Higher Secondary Geography Suggestion 2023
৭। রিয়া ও ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। (২০১৫) +৩
বা
রিয়া উপকূল কাকে বলে? (২০১৯)
উত্তরঃ
|
রিয়া উপকূল |
ফিয়ড উপকূল |
|
1.রিয়া উপকূল অবনমিত নদী উপকূল । |
1.অবনমিত হিমবাহ উপকুল। |
|
2.রিয়া উপকূল ফানেলের মত হয়। |
2. এটি ইংরাজি “U” এর মত হয়। |
|
3.রিয়া উপকুলের গভীরতা সাধারনত ফিয়ড উপকূল অপেক্ষা কম হয়। |
3.
ফিয়ড উপকূলের গভীরতা রিয়া উপকূলের গভীরতা অপেক্ষা বেশী হয়। |
|
4.
রিয়া দি আউরসা এর উল্লেখযোগ্য উদাহরণ। |
4.
ফিনল্যান্ডে প্রচুর ফিয়ড উপকূল দেখা যায় । |


একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ