LightBlog
MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED

HISTORY

PAGE 145

বিভাগ - 'ক'

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Solved Page 145 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Solved Page 145 Solved


১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ ভারতে চিপকো আন্দোলন ছিল - পরিবেশ আন্দোলন

১.২ পৃথিবীর প্রাচীন খেলার নাম - মানাকালী

১.৩ হিন্দু কলেজের বর্তমান নাম - প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

১.৪ "গ্রামবার্তা প্রকাশিকা" প্রকাশ করেন - হরিনাথ মজুমদার

১.৫ বাংলার নবজাগরণ ছিল - কলকাতা কেন্দ্রিক

১.৬ "দার-উল-হারব" - কথার অর্থ হল - শত্রুর দেশ

১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের একজন নেতা হলেন - দেবী সিংহ

১.৮ "Eighteen Fifty Seven" গ্রন্থের লেখক কে? - সুরেন্দ্রনাথ সেন

১.৯ "The Government of India Act" আইনটি পাশ হয় - ১৮৫৫ খ্রিস্টাব্দ

১.১০ ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার - অ্যালবার্ট হলে

১.১১ ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন - চার্লস উইলকিনস

১.১২ "গোলদিঘির গোলামখানা" নামে পরিচিতি ছিল - কলকাতা বিশ্ববিদ্যালয়

১.১৩ "লাঙ্গল" পত্রিকা কোন্‌ সংস্থার মুখপত্র ছিলো? - ভারতের কমিউনিস্ট দল-এর

১.১৪ তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটি হল - ধান

১.১৫ "ভারতের নাইটেঙ্গল" নামে পরিচিত ছিলেন - সরোজিনী নাইডু


আরো পড়ুন ঃ

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED


১.১৬ 'বাংলায় অরন্ধন' দিবস পালিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দ - ১৬ অক্টোবর

১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম - ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

১.১৮ "ছেড়ে আসা গ্রাম" কোথাকার ছেড়ে আসা গ্রাম? - বাংলাদেশের

১.১৯ দেশীয় রাজ্য ছিল না - জয়পুরের

১.২০ পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল - গোদাবরী উপত্যকায়

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ-খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী?

উত্তরঃ A Nation in Making

২.১.২ “সত্যার্থ প্রকাশ” -এর রচয়িতা কে ছিলেন?

উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী 

২.১.৩ “ধরতি আবা” নামে কে পরিচিত?

উত্তরঃ বীরসা মুন্ডা 

২.১.৪ একা আন্দোলন কবে, কোথায় শুরু হয়েছিল?

উত্তরঃ ১৯২১ সালের শেষ এবং ১৯২২ সালের শুরুর মধ্যবর্তী সময়ে উত্তরপ্রদেশে।


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ “নর্মদা বাঁচাও” আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর।

উত্তরঃ ঠিক

২.২.২ শ্রীরামকৃষ্ণ “রামকৃষ্ণ মিশন” প্রতিষ্ঠা করেন।

উত্তরঃ ভুল

২.২.৩ মির নিশার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।

উত্তরঃ ঠিক

২.২.৪ প্রমথনাথ বসু ছিলেন পদার্থ বিজ্ঞানী। 

উত্তরঃ ভুল


উপবিভাগ ২.৩ 

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ

২.৩.১ কালীপ্রসন্ন সিংহ

২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল

২.৩.৩ সত্তর বৎসর

২.৩.৪ সাম্প্রদায়িক বাঁটোয়ারা

‘খ’ স্তম্ভ 

(১) ১৯৩২ খ্রিস্টাব্দ

(২) বিপিনচন্দ্র পাল

(৩) কৃষক আন্দোলন

(৪) হুতোম প্যাঁচার নকশা

উত্তরঃ ২.৩.১ কালীপ্রসন্ন সিংহ - (৪) হুতোম প্যাঁচার নকশা

২.৩.২ বীরেন্দ্রনাথ শাসমল - (৩) কৃষক আন্দোলন

২.৩.৩ সত্তর বৎসর - (২) বিপিনচন্দ্র পাল

২.৩.৪ সাম্প্রদায়িক বাঁটোয়ারা - (১) ১৯৩২ খ্রিস্টাব্দ


উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ ১৮৫৭ খ্রিস্টাব্দ-এর বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর

২.৪.২ এলাহাবাদ

২.৪.৩ সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র ভাগলপুর

২.৪.৪ কলকাতা

উত্তরঃ

Indian Map History 2023 145 page ABTA 2023
Indian Map History 2023 145 page ABTA 2023


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।

ব্যাখ্যা ১ : সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।

ব্যাখ্যা ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

ব্যাখ্যা ৩ : ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

উত্তরঃ ব্যাখ্যা ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

২.৫.২ বিবৃতি : জাতীয়তাবাদের বীজ বপন করে “বর্তমান ভারত” গ্রন্থটি।

ব্যাখ্যা ১ : গ্রন্থটিতে পাশ্চাত্য সভ্যতার নানাদিক তুলে ধরা হয়েছে।

ব্যাখ্যা ২ : গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে।

ব্যাখ্যা ৩ : গ্রন্থটিতে ভারতের ভুলভ্রান্তি তুলে ধরা হয়।

উত্তরঃ ব্যাখ্যা ২ : গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে।


আরো পড়ুন ঃ

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED


২.৫.৩ বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা ১ : কারণ, এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।

ব্যাখ্যা ২ : কারণ, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : কারণ, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

২.৫.৪ বিবৃতি : ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদাদের নাম স্মরণীয়।

ব্যাখ্যা ১ : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য।

ব্যাখ্যা ২ : ঢাকার ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য।

ব্যাখ্যা ৩ : স্ট্যানলি জাকসনকে গুলি করে হত্যা করার জন্য। 

উত্তরঃ ব্যাখ্যা ২ : ঢাকার ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close