তৃতীয় অধ্যায়পদার্থঃ গঠন ও ধর্ম
(১) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ- চাপ= ঘাত/ক্ষেত্রফল
১.২ ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কি বোঝা যায়?
উত্তরঃ- ঝড়ের সম্ভাবনা
১.৩ ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে কি ঘটে?
উত্তরঃ- বৃষ্টিপাতের সম্ভাবনা
১.৪ ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে কি হয়?
উত্তরঃ- বায়ুতে জলীয় বাষ্পের পরিমান অনেক কমে
১.৫ চাপের এসআই একক কি?
উত্তরঃ- Nm^(-2)
১.৬ ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে কি হবে?
উত্তরঃ- কোনো পাঠ দেবে না
১.৭ পাস্কাল কিসের একক?
উত্তরঃ- চাপের এস. আই একক
১.৮ ব্যারোমিটার এর সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তরঃ- বায়ুর চাপ
১.৯ এক বায়ুমন্ডলীয় চাপ = কত টর?
উত্তরঃ- 760 টর
১.১০ তরলের কোন ধর্মের জন্য শহরের বাড়ি, অফিস ও বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা যায়?
উত্তরঃ- তরলের সমোচ্চশীলতা ধর্ম
১.১১ পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি?
উত্তরঃ- 〖MT〗^(-2)
১.১২ তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে?
উত্তরঃ- কমে
১.১৩ কোন্ উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়?
উত্তরঃ- সংকট উষ্ণতায়
১.১৪ তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়া করে কি?
উত্তরঃ- না
১.১৫ বার্নোলির উপপাদ্যটি কোন্ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত?
উত্তরঃ- শক্তির সংরক্ষন নীতি
১.১৬ উষ্ণতার পরিবর্তনে তরলের সান্দ্রতার কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তরঃ- তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা হ্রাস পায়
১.১৭ তরলের সান্দ্রতা সঙ্গে ওর সচলতার সম্পর্ক কি?
উত্তরঃ- যে তরলের সান্দ্রতা যত বেশি সেই তরলের সচলতা কম
১.১৮ তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কিরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ- উভয় ক্ষেত্রেই হ্রাস পাবে
১.১৯ পীড়ন ও বিকৃতির মধ্যে কোন্টি মৌলিক?
উত্তরঃ- বিকৃতি
১.২০ ইয়ং গুনাঙ্কের মাত্রীয় সংকেত কি?
উত্তরঃ- ML^(-1) T^(-2)
১.২১ উষ্ণতা বাড়লে ইয়ং গুনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ- হ্রাস পায়
১.২২ লোহা এবং কাঁচের মধ্যে কার ভঙ্গুরতা কম?
উত্তরঃ- লোহার
২.২৩ প্রমান বায়ুমন্ডলীয় চাপ বলতে কী বোঝো? এর মান কত?
উত্তরঃ- সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। প্রমান বায়ুমন্ডলীয় চাপের মান 1.013×〖10〗^6 ডাইন/সেমি।
(২) নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ প্লবতা বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন বস্তুকে কোন প্রবাহিত আংশিক বা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির ওপর যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকেই প্লাবতা বলে।
২.২ আর্কিমিডিসের নীতিটি লেখ।
উত্তরঃ- কোন বস্তুকে কোন স্থির তরলের বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান।
২.৩ আপেক্ষিক গুরুত্ব বলতে কী বোঝো?
উত্তরঃ- নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থের ঘনত্ব এবং চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে পদার্থটির আপেক্ষিক গুরুত্ব বলে।
২.৪ পৃষ্ঠটান বলতে কী বোঝো?
উত্তরঃ- যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয়, তবে ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যের রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠ তল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়।
২.৫ সান্দ্রতাংক বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলের যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হয় তাকে ওই তরলের সান্দ্রতাংক বলে।
২.৬ তরল প্রবাহের হার কাকে বলে?
উত্তরঃ- নলের কোন প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে তরল প্রবাহের হার বলে।
২.৭ শক্তির সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতি লেখ।
উত্তরঃ- আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যেকোনো ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তি ধ্রুবক থাকে।
২.৮ হুকের সূত্রটি বিবৃতি কর।
উত্তরঃ- স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।
২.৯ ইয়ং গুণাঙ্ক বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন স্থিতিস্থাপক বস্তুতে অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করলে বস্তুটিতে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয়। প্রতি একক অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য বস্তুতে যে অনুদৈর্ঘ্য পীড়নের সৃষ্টি হয় তাকেই বলা হয় বস্তুটির উপাদানের ইয়ং গুণাঙ্ক।
(৩) নীচের ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ
৩.১ ব্যারোমিটারে পারদের ব্যবহার এর দুটি প্রধান সুবিধা লেখ।
উত্তরঃ- যে যে সুবিধার জন্য ব্যারোমিটারের পারদ ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান দুটি হলো-
প্রথমত, পারদ এর ঘনত্ব বেশি হওয়ায় ব্যারোমিটার এর উচ্চতা ব্যবহারিক সীমার মধ্যে রাখা সম্ভব হয়।
দ্বিতীয়ত, পারদ উজ্জ্বল ও চকচকে বলে নলের বাইরে থেকে এর অবস্থান পরিষ্কার বোঝা যায়।
৩.২ ব্যারোমিটার এর সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া সম্ভব?
উত্তরঃ- ব্যারোমিটার এর সাহায্যে কোন স্থানের আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস দেয়া যায়। বায়ুমন্ডলে সর্বদাই কিছু জলীয়বাষ্প থাকে। এই জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং ফলে বায়ুর চাপ হ্রাস পায়। সুতরাং, কোন স্থানে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকলে ধরে নেয়া যায় যে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মনে করা যেতে পারে যে শিগগিরই বৃষ্টির সম্ভাবনা আছে। আর যদি ব্যারোমিটারের পাট ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে বৃষ্টিহীন পরিষ্কার আবহাওয়া ধরা যেতে পারে। কোন স্থানে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা যদি হঠাৎ দ্রুত হ্রাস পেতে থাকে তাহলে ওই স্থানে বায়ুর চাপ দ্রুত কমে যাচ্ছে এবং ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই সময় পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু দ্রুত বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে এবং যার ফলে ঝড়ের আশঙ্কা করা যায়।
৩.৩ ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ- ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের প্রধান পার্থক্য দুটি হলো -
প্রথমত, পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আর পদার্থটি চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন জল অপেক্ষা যত গুণ ভারী তা হলো আপেক্ষিক গুরুত্ব।
দ্বিতীয়ত, ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্বের নির্দিষ্ট কোন একক থাকে না।
৩.৪ স্থিতিস্থাপকতা বলতে কী বোঝো?
উত্তরঃ- বাইরে থেকে প্রতিমিত বল বা দ্বন্ধ প্রয়োগ করে কোন বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় যা বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টা কে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটিকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
Hmm thank you ..... for help our poor students..... i hope we get common questions in test to read this question and answer😊🤗
উত্তরমুছুনSaniya Khatun
মুছুনঘষন এর ধারনা
উত্তরমুছুনঘষন এর ধারনা
উত্তরমুছুনVayu mandaleya chap bolta ke bojha
উত্তরমুছুনvery nice
উত্তরমুছুনand thanks
Upnar sajeson khuv valo
উত্তরমুছুনFygbr
উত্তরমুছুন