LightBlog
"বিভাব" নাটকে বর্ণিত প্রথম লভ সিনটি নিজের ভাষায় ব্যক্ত করো। HS Bengali Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

"বিভাব" নাটকে বর্ণিত প্রথম লভ সিনটি নিজের ভাষায় ব্যক্ত করো। HS Bengali Suggestion 2023 WBCHSE

 Higher Secondary Bengali Suggestion 2023

HS Bengali Suggestion 2023 WBCHSE

নাটক - বিভাব


প্রশ্নঃ- "বিভাব" নাটকে বর্ণিত প্রথম লভ সিনটি নিজের ভাষায় ব্যক্ত করো।

উত্তরঃ- বাংলা নাট্য জগতের সর্বোত্তম এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শম্ভু মিত্র। আমাদের পাঠ্য তার একটি বিখ্যাত নাটক "বিভাব"। সেখানে নাট্যকার হাসির খোরাকের উদ্দেশ্যে অমর গাঙ্গুলীর বাড়ীতে আসেন। সেখান থেকে আমরা জানতে পারি যেপৃথিবীতে সবথেকে পপুলার জিনিস হল প্রেম। এখানে আছে হিউম্যান ইন্টারেস্ট ও পপুলার অ্যাপিল। সুতরাং বৌদি তৃপ্তি মিত্রের মস্তিষ্কপ্রসূত ভাবনা অনুসারে একটা লভ সিনের আয়োজন করা হয়। এখানে নায়ক শম্ভু মিত্র ও নায়িকা বৌদি স্বয়ং।

     নায়িকা কলেজ থেকে ফিরছে এমন একটা সিন করার জন্য বৌদি কাল্পনিক রাস্তায় হাঁটার অভিনয় করতে লাগল।অন্যদিক থেকে উদ্দেশ্যহীনভাবে নায়কের আগমন ও তাদের অবসম্ভাবী ধাক্কা। নায়িকা রেগে গিয়ে প্রশ্ন কর - "কেয়া আপ দেখতে নেহি-চোখ খুলে চলতে জানেন না?" নায়ক কি বলবে বুঝতে না পেরে কিংকর্তব্যবিমূঢ়ের মত আমতা আমতা করতে থাকে। মেজাজ হারিয়ে নায়িকা তাকে সপাটে এক থাপ্পড় মারে।

     বিমর্ষ নায়কের জখমি সিনের পরেই সম্পূর্ণ বিপরীত ভাবাবেগে নায়িকা হয়ে পড়ে পূর্বরাগে মোহাচ্ছন্ন। একেবারে পঞ্চাশ - ষাটের দশকের ফিল্মি ঢঙের ঘরানা ফুটে ওঠে। কিন্তু সেই সময় গাওয়া গান "মালতীলতা দোলে..." এমনভাবে দুলিয়ে দিয়ে যায় যে হাসির উদ্রেকের পরিবর্তে বিশ্বভারতীর বংশদণ্ডের ভয়ে হৃদপিন্ড পর্যন্ত কেঁপে ওঠে। ফলে ব্যর্থ হয় প্রথন লাভ সিন। তৃপ্তি বৌদির সৃজনশীলতা থাকা সত্ত্বেও তাই প্রথম লভ সিন হয় বাতিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close