ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


বায়ুমণ্ডল

. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো (২০১৭) +


বিষয়

ক্রান্তীয় ঘূর্ণবাত

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত

অবস্থান

এই ঘূর্ণবাত সাধারণত ক্রান্তীয় অঞ্চলে ৫ থেকে ১০ ডিগ্রী অঞ্চলে দেখা যায়

এই ঘূর্ণবাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে ৩৫-৫০ ডিগ্রী অক্ষাঙ শের  মধ্যে দেখা যায়

আয়তন

নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত অপেক্ষা ছোটো হয়

ক্রান্তীয় ঘূর্ণবাত অপেক্ষা বড়ো হয়

উৎপত্তি স্থান

এটি সাধারণত সমুদ্রের উপর তৈরি হয়

 এটি সাধারণত স্থলের উপর তৈরি হয়

বাতাসের গতিবেগ

 এই ঘূর্ণ বাতে বাতাসের গতিবেগ থাকে ৪০-৪০০ কিমি / ঘণ্টা

এই ঘূর্ণ বাতে বাতাসের গতিবেগ থাকে ৩০-৩৫ কিমি / ঘণ্টা

ধ্বংসাত্মক ক্ষমতা

এই ঘূর্ণ বাতের ধ্বংসাত্মক ক্ষমতা বেশী

এটি ধ্বংসপ্রবণ নয়


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন