১০ বর্তমান ভারত প্রকাশিত হয় কোন্ পত্রিকায় - উদ্বোধন পত্রিকায়
১.১১ শিশুশিক্ষা গ্রন্থ রচনা করেন - মদনমোহন তর্কালঙ্কার
১.১২ মারকিউরাস নাইট্রাস অবিষ্কার করেন - প্রফুল্লচন্দ্র রায়
১.১৩ একা আন্দোলনের নেতা ছিলেন - মাদারি পাশি
১.১৪ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল - মেদিনীপুরে
১.১৫ ভারতে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয় - ১৯৩৪ খ্রিঃ
আরো পড়ুন ঃ
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
১.১৬ আইন অমান্য আন্দোলনের যুক্ত ছিলেন - বীনা দাস
১.১৭ কলকাতায় রশিদ আলি দিবস পালিত হয় - ১৯৪৬ খ্রিঃ ১২ই ফেব্রুয়ারি
১.১৮ দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন - গান্ধীজী
১.১৯ ভারতের লৌহ কাকে বলা হয় - সর্দার বল্লভভাই প্যাটেল
১.২০ 'একাত্তরের ডায়রি' কি ধরনের গ্রন্থ - স্মৃতিকথা
বিভাগ-খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ রাজতরঙ্গিনী
২.১.২ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে?
উত্তরঃ বীরসালিঙ্গম পানতুলু
২.১.৩ সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের
২.১.৪ কুনবি পাতিদার কাদের বলা হয়?
উত্তরঃ গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক শ্রেণীর মানুষ যারা রাজস্ৰ আদায় করতো তাদের কুনবি পাতিদার বলা হতো।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
উপবিভাগ ২.২
ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।
উত্তরঃ ঠিক
২.২.২ রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর।
উত্তরঃ ঠিক
২.২.৩ জমিদার সভার সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
উত্তরঃ ভুল
২.২.৪ গান্ধীজি ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে কোনো নারীকে অন্তর্ভুক্ত করেননি।
উত্তরঃ ভুল
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
উপবিভাগ ২.৩
‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ
২.৩.১ রামরতন মল্লিক
২.৩.২ রাজস্থান
২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি
২.৩.৪ সত্যশোধক সমাজ
‘খ’ স্তম্ভ
(১) মোতিলাল তেজওয়াত
(২) ডঃ আম্বেদকর
(৩) জ্যোতিরাও ফুলে
(৪) বাংলার নানা সাহেব
উত্তরঃ
২.৩.১ রামরতন মল্লিক - (৪) বাংলার নানা সাহেব
২.৩.২ রাজস্থান - (১) মোতিলাল তেজওয়াত
২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি - (২) ডঃ আম্বেদকর
২.৩.৪ সত্যশোধক সমাজ - (৩) জ্যোতিরাও ফুলে
উপবিভাগ ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ মুণ্ডা বিদ্রোহের এলাকা।
২.৪.২ মীরাট
২.৪.৩ শ্রীরামপুর।
২.৪.৪ জুনাগড়।
উত্তরঃ
উপবিভাগ ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল।
ব্যাখ্যা ১ : ভারতীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা ২ : ভারতে বসবাসকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা ৩ : ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করানোর জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করানোর জন্য।
২.৫.২ বিবৃতি : হিদুমেলার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল শরীরচর্চা।
ব্যাখ্যা ১ : হিন্দুমেলা ছিল মূলত একটি ব্যায়ামাগার।
ব্যাখ্যা ২ : হিন্দুমেলা ছিল একটি গোপন বিপ্লবী সংস্থা।
ব্যাখ্যা ৩ : হিন্দুমেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : হিন্দুমেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
আরো পড়ুন ঃ
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED
২.৫.৩ বিবৃতি : এ দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন।
ব্যাখ্যা ১ : বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের শাস্তি দেওয়া হত।
ব্যাখ্যা ২ : ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যে অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা ৩ : এ দেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এ দেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
২.৫.৪ বিবৃতি : ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হয়।
ব্যাখ্যা ১ : এই দলে ব্রাহ্মণদের সংখ্যা ছিল বেশি।
ব্যাখ্যা ২ : এই দল দুবার প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা ৩ : ইংরেজরা ব্যঙ্গ করে এই দলকে ‘দ্বিজ’ বলে ডাকত।
উত্তরঃ ব্যাখ্যা ২ : এই দল দুবার প্রতিষ্ঠিত হয়।
Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ