Higher
Secondary Class 11 Examination 2014
Group - A
(1) সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী)
:
'প্রাক ইতিহাস' শব্দটির অর্থ কি ? -
- প্রায় ইতিহাস ও ইতিহাস এর মধ্যবর্তী সময় কাল
- যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না
- যে সময় লিখিত বিবরনি ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
- যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো
ইন্ডিকার রচয়িতা ছিলেন -
- মেগাস্থিনিস
- কৌটিল্য
- চন্দ্রগুপ্ত মৌর্য
- সেলুকাস
সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন -
(অ) সন্ধ্যাকর নন্দী,
(আ) জিয়াউদ্দিন বরনি,
(ই) আমির খসরু,
(ঈ) আফিফ
- অ,ই,ঈ ঠিক ও আ ভুল
- অ,আ,ই ঠিক ও ঈ ভূল
- অ, আ, ঈ ঠিক ও আ ভূল
- আ,ই,ঈ ঠিক ও আ ভূল
এ পর্যন্ত সবথেকে পুরনো জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে -
- অস্ট্রেলিয়ায়
- উত্তর আমেরিকায়
- দক্ষিণ আমেরিকায়
- আফ্রিকায়
মেহেরগড় সভ্যতার আবিষ্কারের সঙ্গে যুক্ত -
- জা ফ্রঁসোয়া জারিজ
- রমেশ চন্দ্র মজুমদার
- ভিন্সেন্ট স্মিথ
- যদুনাথ সরকার
মেসোপটেমিয়ার মন্দির গুলিকে বলা হত -
- জিগুরাত
- পিরামিড
- স্টোনহেনজ্
- মঠ
প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল -
(অ) মগধ সাম্রাজ্যের উত্থান
(আ) রামায়ণ ও মহাভারতের রচনা
(ই) জনপদের উত্থান
(ঈ) মহাজনপদের উত্থান
- অ,ঈ ঠিক ও আ,ই ভূল
- অ,আ ঠিক ও আ,ঈ ভূল
- আ,ই,ঈ ঠিক ও আ ভূল
- আ,ই ঠিক ও আ,ঈ ভুল
অ্যাক্রপলিস কি? -
- গ্রিসের নগর রাষ্ট্র
- স্পার্টার সমাধিস্থল
- গ্রিসের পাহাড়ের উপর দূর্গের মত সুদৃঢ় কেন্দ্র
- ইতালির একটি বিশ্ববিদ্যালয়
'দ্যা ম্যাগনিফিসেন্ট' নামে কোন অটোমান সুলতান পরিচিত? -
- সুলতান ওসমান
- সুলতান সালাদিন
- সুলতান সুলেমান
- সুলতান দ্বিতীয় মুহম্মদ
'ফতোয়া ই জাহান্দারি'র লেখক ছিলেন -
- বদাউনি
- জিয়াউদ্দিন বরনি
- আবুল ফজল
- ইবন বতুতা
সিসেরো ছিলেন -
- একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ
- একজন রোমান সমাজ সংস্কারক
- একজন রোমান সম্রাট
- একজন রোমান বিচারক
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ
|
খ স্তম্ভ
|
(অ) পারস্য
|
(i) ম্যান্ডারিন
|
(আ) চীন সাম্রাজ্য
|
(ii) ইক্তাদার
|
(ই) দিল্লির সুলতানি
|
(iii) মনসবদার
|
(ঈ) মুঘল সাম্রাজ্য
|
(iv) ক্ষত্রপ
|
- অ - i আ - iv ই - ii ঈ - iii
- অ -iv আ - i ই - ii ঈ - iii
- অ - iv আ - iii ই - i ঈ - ii
- অ - ii আ - iii ই - iv ঈ - i
হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে -
- আলমগিরপুরে
- ধোলাভিড়ায়
- লোথালে
- কালিবঙ্গানে
প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ন কবে শুরু হয় -
- খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে
- খ্রিস্টপূর্ব প্রথম শতকে
- খ্রিস্টীয় পঞ্চম শতকে
- খ্রিস্টীয় দশম শতকে
সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের টাইট করটি ছিল -
- ভূমি কর
- ধর্মকর
- বেগার শ্রম
- পরোক্ষ কর
নিষাদ কাদের বলা হত? -
- শূদ্র
- অরন্যের উপজাতি
- পার্বত্য উপজাতি
- দ্রাবিড় জাতি
প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি -
- পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন
- মিশরের শেষ ফেরাও ছিলেন
- আখেনাটেন শহর নির্মাণ করেন
- আখেনাটেন এর প্রধান মহিষী ও সহ শাসক ছিলেন
স্পার্টার ক্রীতদাসদের বলা হত -
- হেলট
- পেনেসটাই
- মেটিক
- পেরিওকয়
দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার স্বীকৃতি পান? -
- কুতুবউদ্দিন আইবক
- নাসিরুদ্দিন কুবাচা
- ইলতুৎমিস
- বলবন
শূন্যস্থান পূরণ করো :
পোপ তৃতীয় লিও _________ কে রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
-
- কনস্টানটাইন
- শার্লামেন
- রোমুলাস অগাস্টাস
- ট্রাজান
জৈন ধর্ম কি কি ভাগে বিভক্ত হয়েছিল? -
- হিমজান - মহাজান
- হিমজান - শ্বেতাম্বর
- মহাযান - দিগম্বর
- শ্বেতাম্বর - দিগম্বর
ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ
|
খ স্তম্ভ
|
(অ) কাগজের আবিষ্কার
|
(i) জাইলোগ্রাফি
|
(আ) কাঠের ব্লকের
দ্বারা মুদ্রণ
|
(ii) চীন
|
(ই) জোহানেস গুটেনবার্গ
|
(iii) পশুর চামড়া
|
(ঈ) পার্চমেন্ট
|
(iv) মুদ্রণ যন্ত্র
|
- অ -ii আ - i ই - iv ঈ - iii
- অ - iii আ - iv ই - i ঈ - ii
- অ - iii আ - i ই - iv ঈ - ii
- অ iii আ - ii ই - i ঈ - iv
উড়ন্ত মাকু আবিষ্কার করেন -
- জেমস হারগ্রীভস
- হামফ্রে ডেভি
- জন কে
- জেমস ওয়াট
ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন -
- বার্থোলোমিউ দিয়াজ
- ভাস্কো দা গামা
- কলম্বাস
- জন কেব্রাল
Group B
(2) দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি
লক্ষ্যণীয়) :
- প্রায় ইতিহাস কাকে বলে?
অথবা,
মেঘমালা বলতে কী বোঝো
- ইতিহাস পুরান কি?
- প্রবাহমান কাল বলতে কি বোঝো?
- নগর রাষ্ট্র বলতে কি বোঝো?
অথবা,
জনপদ কি?
- মেসিডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করো।
- অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল?
- ইক্তা শব্দের অর্থ কি?
অথবা,
চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে?
- টমাস ক্রমওয়েল কে ছিলেন?
- প্রাচীন ভারতে অগ্রহার প্রথা বলতে কি বোঝো?
অথবা,
গুপ্ত যুগের শেষ ভাগে নগর গুলির অক্ষয়ের একটি কারণ নির্দেশ করো।
- মধ্যযুগের ইউরোপে কাদের নাইট বলা হত?
- মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যে যেকোনো একটি প্রভাব উল্লেখ করো।
অথবা,
মধ্যযুগের ইউরোপে গিল্ড প্রথা কি ছিলো?
- প্রাচীন ভারতের দ্বিজ নামে কারা পরিচিত ছিল?
অথবা,
'মেটিক' কাদের বলা হত?
- রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যেকোনো দুটি তত্ত্বের নাম লেখ।
- মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কি বোঝো?
অথবা,
আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন দেশের মানুষ
ছিলেন?
- অপরসায়নবিদ্যা কি?
- পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কি বোঝাত?
অথবা,
নাবিক হেনরি কে ছিলেন?
Group C
(3) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
:
- নব্য প্রস্তর যুগের শিল্প বৈশিষ্ট্য গুলি কি ছিল?
অথবা,
হরপ্পা সভ্যতার নগর জীবনের উপর একটি টীকা লেখ। এই সভ্যতার পতনের কারণগুলি
কি ছিল?
- এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়? গ্রিক পলিশ গুলির পতন কেন হয়?
অথবা,
জিয়াউদ্দিন বরনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল?
দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল?
- প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথা তুলনামূলক বিবরণ দাও।
অথবা,
মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্য গুলি কি
ছিল? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ গুলি আলোচনা করো।
- বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো।
অথবা,
প্রাচীন ভারতে নারী সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ রচনা করো।
- ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো।
Download Class 11 History Suggestion
HS Class 11 History Question Paper 2014
HS Class 11 History Question Paper 2015
HS Class 11 History Question Paper 2016
HS Class 11 History Question Paper 2017
HS Class 11 History Question Paper 2018
HS Class 11 History Question Paper 2019
HS Class 11 History Question Paper 2020
HS Class 11 History Question Paper 2014
HS Class 11 History Question Paper 2015
HS Class 11 History Question Paper 2016
HS Class 11 History Question Paper 2017
HS Class 11 History Question Paper 2018
HS Class 11 History Question Paper 2019
HS Class 11 History Question Paper 2020
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ