MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED
Type Here to Get Search Results !

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED

HISTORY

Page - 192

Madhyamik ABTA Test Paper History 2022-2023 Solved Page 192 Solved
Madhyamik ABTA Test Paper History 2022-2023 Page 192 Solved


বিভাগ - ক

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ ভারতে ফুটবল খেলার প্রচলন করে - ইংরেজরা

১.২ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে - পর্তুগীজরা

১.৩ ভারতীয় চলচ্চিত্রের 'জনক' বলা হয় - দাদা সাহেব ফালকেকে

১.৪ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় - ৫ই জুন

১.৫ প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় - ১৮৮২ খ্রিস্টাব্দে

১.৬ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা - দেবেন্দ্রনাথ ঠাকুর

১.৭ বাংলার নবজাগরন ছিল - কলকাতা কেন্দ্রিক

১.৮ হুল কথাটির অর্থ হল - বিদ্রোহ

১.৯ মহারানীর ঘোষণাপত্রে প্রধান উদ্দেশ্য ছিল - ভারতবাসীর আনুগত্য অর্জুন

১.১০ ল্যান্ড হোল্ডার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন - রাজা রাধাকান্ত দেব


আরো পড়ুন ঃ

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED


১.১১ হিন্দু মেলার সম্পাদক ছিলেন - নবগোপাল মিত্র

১.১২ বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত - পঞ্চানন

১.১৩ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় - ১৮০০ খ্রিস্টাব্দে

১.১৪ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউড - এর প্রথম অধ্যক্ষ - অরবিন্দ ঘোষ

১.১৫ 'দেশ প্রাণ' নামে পরিচিত ছিলেন - বীরেন্দ্র শাসমল

১.১৬ মোপলা বিদ্রোহ হয়েছিল - মালাবার উপকূলে


১.১৭ মীরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল - শ্রমিক নেতাদের বিরুদ্ধে

১.১৮ 'মাস্টারদা' নামে পরিচিত ছিলেন - সূর্য সেন

১.১৯ স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে ব্যয়র দেশীয় রাজ্য ছিল - হায়দ্রারাবাদ

১.২০ ভারতের স্বাধীনতা আইন পাশ হয় - ১৯৪৭-এর ১৮ই জুলাই

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

বিভাগ ‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ ২.১ 

একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী?

উত্তরঃ সত্তর বছর

২.১.২ ভারতে নিম্নবর্গের ইতিহাসের জনক কে?

উত্তরঃ রণজিৎ গুহ

২.১.৩ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ গুরুদাস বন্দোপাধ্যায়

২.১.৪ বর্ণপরিচয় কে রচনা করেন?

উত্তরঃ বিদ্যাসাগর


উপবিভাগ ২.২ 

ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ 'নদীয়া কাহিনী' গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত।

উত্তরঃ ভুল

২.২.২ আনাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।

উত্তরঃ ভুল

২.২.৩ বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্মসমাজের নেতা।

উত্তরঃ ঠিক

২.২.৪ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। 

উত্তরঃ ভুল


উপবিভাগ ২.৩

‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ

২.৩.১ টমাস ব্যারিংটন মেকলে

২.৩.২ কেশবচন্দ্র সেন

২.৩.৩ রাজা রাধাকান্ত দেব

২.৩.৪ স্বামী বিবেকানন্দ

‘খ’ স্তম্ভ

(১) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

(২) বর্তমান ভারত

(৩) পাশ্চাত্য শিক্ষা

(৪) নববিধান সমাজ

উত্তরঃ ২.৩.১ টমাস ব্যারিংটন মেকলে - (৩) পাশ্চাত্য শিক্ষা

২.৩.২ কেশবচন্দ্র সেন - (৪) নববিধান সমাজ

২.৩.৩ রাজা রাধাকান্ত দেব - (১) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

২.৩.৪ স্বামী বিবেকানন্দ - (২) বর্তমান ভারত

 

উপবিভাগ ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র - বারাসাত 

২.৪.২ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র - যশোহর।

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - মিরাট।

২.৪.৪ চুয়াড় বিদ্রোহের এলাকা - মেদিনীপুর।

উত্তরঃ


উপবিভাগ ২.৫ 

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটি গুরুত্বপূর্ণ কারণ -

ব্যাখ্যা ১ : ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকৃষ্ট করে।

ব্যাখ্যা ২ : কৃষকদের আন্দোলনের খবর প্রকাশিত করে।

ব্যাখ্যা ৩ : সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে।

২.৫.২ বিবৃতি : হালহেড তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য -

ব্যাখ্যা ১ : কারণ এদেশের ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন।

ব্যাখ্যা ২ : কারণ বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হতো না।

ব্যাখ্যা ৩ : কারণ এদেশের বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : কারণ এদেশের বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।


আরো পড়ুন ঃ

MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 50 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 99 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 122 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 145 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 170 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 192 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 221 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 243 SOLVED


MADHYAMIK ABTA TEST PAPERS 2022-2023 HISTORY PAGE 264 SOLVED


২.৫.৩ বিবৃতি : বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হল জমি উদ্ধার -

ব্যাখ্যা ১ : জমিদারদের থেকে জমি উদ্ধার।

ব্যাখ্যা ২ : খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার।

ব্যাখ্যা ৩ : জোর করে জমি দখল।

উত্তরঃ ব্যাখ্যা ২ : খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার।

২.৫.৪ বিবৃতি : ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকাননী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন -

ব্যাখ্যা ১ : ভোগেশ্বরী ফুকাননী পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান।

ব্যাখ্যা ২ : পলাতকা বিপ্লবী ভোগেশ্বরী ফুকাননী আত্মসমর্পণ করতে অস্বীকৃত হলে পুলিশ তাকে গুলি করে।

ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকাননী অসমের নওগা জেলায় পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান।  

উত্তরঃ ব্যাখ্যা ৩ : ভোগেশ্বরী ফুকাননী অসমের নওগা জেলায় পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান।

Madhyamik ABTA Test Paper 2023 All Subjects Solved : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close