LightBlog
HS Class 11 History Previous Years Question Paper 2015
Type Here to Get Search Results !

HS Class 11 History Previous Years Question Paper 2015

Higher Secondary Class 11 Examination 2015


Group - a


সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী) :

ভারতে পুরাণের সংখ্যা হল -
  1. 15 টি
  2. 16 টি
  3. 18 টি
  4. 22 টি


ইংরেজিতে 'প্রি - হিস্ট্রি'কথাটি প্রথম ব্যবহার করেন -
  1. পল তুর্নাল
  2. ড্যানিয়েল উইলসন
  3. র্্যাঙকে
  4. লর্ড অ্যাক্টন


'ইতিহাসের জনক'বলা হয় -
  1. সক্রেটিস
  2. হেরোডোটাস
  3. প্লেটো
  4. জাস্টিন-কে


পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো -
  1. কাটারি বা ছোরা
  2. ধারালো অস্ত্র
  3. পাথরের টুকরো
  4. হাত কুঠার


নব প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল -
  1. আগুনের আবিষ্কার
  2. লোহার ব্যবহার
  3. তামার ব্যবহার
  4. কৃষি প্রযুক্তির ব্যবহার


নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন? -
  1. সিন্ধু সভ্যতার মানুষ
  2. মিশরীয় সভ্যতার মানুষ
  3. সুমেরীয় সভ্যতার মানুষ
  4. মেসোপটেমিয়ার মানুষ


গ্রিসের নগর-রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল -
অক্টোপালিস
নেক্রোপলিস
পার্শিপলিস
অ্যাগোরা

বিকল্প সমূহ:
  1. A,dঠিক এবং bc ভুল
  2. A,b,d ঠিক এবংc ভুল
  3. A,c,d ঠিক এবংb ভুল
  4. A,b ঠিক এবংc,d ভুল


প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত -
  1. 10000,
  2. 20000
  3. 4000
  4. 5000


ষোড়শ মহাজনপদ এর মধ্যে যেটি দক্ষিণ ভারতের অবস্থিত সেটি হল -
  1. বৃজি
  2. কম্বোজ
  3. অস্মক
  4. শুরসেন


ক-এ স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও:

ক-স্তম্ভ
খ-স্তম্ভ
(A)  মুদ্রারাক্ষস
(a)   জিয়াউদ্দিন বরনি
(B)  দ্য প্রিন্স
(b)  সিসেরো
(C)  দ্য রিপাবলিক
(c)   বিশাখদত্ত
(D)  তারিখ-ই-ফিরোজশাহি
(d)  ম্যাকিয়াভেলি

বিকল্প সমূহ:
A-a,b-d,c-b,d-c
A-d,b-a,c-c,d-b

A-c,b-d,c-b,d-a

A-c,b-d,c-a,d-b

ইংরেজিত 'mandarin' শব্দটি এসেছে -
  1. পোর্তুগিজ শব্দ থেকে
  2. ল্যাটিন শব্দ থেকে
  3. ফরাসি শব্দ থেকে
  4. ডাচ শব্দ থেকে


টমাস ক্রমওয়েল'actofsupremacy'gosu ঘোষণা করেন -
  1. 1530 খ্রিস্টাব্দে
  2. 1534খ্রিস্টাব্দে
  3. 1536 খ্রিস্টাব্দে
  4. 1539 খ্রিস্টাব্দে


রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কি বলা হত? -
  1. ভার্নি
  2. গ্যাডিয়েটার
  3. প্যাট্রিসিয়ান
  4. ম্যানুমিসিও


ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল -
  1. সামন্ত ব্যবস্থা
  2. গ্রামীণ ব্যবস্থা
  3. সিনোরীয় ব্যবস্থা
  4. ইনভেস্টিচার ব্যবস্থা


প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল -
  1. খ্রিস্টপূর্ব প্রথম শতকে
  2. খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে
  3. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে
  4. খ্রিস্টীয়  ষষ্ঠ শতকে


গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজের কটি জাতির উল্লেখ করেছেন? -
  1. 4টি
  2. 5টি
  3. 6টি
  4. 7টি


নুরজাহানের প্রকৃত নাম ছিল -
  1. নুর-এ-আলম
  2. লাডলি বেগম
  3. মেহেরউন্নিসা
  4. আর্জুমন্দ বানু বেগম


স্পার্টার সমাজ ছিল -
হেলট
পেরিওকয়
প্যাট্রিসিয়ান
স্পার্টান

বিকল্প সমূহ:
  1. A ঠিক এবংb,c,dভুল
  2. B,cঠিক এবং,a,dভুল
  3. A,b,c,ঠিক এবংdভুল
  4. A,b,dঠিক এবং c ভুল


সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন -
আগ্রাতে
রাজস্থানে
বাংলায়
ফতেপুর সিক্রিতে

বিকল্প সমূহ:
  1. A,bঠিক এবং c,d ভুল
  2. B,d ঠিক এবংa,c ভুল
  3. A,c,d ঠিক এবং b ভুল
  4. A,b,d ঠিক এবং c ভুল


প্রথম ক্রুসেড বা ধর্ম যুদ্ধ শুরু হয়েছিল -
  1. 1095 খ্রিষ্টাব্দে
  2. 1096 খ্রিস্টাব্দে
  3. 1203 খ্রিস্টাব্দে
  4. 1292 খ্রিস্টাব্দে


প্রথম খলিফা হলেন -
  1. ওমর
  2. আবু বকর
  3. ওসমান
  4. আলি


কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়? -
  1. ইংল্যান্ড
  2. জার্মানি
  3. চিন-এ
  4. ভারত


প্রদত্ত কোন্ টিকে 'নতুন বিশ্ব' বলা হত? -
  1. আফ্রিকা
  2. আমেরিকা
  3. এশিয়া
  4. ইউরোপ


'principia'গ্রন্থটি রচনা করেছিলেন -
  1. টাইকো ব্রাহে
  2. নিউটন
  3. কোপার্নিকাস
  4. জিওরদানো ব্রুনো


Group - b

দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

  • 'প্রি-হিস্ট্রি'বলতে কী বোঝো?


  • ভারতে 'সাবঅলটার্ন স্টাডিজ' গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন?

অথবা, 
  • জেমস ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন?


  • কোন্ সময়কাল 'আদি-মধ্যযুগ'হিসেবে চিহ্নিত?


  • কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়?


  • পলিশ কি? 

অথবা, 
  • অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল?


  • 'ধর্ম শ্রয়ী রাষ্ট্র' বলতে কী বোঝায়? 

অথবা, 
  • সিসেরো কে ছিলেন?


  • অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি?


  • কে নিজেকে 'supreme head of the church' বলেছিলেন? 

অথবা, 
  • প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝো?


  • গিল্ড কি ছিল? 

অথবা,
  • 'কার্ভি' কে ছিল?


  • স্ত্রীধন কি? 

অথবা, 
  • অগ্নিকুল প্রবক্তা কে?


  • পতিত ক্ষত্রিয় কাদের বলা হত?


  • আধুনিক বিজ্ঞানের জনক কাকে, কেন বলা হয়?

অথবা,
  • 'Tu new sciences'গ্রন্থটির রচয়িতা কে?


  • অ্যালকেমি বলতে কী বোঝো?


  • কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন?


  Group - c

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

  • চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ। এই সভ্যতা গুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন?

অথবা, 
  • কিভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারি খাদ্য সংগ্রহক থেকে স্থানীয় বসবাসকারী তে পরিণত হয়?


  • সংক্ষেপে লেখ: নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান। 

অথবা, 
  • সম্রাজ্য বলতে কী বোঝায়? মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো।


  • মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলি উল্লেখ করো। 

অথবা, 
  • ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দ্রো- লোম বাণিজ্যের প্রভাব কি ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগনারায়ণের কারণ গুলি কি কি?


  • প্রাচীন মিশরে ক্লিওপট্রার পরিচয় ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করো। 

অথবা,
  • রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো।


  • খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলন গুলির উত্থানের পটভূমি লেখ।
Download Class 11 History Suggestion


HS Class 11 History Question Paper 2014

HS Class 11 History Question Paper 2015

HS Class 11 History Question Paper 2016

HS Class 11 History Question Paper 2017

HS Class 11 History Question Paper 2018

HS Class 11 History Question Paper 2019

HS Class 11 History Question Paper 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close