পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভুমিরুপ গুলি কি কি? HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


ক্ষয়চক্র


  পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভুমিরুপ গুলি কি কি?

উত্তরঃ বিভিন্ন প্রাকৃতিক প্রভাবে নদীর যখন ক্ষয় ক্ষমতা বেড়ে যায় ও নদী পুনরায় যৌবন বা প্রারম্ভিক পর্যায় এর মত আচরণ করে তখন তাকে পুন যৌবন বলে পুনযৌবন এর ফলে গঠিত  ভুমিরুপ গুলি হল- উপত্যকার মধ্যে উপত্যকা, নিক পয়েন্ট, নদী মঞ্চ, খোদিত নদীবাঁক ও সমুদ্রমঞ্চ

 উপত্যকার মধ্যে উপত্যকাঃ পুনর্যৌবন লাভের পর নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায় ফলে নিম্ন প্রবাহে নদীর পুরনো অগভীর নদী কে পুনরায় ক্ষয় করে এই নদী উপত্যকার অনুভুমিক প্রস্থছেদ নিলে, দেখলে মনে হয় যেন পুরনো উপত্যকার মধ্যে নতুন উপত্যকা রয়েছে এরা কম নদী উপত্যকাকে  উপত্যকার মধ্যে উপত্যকা বলে



নিক পয়েন্টঃ পুনর্যৌবন লাভের ফলে নদীর পূর্বেকার  ঊর্ধ্ব উপত্যকার মৃদু ঢালের সাথে বর্তমানের নিম্ন উপত্যকার খাড়া ঢালের যে বিন্দু বরাবর সংযোগ ঘটে , সেই বিন্দু কে নিক পয়েন্ট বলে এই নিক পয়েন্ট এ বিশেষত জল প্রপাত গড়ে ওঠে



খদিত নদী বাঁকঃ নিম্ন উপত্যকায় নদী সাধারনত বাঁক নিয়ে প্রাবাহিত হয় পুনর্যৌবন লাভের পর নদী যেমন নিম্ন ক্ষয় করে, তেমনি পার্শ্ব ক্ষয় করার ফলে সরতে থাকে, তাকেই খদিত নদী বাঁক বলে                              


নদী মঞ্চঃ নদীর দুধারে একাধিক ধাপ বা সিঁড়ির মত মঞ্চ দেখতে পাওয়া যায় পুনর্যৌবন  লাভের পর নদী লম্বালম্বি ভাবে নীচে কেটে বসে যায়। ফলে আগেকার প্লাবন সমভুমি কিছুটা মঞ্চের মত নদীর দুধারে অবস্থান করে, তখন তাকে নদী মঞ্চ বলে




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন