LightBlog
“বাসন্তিকস্বপ্নম্” নাটকের বিষয়বস্তু আলোচনা কর । HS Sanskrit Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

“বাসন্তিকস্বপ্নম্” নাটকের বিষয়বস্তু আলোচনা কর । HS Sanskrit Suggestion 2023 WBCHSE

Higher Secondary Sanskrit Suggestion 2023

HS Sanskrit Suggestion 2023 WBCHSE

সংস্কৃত নাটক

বাসন্তিকস্বপ্নম্

প্রশ্ন:- বাসন্তিকস্বপ্নম্ নাটকের বিষয়বস্তু আলোচনা কর।

উত্তর:- শেক্সপীয়রের বিখ্যাত ইংরাজি নাটক "A Midsummer Night's Dream" এর সংস্কৃত অনুবাদ করেন দক্ষিণ ভারতের বিদগ্ধ পণ্ডিত শ্রীকৃষ্ণমাচার্য। নামকরণ করেন "বাসন্তিকস্বপ্নম্"। এই নাটকের প্রথম অংক থেকে আমাদের পাঠ্যাংশটি গৃহীত হয়েছে।

     অবন্তী দেশের মহারাজ ইন্দ্রবর্মার সাথে আর চারদিন পর আগামী অমাবস্যাতিথিতে তাঁর বাগদত্তা কনকলেখার বিবাহ স্থির হয়েছে। কিন্তু মহারাজ বড় অধৈর্য হয়ে পড়েছেনতার কাছে চাঁদ বড় নিষ্ঠুর। কারণ চন্দ্রকলা সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে তবেই ঘটে অমাবস্যার আগমন।

     তার কাছে এক এক মুহুর্ত যুগের সমান বলে মনে হচ্ছে - "নাড়িকাহপিযুগায়তে।"

     রাজা এখনই তাকে আপন বাহুডোরে আবদ্ধ করে অঙ্কশায়িনী রূপে লাভ করতে চান।তার যেন আর মন মানতে চাইছে নাকনকলেখার সান্নিধ্য লাভে তিনি মানসিক ভাবে উত্তেজিত। কনকলেখা বারংবার তাকে আশ্বস্ত করছেন, এরকম উদ্বেগের তেমন কোন কারণ নেই। তার সাথে আর মাত্র চারদিন পরই রাজা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। মাঝের এই চারদিন রাতের স্বপ্নের মতই অতিবাহিত হয়ে যাবে। ভাবী বাগদত্তা রাণীর কথায় আশ্বস্ত হয়ে তিনি তাদের বিবাহ হেতু সমস্ত নগরীর গৃহে গৃহে সংবাদ দেওয়ার জন্য ভৃত্য প্রমোদকে আহ্বান জানান। সমস্ত যুবসম্প্রদায় যেন তাদের বিবাহ মহোৎসবে মহাসমারোহে অংশগ্রহণ করে। প্রমোদ রাজাজ্ঞা শিরোধার্য করে প্রস্থান করে।

     কিন্তু তখনই মঞ্চে আবির্ভাব ঘটে ক্রুদ্ধ বৃদ্ধ ইন্দুশর্মা ও তার কণ্যা কৌমুদী। কণ্যার বিরুদ্ধে বিচারের আশা নিয়ে তিনি রাজদরবারে এসেছেন।

      তিনি মকরন্দ নামে এক যুবককে তার কণ্যা কৌমুদীর সাথে বিবাহের জন্য স্থির করেছেন। কিন্তু কৌমুদী বসন্ত নামে এক যুবককে ভালোবাসেতাকে ছাড়া আর কোন অপরিচিত ব্যক্তিকে সে বিবাহ করতে পারবে না। পিতার মতে বিবাহ করতে রাজী না হওয়াই বৃদ্ধ ইন্দুশর্মা মহারাজ ইন্দ্রবর্মার কাছে বিচার হেতু এসেছেন। দেশের আইননুসারে পিতার আদেশ অবমাননা কারীনী অবাধ্য কণ্যার শাস্তি চান তিনি।

     রাজা কৌমুদীকে জানানসে যদি কথা না শোনে তবে নিয়মানুসারে তাকে হয় মৃত্যুদণ্ড দেওয়া হবে নাহয় আজীবন কুমারী থাকতে হবে। তবুও কৌমুদী আপন সিদ্ধান্তে অটলসে বসন্ত ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবে না। মৃত্যুদণ্ড বা আজীবন কৌমারীত্ব - যে কোন শাস্তি মাথা পেতে নিতে সে প্রস্তুত। রাজা শেষবারের মত তাকে ভেবে দেখতে বলে রাজাজ্ঞা মাননার আদেশ দেন। তারপর তারা প্রস্থান করলে নেপথ্য মৃদঙ্গধ্বনি বেজে ওঠে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close