LightBlog
West Bengal Class 9 Life Science 2nd Exam Very Short Question Suggestion 2020 Download PDF
Type Here to Get Search Results !

West Bengal Class 9 Life Science 2nd Exam Very Short Question Suggestion 2020 Download PDF

নবম শ্রেনী
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য 
জীবন বিজ্ঞানের
কিছু গুরুত্বপূর্ণ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন 

     WB Class 9 Life Science Second Exam Suggestion Download PDF 2020. West Bengal Class 9 Life Science 2nd Exam Suggestion Download PDF. WBBSE Class 9 Life Science Second Unit Test Suggestion Download PDF. Class 9 Life Science Second Exam Suggestion Download PDF. Class 9 Life Science Model Question Paper PDF Download WBBSE. নবম শ্রেণির জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু বড়ো প্রশ্ন. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের বড়ো প্রশ্নের সাজেশন ২০২০. Class nine Life Science Second Exam Some Very Short Questions Download PDF. Nobom shreni jeebon bijjan sajeshon 2020.

     পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জৈবনিক প্রক্রিয়া থেকে কিছু এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেগুলোর জন্য কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে।

     পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় একক অভীক্ষা জন্য জৈবনিক প্রক্রিয়ার জন্য এই আর্টিকেলে শুধুমাত্র প্রশ্নগুলি দেওয়া আছে। তবে এই প্রশ্নগুলো উত্তর সহ নিতে গেলে এই পোষ্টের শেষে কিছু পিডিএফ লিংক দেয়া আছে যেগুলি থেকে খুব সামান্য পেমেন্ট করে প্রশ্ন উত্তরসহ পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।

Life Science Full Suggestion : click here...

History Full Suggestion : click here...


Geography Full Suggestion : click here...

Physical Science Full Suggestion : click here...

*** অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ 


  • NADP এর পুরো নাম কি?



  • সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি?



  • সর্পগন্ধার মূল উপস্থিত উপক্ষারের নাম লেখ।



  • কোহল সন্ধানে ব্যবহৃত উৎসেচক টির নাম কি?



  • RuBP এর পুরো নাম কি?



  • থ্রম্বোসাইটোপেনিয়া কি?



  • হাইড্রোপনিক্স কি?



  • সবাত শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয়?



  • ফুসফুসের আবরণীর নাম কি?



  • সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস কি?



  • মলভূক পুষ্টির একটি উদাহরণ দাও।



  • অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হলে কোন প্রকারের শব্দ হয়?



  • প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখ।



  • কবপ্রফ্যাগির একটি উদাহরণ দাও।



  • রক্ত তঞ্চনে প্রয়োজনীয় প্রোটিন দুটির নাম লেখ।



  • পরাশ্রয়ী উদ্ভিদের জলের উৎস কি?



  • প্রোটোপ্লাস্ট ও প্লাজমোডেসমাটার মাধ্যমে জল পরিবহনের পদ্ধতিকে কি বলে?



  • দুধ থেকে দই তৈরিতে সক্ষম ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।



  • পতঙ্গদের রক্ত শ্বাসবায়ু বহন করে না কেন?



  • COPD কাদের মধ্যে দেখা যায়?



  • কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়?



  • কোন পদ্ধতিতে শ্বাসবায়ু, খাদ্য দেহ কোষে প্রবেশ করে?



  • বৃক্কের গঠন গত ও কার্যগত একক কি?



  • মানব ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত?



  • কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাস অঙ্গ পরিলক্ষিত হয়?



  • কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে?



  • ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটির নাম কি?



  • মিষ্টির দোকানের কোন খাবারে তুমি ল্যাকটিক অ্যাসিড পাবে?



  • আমলকী হরীতকী গাছের রেচন পদ্ধতির মধ্যে সাদৃশ্য কি?



  • কোন মৌলকে অত্যাবশ্যকীয় হতে গেলে কি বৈশিষ্ট্য থাকা দরকার?



  • প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য কি?



  • হৃদপিন্ডের আবরণীর নাম কি?



  • গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অনু ATP ব্যবহারের পর কত অনু ATP এর প্রাপ্তি ঘটে?



  • গ্লোমেরুলাস কি?



  • অসুস্থ সংকটাপন্ন, পুড়ে যাওয়া বা সাপেকাটা কোন ব্যক্তিকে রক্ত দিতে গেলে সাবধানতা না নিলে কি সমস্যা ঘটতে পারে?



  • কপ্রোফ্যাগির তাৎপর্য লেখ।



  • পত্ররন্ধ্র উন্মোচন যে খনিজ মৌল নিয়ন্ত্রণ করে তার নাম লেখ।



  • কাইম কি?



  • NADPH এর পুরো নাম লেখ।



  • মানুষের স্থায়ী দন্ত সংকেত লেখ।



  • বাষ্পমোচনের উপর আর্দ্রতার প্রভাব লেখ।



  • সন্ধান প্রক্রিয়ার একটি অর্থনৈতিক গুরুত্ব লেখ।



  • BMR এর পুরো নাম কি?



  • হাইলাম কি?



  • শোষণ বর্ণালী কাকে বলে?



  • COPD এর পুরো নাম লেখ।



  • স্বর্ণলতা কোন প্রকারের পুষ্টিসম্পন্ন করে?



  • মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন গ্রন্থির রসে কোন পাচক উৎসেচক থাকে না?



  • কোন আয়ন পত্ররন্ধ্র উন্মোচনের সাহায্য করে?



  • মানুষের রক্তে অবস্থিত দুটি ফ্যাটৈর নাম লেখ।



  • সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় অবস্থিত?



  • ট্রাইকাসপিড কপাটিকা হৃদপিণ্ড কোথায় অবস্থিত?


Life Science Full Suggestion : click here...

History Full Suggestion : click here...

Geography Full Suggestion : click here...

Physical Science Full Suggestion : click here...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close