LightBlog
HS Class 11 History Previous Years Question Paper 2016 WBCHSE
Type Here to Get Search Results !

HS Class 11 History Previous Years Question Paper 2016 WBCHSE

Higher Secondary Examination (xi) - 2016


Group - A

'অর্থশাস্ত্রের'লেখক হলেন -

  1. মেগাস্থিনিস
  2. কৌটিল্য
  3. কালিদাস
  4. সন্ধ্যাকর নন্দী


'প্রায়-ইতিহাস'শব্দটির অর্থ হলো -

  1. ইতিহাসের আগের যুগ
  2. ইতিহাসের পরের যুগ
  3. ট্রাক্-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
  4. যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না


আমির খসরু রচিত গ্রন্থ টির নাম হল -

  1. তারিখ-ই-ফিরোজ শাহী
  2. কিরান-উস-সাদা ইন
  3. আকবরনামা
  4. বাদশাহনামা


'অরিজিন অফ স্পিসিজ'রচনা করেন -

  1. কার্ল মার্কস
  2. মর্গান
  3. ডারউইন
  4. তুর্নাল


মিশরের সব থেকে বড় পিরামিড হল -

  1. খুফুর
  2. নেফারার
  3. মেন কুরার
  4. রামেসিস-এর


সুমেরীয় সমাজ বিভক্ত ছিল -

  1. একটি শ্রেণীতে
  2. দুটি শ্রেণীতে
  3. তিনটি শ্রেণীতে
  4. চারটি শ্রেণীতে


মহাজনপদ গুলির উত্থান হয় -

  1. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
  2. খ্রিস্টপূর্ব ষষ্ঠ দশ শতকে
  3. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে
  4. খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে


'রিপাবলিক'গ্রন্থের লেখক হলেন -

  1. প্লেটো
  2. সক্রেটিস
  3. অ্যারি স্টটল
  4. হোমার


শূন্যস্থান পূরণ করো: পাটলি পুত্র ছিল __________ রাজধানী।

  1. অবন্তীর
  2. কোশলের
  3. মগধের
  4. বৃজির


সিসেরো ছিলেন -

  1. একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
  2. এরিস্টটলের একজন ছাত্র
  3. একজন গ্রিক রাজনীতিবিদ এবং আইন আইনজ্ঞ
  4. একজন রোমান বিচারক


'ইক্তা'প্রথার প্রবর্তক হলেন -

  1. ইলতুৎমিস
  2. রাজিয়া
  3. বল বন
  4. আলাউদ্দিন খলজি


রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি প্রবর্তন করেন -

  1. রুশো
  2. মন্তেস্কু
  3. ভলতেয়ার
  4. ডিকেন্স


প্রদত্ত কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে? -

  1. হরপ্পা
  2. ব্যাবিলন
  3. সুমের
  4. মিশর


কোন্ ল্যাটিন শব্দ থেকে ইংরেজি 'ফিউডালিজম'শব্দটির উৎপত্তি হয়েছে? -

  1. ফিউডাল
  2. ফেডলিতে
  3. ফিওডালিস
  4. ফিউডালাৎ


শূন্যস্থান পূরণ করো: মেনরের দরিদ্র কৃষকেরা________ নামে পরিচিত ছিল। -

  1. ডিমিন
  2. ভিলেন
  3. বেইলিফ
  4. স্টুয়ার্ড


'অর্থশাস্ত্রের' কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ? -

  1. 4 প্রকার
  2. 5 প্রকার
  3. 8 প্রকার
  4. 10 প্রকার


প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন -

  1. ফ্যারাও খুবফুর স্ত্রী
  2. ফ্যারাও আখেনাট্নের স্ত্রী
  3. ফ্যারাও টুটেনখামেনের স্ত্রী
  4. ফ্যারাও রামেসিসের স্ত্রী


স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল  -

  1. হেলট
  2. পেরিওসি
  3. স্পার্টান
  4. মেটিক


 'দীন-ই-ইলাহি' প্রবর্তিত হয় -

  1. 1582 খ্রিষ্টাব্দে
  2. 1578 খ্রিস্টাব্দে
  3. 1580 খ্রিস্টাব্দে
  4. 1579 খ্রিস্টাব্দে


ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন -

  1. সপ্ত হেনরি
  2. অষ্টম হেনরি
  3. মেরি স্টুয়ার্ট
  4. প্রথম এলিজাবেথ


বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা ছিলেন -

  1. টলেমি
  2. টাইকো ব্রাহে
  3. কোপার্নিকাস
  4. নিউটন


ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন? -

  1. স্পেন
  2. ইংল্যান্ড
  3. পর্তুগাল
  4. ফ্রান্স


টেলিফোনের আবিষ্কারক হলেন -

  1. গ্রাহাম বেল
  2. কেপলার
  3. জেমস লং
  4. মার্কনি



Group - B

দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)


  • ইতিহাস পুরান কি?



  • লেখা মালা বলতে কী বোঝো?

অথবা
আমির খসরু কে ছিলেন?


  • ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন?



  • অ্যাক্রপলিস কি?

অথবা
দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখ।


  • অটোমান কারা?



  • জিয়াউদ্দিন বরনী রচিত দুটি গ্রন্থের নাম করো।

অথবা
হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় এবং কেন?


  • টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?



  • টমাস ক্রমওয়েল কে ছিলেন?

অথবা
সপ্তাঙ্গ তত্ত্ব কি?


  • মধ্যযুগের ইউরোপে নাইট কাদের বলা হত?

অথবা
স্পার্টাকাস কে ছিলেন?


  • নিগম কাকে বলে?



  • ম্যানর বলতে কী বোঝো?

অথবা
ভ্যাসাল বলতে কী বোঝো?


  • শক কারা? ভারতের প্রথম শক রাজা কে?

অথবা
ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন?


  • হেটল করা ছিল?



  • আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন?

অথবা
বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?


  • কোপারনিকাস কে ছিলেন?

অথবা
পার্চমেন্ট কি?


  • ম্যাগেলান কেন বিখ্যাত?

অথবা
প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন?


Group - C

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)


  • হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয়?

অথবা
প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো।


  • পলিশের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো।

অথবা
পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও।


  • প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথা তুলনামূলক আলোচনা করো।

অথবা
সামন্ততন্ত্র বলতে কী বোঝো? ভারতে সামন্তপ্রথার বৈশিষ্ট্য করো।


  • প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে একটি বিশদভাবে আলোচনা করো।

অথবা
ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নুরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো।


  • ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ গুলি আলোচনা করো।


Download Class 11 History Suggestion


HS Class 11 History Question Paper 2014

HS Class 11 History Question Paper 2015

HS Class 11 History Question Paper 2016

HS Class 11 History Question Paper 2017

HS Class 11 History Question Paper 2018

HS Class 11 History Question Paper 2019

HS Class 11 History Question Paper 2020

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close