WB Higher Secondary Economics Suggestion 2023 With Sure Common
Type Here to Get Search Results !

WB Higher Secondary Economics Suggestion 2023 With Sure Common

Higher Secondary Economics Suggestion 2023 WBCHSE

Higher Secondary Economics Suggestion 2023

     হেলো বন্ধুরা তোমাদের স্বাগত আমাদের এই ওয়েবসাইটে আজ আমি তোমাদের উচ্চমাধ্যমিক ২০২৩-এর অর্থনীতির একটি সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি সম্পূর্ণ সাজেশনটি আমাদের একজন অভিজ্ঞ শিক্ষক (সুকেশ দেবনাথ-এর) দ্বারা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ কর্তৃক প্রদত্ত নতুন সিলেবাস অনুযায়ী দ্বাদশ শ্রেণির অর্থনীতির এই সাজেশনটি তৈরি করা হয়েছে

Higher Secondary Economics Suggestion 2023 Download

     class 12 suggestion 2023. bijay suggestion 2023 class 12 commerce. economics class 12 bengali medium. class 12 bengali suggestion 2023 pdf. class 12 philosophy syllabus 2023. class 12 english suggestion 2023 pdf download. class 12 history suggestion 2023. h.s suggestion 2023. west bengal board class 12 economics book pdf. class 12 bengali suggestion 2023 pdf. class 12 suggestion 2023. hs all subject suggestion 2023 pdf download. class 12 english suggestion 2023 pdf download. class 12 geography wbchse. business studies class 12 wbchse question paper 2023. hs geography suggestion 2023 pdf download. west bengal board class 12 economics book pdf. class 12 bengali suggestion 2023 pdf. class 12 suggestion 2023. class 12 english suggestion 2023 pdf download. bijay suggestion 2023 class 12 commerce. hs history suggestion 2023 pdf download. hs suggestion 2023 pdf. hs geography suggestion 2023 pdf download free.

 

New Syllabus

PART - A

(A) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)


·      চাহিদার সূত্রটি বিবৃত কর।

 

·      কোনো দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়?

 

·      গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও

 

·      ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়ের নাম উল্লেখ করো।

 

·      নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?

 

·      প্রান্তিক উপযোগিতা কাকে বলে?

 

·      চাহিদা পরিমাণে পরিবর্তন বলতে কী বোঝো?

 

·      চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা সংজ্ঞা দাও

 

·      চাহিদার পারস্পরিক দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা দেখাও।

 

·      কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে, চাহিদার পরিমান যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়।

 

·      এক্ষেত্রে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান নির্নয় করো।

 

·      সম্পূর্ণ স্থিতিস্থাপকতা চাহিদা রেখা অঙ্কন করে দেখাও।

 

·      বিদ্যুৎ বাবুর আয় 60000 টাকা থেকে বেড়ে হল 64000 টাকা, তার ফলে দ্রব্যের চাহিদা বেড়ে 20 কেজি থেকে 24 কেজি হল, তাহলে আয়গত স্থিতিস্থাপকতা নির্ণয় করো।

 

·      ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরন দাও।

 

·      সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কী?

 

·      ফার্মের পরিবর্তনীয় ব্যয়ের দুটি উদাহরণ দাও

 

·      উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি বিবৃত করো।

 

·      স্থিরব্যয় কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

 

·      উৎপাদন প্রক্রিয়ায় যদি শুধুমাত্র সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকারী হয় তাহলে দীর্ঘকালীন প্রান্তিক ও গড় ব্যয় রেখার আকৃতি কেমন হবে?

 

·      উৎপাদনের প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও।

 

·      TC রেখা থেকে কীভাবে MC রেখা পাওয়া যায়?

 

·      উৎপাদকের উৎপাদন পরিকল্পনায় স্বল্পকাল কাকে বলে?

 

·      গড় আয়, প্রান্তিক আয় ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক দেখাও।

 

·      গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ এর সম্পর্ক লেখো।

 

·      দাম স্থির থাকলে AR MR রেখার সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো

 

·      যখন গড় আয় স্থির তখন প্রান্তিক আয় কীরূপ হবে?

 

·      দাম পরিবনর্তনশীল হলে AR এবং MR এর সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো।

 

·      ঘাটতি বাজেট বলতে কি বোঝো?

 

·      সরকারি ব্যয়ের গুনক কাকে বলে?

 

·      রাজস্ব নীতি কাকে বলে?

 

·      সংকোচনমূলক রাজকোশনীতি কখন গ্রহন করা হয়?

 

·      মুদ্রাস্ফীতি কাকে বলে?

 

·      প্রসারমূলক ফিসক্যাল নীতি কি?

 

·      লোরেঞ্জ অনুপাত কাকে বলে?

 

·      বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের দুটি অসুবিধার উল্লেখ করো

 

·      প্রসারের দুটি সার্বিক অসুবিধা লেখো।

 

·      সমক পার্থক্য বলতে কি বোঝো?

 

·      বিস্তৃতির অর্থ কি?

 

·      বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের যে কোনো দুটি অসুবিধা উল্লেখ করো।

 

·      ছদ্ম বেকারত্ব কাকে বলে?

 

·      মরশুরি বেকারত্ব কি?

 

·      দারিদ্র্যরেখা কি?

 

·      ভারতে আয় বৈষম্যের দুটি কারণ লেখো।

 

·      প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে?

 

·      মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি?

 

·      ভারতে দারিদ্র্যের দুটি কারণ উল্লেখ করো।

 

·      ভারতে দারিদ্র দূর করার জন্য গৃহীত দুটি ব্যবস্থার উল্লেখ করো

 

·      ইন্সুরেন্স রেগুলাটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটির দুটি কাজ উল্লেখ করো

 

·      জীবনবিমা ও সাধারণ বিমার দুটি পার্থক্য লেখো

 

·      বিশ্বায়ন কাকে বলে?

 

·      বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো?

 

·      WTO এর দুটি কাজ উল্লেখ করো।

 

·      বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ফলে ভারতকে যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে দুটি উল্লেখ করো

 

·      বিশ্ব বানিজ্য সংস্থার সদস্য হিসাবে ভারতের দুটি সুবিধার উল্লেখ করো।

 

·      চলতি খাতে ভারতীয় টাকার রূপান্তর যোগ্যতা বলতে কী বোঝো?

 

·      জীবন বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন?

 

·      নগদ জমার অনুপাত কাকে বলে?

 

·      ভারতের ব্যাঙ্গিং ক্ষেত্রে সংস্কারের জন্য নরসিংহম কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো।

 

(B) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

 

·      উৎপাদন অপেক্ষক কাকে বলে? উৎপাদন অপেক্ষক এর বৈশিষ্ট্য গুলি কি কি?

 

·      মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো।

 

·      উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো

 

·      বৃহদায়তন ফার্মের ব্যয়বৃদ্ধিজনিত অসুবিধাগুলি আলোচনা করো।

 

·      স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো

 

·      কোনো ফার্মের ব্যয় সংক্ষেপ বলতে কী বোঝায়? ব্যয়সংক্ষেপের ধারণা গুলি আলোচনা করো

 

·      পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো।

 

·      মোট উৎপাদন রেখা থেকে কিভাবে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হয়?

 

·      বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকোচের ধারণা গুলি আলোচনা করো

 

·      পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

 

·      পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম নির্ধারণ তত্ত্বটির বিবরণ দাও

 

·      দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন জোগান রেখা পাওয়া যায়।

 

·      উৎপাদন বন্ধের বিন্দু কি? কোন্অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো

 

·      পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত গুলি উল্লেখ করো এবং রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো

 

·      যেকোনো উৎপাদনের আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে তা আলোচনা করো

 

·      রিকার্ডোর খাজনা তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো।

 

·      বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমানগুলি আলোচনা করো

 

·      কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য ব্যাখ্যা করো

 

·      অর্থনৈতিক খাজনার ধারণাটি বিশ্লেষণ করো

 

·      ব্যক্তিগত শ্রমের জোগানরেখা পশ্চাৎমুখী হয় কেন?

 

·      খাজনা দাম দ্বারা নির্ধারিত হয়, কিন্তু তা দাম নির্ধারণ করে না” – এই উক্তিটি পর্যালোচনা করো

 

·      শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব এর সংক্ষিপ্ত বিবরণ দাও

 

·      খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।

 

·      শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো

 

·      আর্থিক জাতীয় আয় ও প্রকৃতি জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।

 

·      মাথাপিছু জাতীয় আয় কাকে বলে? আর্থিক ও বাস্তব মাথাপিছু আয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো

 

·      জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি আলোচনা করো।

 

·      ‘আয়ের বৃত্তস্রোত’ ধারণাটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো।

 

·      মূল্য সংযোজন পদ্ধতি আলোচনা করো

 

·      বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।

 

·      ঋণ নিয়ন্ত্রণ কেন দরকার? কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি গুলি আলোচনা করো

 

·      আমানত সৃষ্টি কি? বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে?

 

·      বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি সংক্ষেপে ব্যাখ্যা করো।

 

·      লেনদেন ব্যালান্সের হিসেবে চলতি খাত ও মূলধনি খাতের মধ্যে পার্থক্য লেখো।

 

·      বানিজ্য উদবৃত্ত ও লেনদেন উদবৃত্তের মধ্যে পার্থক্য দেখাও।

 

·      স্থির বিনিময় হার ও অনমনীয় বিনিময় হারের মধ্যে পার্থক্য দেখাও

 

·      ‘লেনদেন ব্যালেন্সে সকল সময়ই সমতা আছে’ এই উক্তিটি ব্যাখ্যা করো।

 

·      বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ প্রক্রিয়ায় গৃহীত ব্যবস্থা গুলি কি কি?

 

·      লোরেঞ্জ রেখার সাহায্যে কীভাবে আয়বৈষম্য পরিমান করা হয়? ব্যাখ্যা করো।

 

·      নীচের পরিসংখ্যা বিভাজন থেকে সমক পার্থক্য নির্ণয় করোঃ

শ্রেনি

4

5

6

7

8

9

10

পরিসংখ্যা

6

12

15

28

20

14

5

 

·      নীচের তথ্য থেকে সমক পার্থক্য নির্নয় করোঃ

প্রাপ্ত নম্বর

20-40

40-60

60-80

80-100

100-120

120-140

ছাত্র-ছাত্রীর সংখ্যা

6

9

8

10

11

6

 

·      ভারতে দারিদ্র দূরীকরনের উদ্দেশ্য ভারত সরকার যেসব ব্যবস্থা করেছে সেগুলির একটি বিবরণ দাও।

 

·      ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রিহণ করেছে সেগুলি সংক্ষেপে উল্লেখ করো।

 

·      ভারতে বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করো।

 

·      ভারতে দারিদ্র বজায় থাকার কারণ কি?


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close