LightBlog
WB Class 9 Geography Second Exam some Very Short Questions Suggestion Download PDF 2020
Type Here to Get Search Results !

WB Class 9 Geography Second Exam some Very Short Questions Suggestion Download PDF 2020

নবম শ্রেণী
দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য
ভূগোলের সাজেশন
কিছু অতি গুরুত্বপূর্ণ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে অধ্যায়গুলি তোমাদের সিলেবাসে আছে সেগুলি হল -

প্রাকৃতিক ভূগোল :

(১) পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়

(২) ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

(৩) আবহবিকার

আঞ্চলিক ভূগোল :

(১) পশ্চিমবঙ্গ



     পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের যে অতিসংক্ষপ্ত প্রশ্নগুলি আসে এই পোস্টে সেগুলোর কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা আছে। তবে এই প্রশ্নগুলির উত্তর সহ পিডিএফ নিতে গেলে নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো।

History Full Suggestion : click here...

Geography Full Suggestion : click here...


Life Science Full Suggestion : click here...


Physical Science Full Suggestion : click here...

নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও :


  • কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত?



  • AM ও PM এর পুরো নাম কি?



  • মহীভাবক আলোড়ন কোথায় সংঘটিত হয়?



  • পৃথিবীর একমাত্র মহাবৃত্ত কোনটি?



  • অঙ্গারযোজনা প্রক্রিয়া কোন অঞ্চলে দেখা যায়?



  • আবহবিকার প্রাপ্ত চূর্ণ-বিচূর্ণ শীলাকে কি বলে?



  • ইনসেলবার্জ কথার অর্থ কি?



  • মহীখাত তত্ত্বের প্রবক্তা কে?



  • কে প্রথম গুরুমন্ডলে পরিচলন স্রোতেরর কথা উল্লেখ করেন?



  • কলকাতার অক্ষাংশ কত?



  • ক্রোনোমিটার ঘড়ি কে প্রথম আবিষ্কার করেন?



  • আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল?



  • কার্বনেশন প্রক্রিয়ায় কোন মৃত্তিকা গঠিত হয়?



  • উপগোলাকার আবহবিকারের অপর নাম কি?



  • কোন প্রকার সমভূমিতে লেগুন দেখা যায়?



  • পেনিপ্লেন এ অবস্থিত অনুচ্চ টিলাকে কি বলা হয়?



  • পুঞ্জিত ক্ষয় বলতে কী বোঝো?



  • নিরক্ষরেখার মান কত?



  • 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত?



  • পেনিপ্লেন কথাটির অর্থ কি?



  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন প্রকার আবহবিকার দেখা যায়?



  • আরাবল্লী কোন প্রকার পর্বত?



  • নগ্নীভবন কোন কোন প্রক্রিয়ার একত্রিত রূপ?



  • কোন যন্ত্র দ্বারা অক্ষাংশ নির্ণয় করা হয়?



  • পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি কোনটি?



  • একটি রাসায়নিক আবহবিকার পদ্ধতির নাম লেখ।



  • IST এর সম্পূর্ণ নাম লেখ।



  • 'শিলার উপর মরচে পড়া' কোন রাসায়নিক আবহবিকার এর ফলে গঠিত হয়?



  • কোন অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাসের সমান?



  • পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কি?



  • কোন শহরের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?



  • কোন ধরনের পর্বতে চ্যুতি ও গ্রস্ত উপত্যকা দেখা যায়?



  • শিলা ও মাটির মাঝামাঝি অবস্থানকে কি বলা হয়?



  • পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম লেখ।



  • ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণীর মালভূমি?



  • পাতের অগ্রভাগ ভিতরে ঢুকে যে অংশ গলে যায় সেই অংশ কি নামে পরিচিত?



  • পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি?



  • হুগলি জেলা পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত?



  • পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম স্থানটির নাম কি?



  • তরাই শব্দের অর্থ কি?



  • সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে কোন ধরনের উদ্ভিদ জন্মায়?



  • পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল স্থান কোনটি?



  • মহানদী পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান নদী?



  • শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত?



  • কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি?



  • এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিকেল বেলায় যে ঝড় হয় তার নাম কি?



  • রাঢ় অঞ্চলের একটি প্রধান নদীর নাম লেখ।



  • অসমের রাজধানীর নাম কি?



  • ময়ূরাক্ষীর বাম দিকের একটি উপনদীর নাম লেখ।



  • পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়?



  • মাথাভাঙার একটি শাখার নাম চুর্নি, অপর শাখার নাম কি?



  • পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?



  • তিস্তা খাতের পূর্বদিকে সর্বোচ্চ অংশ কোনটি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close