LightBlog
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্র লেখো। HS Geography Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবন চক্র লেখো। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


১৬. নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র লেখো। (২০১৯) +

উত্তরঃ নাতিশীতোষ্ণ অঞ্চলের কোনো অংশে নিম্ন চাপের সৃষ্টি হলে মেরু অঞ্চল থেকে ঠাণ্ডা ও শুষ্কবায়ু এবং উপ ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ ও আডড়ো বায়ু ঐ অঞ্চলে ছুটে আসে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে ৩০-৩৫ ডিগ্রী অক্ষাংশের মধ্যে এই ঘূর্ণবাত তৈরি হয়

 ১৯১৮ সালে আবহবিজ্ঞানী বাড়কনেস নাতিশীতোষ্ণ ঘূর্ণ বাতের ৬টি পর্যায়ের কথা উল্লেখ করেন যথা

. প্রাথমিক পর্যায়ঃ এই পর্যায়ে উষ্ণ ও শীতল বায়ু পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হয়

. সদ্যজাত পর্যায়ঃ এই পর্যায়ে শীতল বায়ু প্রাচীর বরাবর উষ্ণ বায়ু শীতল বায়ুর মধ্যে ও উষ্ণ বায়ু প্রাচীর বরাবর শীতল বায়ু উষ্ণ বায়ুর মধ্যে প্রবেশ করে এর ফলে তরঙ্গের সাথে ঘূর্ণ বাতের সৃষ্টি হয়

. প্রাথমিক পূর্ণতা প্রাপ্তি পর্যায়ঃ এই  পর্যায়ে উষ্ণ বায়ূ পুঞ্জের কিছু  অংশ শীতল বায়ু পুঞ্জের মধ্যে ঢুকে পড়ে , ফলে ঘূর্ণ বাতটি পরিণত পর্যায়ে পৌছায়

. সম্পূর্ণ পূর্ণতা প্রাপ্তি পর্যায়ঃ উষ্ণ বায়ু শীতল বায়ু পুঞ্জে এসে ধাক্কা মারলে উষ্ণ ও আডড়ো বায়ু মেরু অঞ্চলের দিকে অ ভি ক্ষি পত্ব হয় এই উষ্ণ ও আডড়ো বায়ু শীতল বায়ু দ্বারা পরিবেষ্টিত থাকে

. বার্ধক্য পর্যায়ঃ এই পর্যায়ে উষ্ণ ও আদরও বায়ু হালকা ও ভারী হয়ে শুষ্ক শীতল বায়ুর উপর তির্যক ভাবে উঠে পরে, তখন বৃষ্টি হয়

. অন্তিম পর্যায়ঃ শেষে দুই বায়ু পুঞ্জের উষ্ণতা প্রায় সমান  হয়ে যায় কয়েকটি  শীতল আবর্তিত বায়ু স্রোত অবস্থান করে সর্ব শেষে ঘূর্ণ বাতটি অদৃশ্য হয়ে যায়


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close