Higher Secondary Geography Suggestion 2023
বায়ুমণ্ডল
১. ক্রান্তীয় ঘূর্ণবাত
ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। (২০১৭) +৪
বিষয় |
ক্রান্তীয় ঘূর্ণবাত |
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত |
অবস্থান |
এই ঘূর্ণবাত সাধারণত ক্রান্তীয় অঞ্চলে ৫
থেকে ১০ ডিগ্রী অঞ্চলে দেখা যায়। |
এই ঘূর্ণবাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে
৩৫-৫০ ডিগ্রী অক্ষাঙ শের মধ্যে দেখা যায়। |
আয়তন |
নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত অপেক্ষা ছোটো হয়। |
ক্রান্তীয় ঘূর্ণবাত অপেক্ষা বড়ো হয়। |
উৎপত্তি স্থান |
এটি সাধারণত সমুদ্রের উপর তৈরি হয়। |
এটি সাধারণত স্থলের উপর তৈরি হয়। |
বাতাসের গতিবেগ |
এই ঘূর্ণ বাতে বাতাসের গতিবেগ থাকে
৪০-৪০০ কিমি / ঘণ্টা। |
এই ঘূর্ণ বাতে বাতাসের গতিবেগ থাকে ৩০-৩৫ কিমি / ঘণ্টা। |
ধ্বংসাত্মক ক্ষমতা |
এই ঘূর্ণ বাতের ধ্বংসাত্মক ক্ষমতা বেশী। |
এটি ধ্বংসপ্রবণ নয়। |