LightBlog
West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | দ্বিতীয় অধ্যায় | বল ও গতি
Type Here to Get Search Results !

West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | দ্বিতীয় অধ্যায় | বল ও গতি

দ্বিতীয় অধ্যায়
বল ও গতি

West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | দ্বিতীয় অধ্যায় | বল ও গতি
West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | দ্বিতীয় অধ্যায় | বল ও গতি

(১) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ 

১.১ চাপের SI একক কি?

উত্তরঃ- পাস্কল

১.২ সূর্যের চারদিকে পৃথিবীকে বিন্দু কল্পনা করলে পৃথিবীর প্রদক্ষিণ কিরকম গতি? 

উত্তরঃ- বৃত্তীয় গতি

১.৩ দ্রুতি কি ধরনের রাশি? 

উত্তরঃ- স্কেলার রাশি 

১.৪ একটি মিশ্র গতির উদাহরণ দাও। 

উত্তরঃ- সূর্যের চারিদিকে পৃথিবীর গতি 

১.৫ এমন একটি উদাহরণ দাও যেখানে কোন বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী। 

উত্তরঃ- ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথর 

১.৬ সিজিএস এবং এস আই পদ্ধতিতে ত্বরণের একক কি? 

উত্তরঃ- 〖CGS-〖cm/s〗^2   SI-m/s〗^2

১.৭ সিজিএস এবং এস আই পদ্ধতিতে সরনের একক কি? 

উত্তরঃ- CGS – cm SI - m

১.৮ সিজিএস এবং এস আই পদ্ধতিতে বেগের একক কি? 

উত্তরঃ- CGS – cm/s SI – m/s 

১.৯ চলন্ত ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে? 

উত্তরঃ- যখন দুটি ট্রেন সমান গতিতে থাকে।

১.১০ কোন্‌ গতিতে গড় বেগের মান ও গড় দ্রুতির মান সমান? 

উত্তরঃ- সরলরৈখিক

১.১১ নিউটনের কোন্‌ সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? 

উত্তরঃ- প্রথম গতিসূত্র

১.১২ চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এর কারণ কি? 

উত্তরঃ- গতিজাড্য

১.১৩ নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? 

উত্তরঃ- 1N = 〖10〗^5dyn 

১.১৪ কোন্‌ ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটি প্রযোজ্য নয়? 

উত্তরঃ- অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে 

১.১৫ কোন বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে বস্তুতে গতির অভিমুখ কি হবে? 

উত্তরঃ- লব্ধি শূন্য না হলে বলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে। 

১.১৬ 1 গ্রাম ভার = কত নিউটন? 

উত্তরঃ- 0.0098 নিউটন 

১.১৭ জেটইঞ্জিন এর কার্য নীতির ভিত্তিটি কি? 

উত্তরঃ- রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র 

১.১৮ নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত? 

উত্তরঃ- 180°

১.১৯ একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও। 

উত্তরঃ- কোনো তলের উপর বস্তুতে টানা বা ঠেলা 

১.২০ একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। 

উত্তরঃ- চুম্বকের বিকর্ষন 

১.২১ বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুক ও বুলেটের মধ্যে কার ভরবেগ বেশি? 

উত্তরঃ- উভয়ের সমান হবে।

(২) নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে কেন?

উত্তরঃ- একবার বেগ বোঝাবার জন্য ও আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্যে ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে।

২.২ নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ। 

উত্তরঃ- বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে।

২.৩ নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ। 

উত্তরঃ- বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

২.৪ নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখ। 

উত্তরঃ- প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

২.৫ বলের সংযোজন সামান্তরিক সূত্রটি লেখ। 

উত্তরঃ- যদি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে।

২.৬ রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখ। 

উত্তরঃ- কোন বস্তুসংস্থার উপর বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তুসংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে।

২.৭ পাখিরা আকাশে ওড়ে কিভাবে? 

উত্তরঃ- একটি পাখি যখন ভূমি থেকে আকাশে উড়তে যায় তখন দু'টি ডানা সাহায্যে বায়ুর উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ বায়ুও পাখির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি গতিশীল হয়।

(৩) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ

৩.১ চলন ও ঘূর্ণন গতির মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ।

উত্তরঃ- চলন ও ঘূর্ণন গতির প্রধান পার্থক্য দুটি হলো -

প্রথমত, চলন গতির ক্ষেত্রে বস্তুর মধ্যে অবস্থিত যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সর্বদা পূর্বের যেকোন অবস্থানে ওই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার সঙ্গে সমান্তরাল থাকে, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর মধ্যে অবস্থিত যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা পূর্বের যে কোন অবস্থানে ওই দুটি বিন্দুর সংযোজক সরল রেখার সঙ্গে সমান্তরাল থাকে না। 

দ্বিতীয়ত, চলন গতিতে বস্তুর প্রতিটি কণার বেগ এর মান নির্দিষ্ট, কিন্তু ঘূর্ণন গতিতে বস্তুর গঠনগত কণাগুলি ঘূর্নাক্ষ থেকে বিভিন্ন দূরত্বে থাকে। ফলে কণাগুলি প্রতিটির বেগের মান নির্দিষ্ট হয় না।

৩.২ সমদ্রুতিসম্পন্ন কোন বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে। - ব্যাখ্যা কর?

উত্তরঃ- কোন বস্তু বক্রপথে চললেও যদি বস্তুটি সবসময় সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলা হয়। কিন্তু বক্রপথে চলার জন্য সব সময় বস্তুটির দিকের পরিবর্তন হয়। তাই বস্তুটিকে সমবেগ সম্পন্ন বলা যায় না। কারণ বেগের একটি নির্দিষ্ট দিক থাকে। কোন মটরগাড়ি যদি আঁকাবাঁকা পথেও প্রতি ঘন্টায় 60 কিমি বেগে পথ চলে তাহলে গাড়িটির গতি সমদ্রুতিসম্পন্ন হলেও গাড়িটি সমবেগসম্পন্ন নয়। তাই সমদ্রুতিসম্পন্ন কোন বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে।

৩.৩ দ্রুতি ও বেগের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ।

উত্তরঃ- দ্রুতি ও বেগের প্রধান দুটি পার্থক্য হলো -

প্রথমত, সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ বস্তুর দ্রুতি বলে, আর সচল বস্তুর একক সময়ের সরণকে বস্তুটির বেগ বলে।

দ্বিতীয়ত, সচল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না, কিন্তু সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে।

৩.৪ ত্বরণ ও মন্দন এর প্রধান দুটি পার্থক্য লেখ।

উত্তরঃ- ত্বরণ ও মন্দন এর প্রধান পার্থক্য গুলি হল -

প্রথমত, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।

দ্বিতীয়ত, ত্বরণ থাকলে বস্তুর বেগ বাড়ে, কিন্তু মন্দন থাকলে বস্তুর বেগ কমে।

৩.৫ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতি সূত্রটি ব্যাখ্যা কর।

উত্তরঃ- m ভোরের কোন বস্তুর ওপর F বল প্রয়োগ করলে যদি a ত্বরণ সৃষ্টি হয় তবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, F = ma। এখন কোন বস্তুর ওপর বাইরে থেকে কোন বল প্রয়োগ করা না হলে অর্থাৎ F = 0 হলে a = 0 হবে ফলে বস্তুটি ত্বরণহীন হবে। বস্তুটি ত্বরণহীন হতে পারে যদি স্থির থাকে বা সমবেগে চলতে থাকে।

সুতরাং কোন বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির ই থাকে বা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে । এটি নিউটনের প্রথম গতিসূত্র।

৩.৬ বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকের পিছনে হাঠার কারন কি? 

উত্তরঃ- বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক বা কামানের পিছু হঠা হলো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রের প্রয়োগ এর অতিপরিচিত উদাহরণ। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বিস্ফোরণ সৃষ্টি হয় যা একটি ঘাত বলের সৃষ্টি করে এই ঘাত বলের প্রভাবে বন্দুক পিছনের দিকে হাটে।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close