Higher Secondary Geography Suggestion 2023
ক্ষয়চক্র
৮. ক্ষয় চক্রের
বিভিন্ন পর্যায় অলোচনা কর।
বা
WM DAVIS বর্ণিত ক্ষয়
চক্রের বিভিন্ন পর্যায় গুলি অলোচনা কর।(২০১৮) +৫
উত্তরঃ ভু পৃষ্টের কো নো অংশে ভু গঠন কারি শক্তির প্রভাবে উচ্চতা বেড়ে গেলে সেই ভুমির
উপর ক্ষয় কাজ শুরু হয়।
WM
Davis এর মতে ভুমিরুপের পরিবর্তন হয় সাধারনত তিনটি নিয়ন্ত্রকের মাধ্যমে
যেগুলি হল গঠন, পদ্ধতি ও সময়। এগুলিকে ডে ভিস ত্রয়িও বলা হয়। ডে ভিস ভুমিরুপের ক্ষয় কাজের পরিবর্তন লক্ষ
করে ভুমিরুপের ক্ষয় কাজ কে তিন ভাগে ভাগ করেছেন। যথা – ১.যৌবন বা প্রারম্ভিক পর্যায়, পরিনত
পর্যায়, বার্ধক্য পর্যায়।
যৌবন বা প্রারম্ভিক পর্যায়ঃ ভুমি ভাগের উপর যে সময় থেকে ক্ষয় শুরু হয়, তখন থেকেই যৌবন বা প্রারম্ভিক পর্যায় শুরু হয়। এই পর্যায় এর বৈশিষ্ট গুলি হলঃ
ক. ভুমির ঢাল অনুযায়ী কয়েকটি প্রধান অনুগামি
নদীর সৃষ্টি হয়।
খ. নদীর অত্যাধিক ক্ষয়ের জন্য V বা I আকৃতির নদী উপত্যকা গড়ে ওঠে।
গ. এই পর্যায়ে নদীর নিম্ন ক্ষয় থেকে পার্শ্ব
ক্ষয় বেশি হয়।
পরিণত পর্যায়ঃ যৌবন বা প্রারম্ভিক
পর্যায় এর পর এই পর্যায় শুরু হয়। এই পর্যায়ের
বৈশিষ্ট গুলি হলঃ
ক. এই পর্যায়ে ভু উত্থানের চিহ্ন গুলি বিলুপ্ত
হয়ে যায়।
খ. অঞ্চলটিতে অনুগামি ও উপুনুগামি নদীর সংখা
বেড়ে যায়।
গ. এই পর্যায়ে নদী গ্রাস ও নদীর উপত্যকা অগভীর
হওয়ার জন্য নদীতে বন্যা দেখা যায়।
বার্ধক্য পর্যায়ঃ ক্ষয় চক্রের একেবারে
সর্বশেষ পর্যায় এটি। এই পর্যায়ের বৈশিষ্ট গুলি হলঃ
ক. নদীর বহন ক্ষমতা কমে গিয়ে সঞ্চয় ক্ষমতা
বেড়ে যায়।
খ. এই পর্যায়ে বড় বড় নদী বাঁক ও মিয়েন্দার
তৈরি হয়।
গ. এই পর্যায়ে প্লাবন ভুমি দেখা যায়।