চতুর্থ অধ্যায়
পদার্থঃ পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ
(১) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ পরমাণুর প্রধান তিনটি উপাদানের নাম লেখ।
উত্তরঃ- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
১.২ কে সর্বপ্রথম পরমানু সম্পর্কে ধারণা দিয়েছিলেন?
উত্তরঃ- কনাদ
১.৩ একটি ইলেকট্রনের ভর কত?
উত্তরঃ- 〖9.11×10〗^31 KG
১.৪ একটি প্রোটনের ভর কত?
উত্তরঃ- 〖1.6725×10〗^(-27) KG
১.৫ পরমাণুর প্রোটন কণার নামকরণ কে করেছিলেন?
উত্তরঃ- রার্দারফোর্ড
১.৬ তেজস্ক্রিয়তা কাকে বলে?
উত্তরঃ- তেজষ্ক্রিয় রশ্মি নর্গমনের ধর্মকে
১.৭ তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার ও কি কি?
উত্তরঃ- তিন প্রকার; আলফা, বিটা ও গামা
১.৮ পরমাণুর নিস্তড়িৎ কণাটির নাম কি?
উত্তরঃ- নিউট্রন
১.৯ হাইড্রোজেন মৌলের তিনটি আইসোটোপের নাম লেখ।
উত্তরঃ- প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম
১.১০ আয়ন কাকে বলে?
উত্তরঃ- তড়িৎগ্রস্থ পরমাণুকে
১.১১ আয়ন কয় প্রকার ও কি কি?
উত্তরঃ- দুই প্রকার; ক্যাটায়ন ও অ্যানয়ন
১.১২ দুটি আইসোটোপহীন প্রকৃতিজাত মৌলের উদাহরণ দাও।
উত্তরঃ- বেরিলিয়াম, ফ্লুরিন
১.১৩ 1 গ্রাম অনু গ্যাসের আয়তন কত?
উত্তরঃ- 22.4 লিটার
১.১৪ 1 গ্রাম আয়নে আয়নে সংখ্যা কত?
উত্তরঃ- 〖6.022×10〗^23
১.১৫ জল, কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন এর আনবিক ভর কত?
উত্তরঃ- যথাক্রমে 18, 44, 2, 32, 28
১.১৬ ‘মোল’ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তরঃ- অস্ওয়াল্ড
১.১৭ এক পারমাণবিক ভর একক = কত গ্রাম?
উত্তরঃ- 〖1.6605×10〗^(-24)
১.১৮ শূন্যস্থান পূরণ করো : দ্রবন = _______ + দ্রাব।
উত্তরঃ- দ্রাবক
১.১৯ দ্রবণের কয়টি অংশ ও কি কি?
উত্তরঃ- দুটি; দ্রাবক ও দ্রাব
১.২০ একটি সংকর ধাতুর উদাহরণ দাও।
উত্তরঃ- পিতল
১.২১ প্রকৃত দ্রবণের একটি উদাহরণ দাও।
উত্তরঃ- জলে চিনি গোলান
১.২২ কোলয়ডীয় দ্রবণ এর একটি উদাহরণ দাও।
উত্তরঃ- ভাত রান্নার সময় ভাতের ফ্যান
১.২৩ সাসপেনশন এর ব্যাস কত সেমি?
উত্তরঃ- 〖10〗^(-4) সেমি বা তার বেশি
১.২৪ ইমালসন বা অবদ্রবের দুটি উদাহরণ দাও।
উত্তরঃ- দুধ, কোল্ড ক্রিম
১.২৫ প্রকৃত দ্রবণ কণার ব্যাস কত?
উত্তরঃ- 〖10〗^(-8) সেমি
১.২৬ কোলয়ডীয় দ্রবন কণার ব্যাস কত?
উত্তরঃ- 〖10〗^(-5) থেকে 〖10〗^(-7) সেমি
১.২৭ গ্রিন ভিট্রিয়ল এর সংকেত লেখ।
উত্তরঃ- 〖FeSO〗_4 〖7H〗_2 O
১.২৮ ইমালসন কারক বা অবদ্রব কারকের উদাহরণ দাও।
উত্তরঃ- ডিটারজেন্ট
১.২৯ ব্রাউনীয় গতি কাকে বলে?
উত্তরঃ- তরল বা গ্যাসে উপস্থিত ক্ষুদ্র কণাগুলির আঁকা চলন বা গতিকে
১.৩০ দেহের কোন অংশে এসিড পড়লে কী দিয়ে ধুতে হবে?
উত্তরঃ- সোডিয়াম বাইকার্বনেট দ্রবন
১.৩১ শরীরের কোন অংশে ক্ষার পড়লে কী দিয়ে ধুতে হবে?
উত্তরঃ- লেবুর রস
১.৩২ অ্যাসিড বার্ন কি?
উত্তরঃ- তীব্র অ্যাসিডের সংস্পর্শে ত্বকে জ্বালার ঘটনাকে
১.৩৩ কত সালে, কোন্ বিজ্ঞানী পিএইচ স্কেল প্রবর্তন করেন?
উত্তরঃ- 1909 সালে, সোরেনসেন
১.৩৪ আমাদের লালারসের পিএইচ এর মান কত?
উত্তরঃ- 6.02 – 7.05
১.৩৫ একটি অম্লিক অক্সাইডের উদাহরণ দাও।
উত্তরঃ- কার্বন-ডাই-অক্সাইড
১.৩৬ একটি ক্ষারকীয় অক্সাইড এর উদাহরণ দাও।
উত্তরঃ- সোডিয়াম মনোক্সাইড
১.৩৭ একটি উভধর্মী অক্সাইড এর উদাহরণ দাও।
উত্তরঃ- জিংক অক্সাইড
১.৩৮ অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি এসিডের নাম লেখ।
উত্তরঃ- সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড
১.৩৯ আম্লিক লবণের একটি উদাহরণ দাও।
উত্তরঃ- সালফিউরিক অ্যাসিড
১.৪০ একটি ক্ষারকীয় লবণ এর উদাহরণ দাও।
উত্তরঃ- ক্ষারকীয় লেড নাইট্রেড
১.৪১ তুঁতে ও জল পৃথক করা হয় কোন্ পদ্ধতিতে?
উত্তরঃ-পাতন পদ্ধতিতে
১.৪২ পেট্রোলিয়ামের আংশিক পাতনে কোন্ উষ্ণতায় এলপিজি গ্যাস উৎপন্ন হয়?
উত্তরঃ- 30° এর নীচে
১.৪৩ চিনির জলীয় দ্রবণ থেকে চিনি ও জল পৃথক করা হয় কোন্ পদ্ধতিতে?
উত্তরঃ- পাতন পদ্ধতিতে
১.৪৪ মিথানল এর স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ- 64.5℃
১.৪৫ কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয় কিসের সাহায্যে?
উত্তরঃ- সেপারেটরি ফানেলের সাহায্যে
১.৪৬ মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল জল পৃথক করার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ- আংশিক পাতন
১.৪৭ প্রতি 1 লিটার জলে কত মিলিগ্রাম আর্সেনিক থাকলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর?
উত্তরঃ- 0.005 mg
১.৪৮ প্রতি 1 লিটার জলে কত মিলিগ্রাম ফ্লুরাইড থাকলে দন্ত ক্ষয় রোধ হয়?
উত্তরঃ- 1mg/L
১.৪৯ দুটি পেস্টিনাশকের উদাহরণ দাও।
উত্তরঃ- DDT, গ্যামাক্সিন
১.৫০ আর্সেনিকে দুটি যৌগের নাম লেখ।
উত্তরঃ- লেড আর্সেনিক, ক্যালশিয়াম আর্সেনিক
১.৫১ ব্ল্যাক ফুট ডিজিজ কাকে বলে?
উত্তরঃ- হাত ও পায়ের তলায় কালো ও খসখসে হয়ে যাওয়াকে
১.৫২ ফ্লুরোসিস কি?
উত্তরঃ- ফ্লুরাইড দূষণের ফলে যে রোগ হয়
১.৫৩ প্রতি 1 লিটার জলে কত মিলিগ্রাম ফ্লুরাইড থাকলে তা শরীরের পক্ষে ক্ষতিকর?
উত্তরঃ- 10mg/L
১.৫৪ বৃষ্টির জল মৃদুজল না খরজল?
উত্তরঃ- মৃদুজল
১.৫৫ প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ- 100℃
১.৫৬ জলে স্থায়ী খরতা দূরীকরণের একটি পদ্ধতি উল্লেখ করো।
উত্তরঃ- আয়ন বিনিময় পদ্ধতি
(২) নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস কাকে বলে?
উত্তরঃ- পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটি কে পরমাণুর নিউক্লিয়াস বলে।
২.২ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝ?
উত্তরঃ- পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা হল পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা।
২.৩ আইসোটোপ বলতে কী বোঝো?
উত্তরঃ- একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু গুলিকে পরস্পরের আইসোটোপ বলে।
২.৪ আইসোটোন কাকে বলে?
উত্তরঃ- যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের আইসোটোন বলে।
২.৫ ব্ল্যাক ফুট ডিজিজ বলতে কি বোঝ?
উত্তরঃ- দীর্ঘ ছয় মাস বা তার বেশি সময় ধরে আর্সেনিকযুক্ত জল খেলে মানুষের মুখে, হাতের তালু ও পায়ের চেটোর চামড়ায় কালো দাগ হয়। একে ব্ল্যাকফুট ডিজিজ বলে।
২.৬ গ্রাম আণবিক ভর বা গ্রাম অনু বলতে কী বোঝো?
উত্তরঃ- কোন মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় গ্রামে প্রকাশিত সেই ভরকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বা গ্রাম অণু বলে।
২.৭ কার্বন স্কেলে পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও।
উত্তরঃ- কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে একক দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান কার্বনের প্রধান আইসোটোপ 12C এর একটি পরমাণুর প্রকৃত ভর এর 1/12 অংশের সমান তাকে পারমাণবিক ভর একক বলে।
২.৮ গ্রাম আণবিক আয়তন বলতে কি বোঝ?
উত্তরঃ- নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোন গ্যাসের 1 গ্রাম অনু যে পরিমাণ আয়তন অধিকার করে তাকে ওই গ্যাসের আণবিক আয়তন বা মোলার আয়তন বলে।
২.৯ দ্রাব্যতা বলতে কী বোঝো?
উত্তরঃ- নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সর্বাধিক যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত করে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে।
২.১০ কেলাস কাকে বলে?
উত্তরঃ- নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠে দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে।
২.১১ কেলাসন বলতে কী বোঝো?
উত্তরঃ- যে সকল পদ্ধতির দ্বারা কোন পদার্থের কেলাস প্রস্তুত করা হয় সেগুলি কেলাসন বা স্ফটিকীকরণ বলে।
২.১২ নির্দেশক কাকে বলে?
উত্তরঃ- যেসব রাসায়নিক পদার্থ অ্যাসিড ক্ষার প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার প্রশিক্ষণ নির্দেশ করে তাদের নির্দেশক বলে। যেমন - লিটমাস, মিথাইল অরেঞ্জ।
২.১৩ Ph স্কেল কাকে বলে?
উত্তরঃ- যে ব্যবস্থার মাধ্যমে কোন দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা প্রশম কি না তা পরিমাপ করা যায় তাকে পিএইচ স্কেল বলে।
২.১৪ সেপারেটরি ফানেল কি?
উত্তরঃ- সেপারেটরি ফানেল হলো একটি লম্বাটে বা গোলক আকৃতি কাচ পাত্র যার নিচের দিকে স্টপকক যুক্ত একটি সরু নল থাকে।
২.১৫ অ্যাভোগেড্রো সংখ্যা বলতে কী বোঝো?
উত্তরঃ- 1 গ্রাম অনু পরিমাণ কোন যৌগে বা মৌলে যত সংখ্যক কোন অনু বা 1 গ্রাম পরমাণু পরিমাণ কোন মৌলে যত সংখ্যক পরমাণু বা 1 গ্রাম আঁয়নে যত সংখ্যক আয়ণ বর্তমান থাকে, সেই সংখ্যাকে অ্যাভোগেড্রো সংখ্যা বলে।
(৩) নীচের ব্যাখ্যামূলম প্রশ্নগুলির উত্তর দাওঃ
৩.১ ক্ষারকীয় অক্সাইড বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তরঃ- যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের ক্ষারীয় অক্সাইড বলে। যেমন - সোডিয়াম মনোক্সাইড।
৩.২ উভধর্মী অক্সাইড বলতে কি বোঝো? উদাহরণ দাও।
উত্তরঃ- যেসব অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন - জিংক অক্সাইড।
৩.৩ অ্যাসিড বৃষ্টি বলতে কী বোঝো?
উত্তরঃ- বাতাসে মিশে থাকা সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে দীর্ঘকালীন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে ও বাতাসে ভেসে থাকে। আর এই অ্যাসিডের সঙ্গে বৃষ্টির জল মিশে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই অ্যাসিড বৃষ্টি বলা হয়।
৩.৪ স্টোন ক্যান্সার বলতে কী বোঝো?
উত্তরঃ- অ্যসসিড বৃষ্টির ফলে পাথরের উপর এক ধরনের জিপসাম স্তরে সৃষ্টি করে। তবে বৃষ্টির জলে জিপসামের এই আবরণ সহজেই ধুয়ে যায় কিন্তু পাথরের উপর স্থায়ীভাবে একটি ক্ষত সৃষ্টি করে। পাথরের এই ক্ষতকে স্টোন ক্যান্সার বলে।
৩.৫ প্রশমন ক্রিয়া বলতে কি বোঝ?
উত্তরঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় তুল্যাঙ্ক পরিমান অ্যাসিড ও তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের মধ্যে বিক্রিয়া ঘটে এবং ওই বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ উৎপন্ন করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে।
৩.৬ পাতন কাকে বলে?
উত্তরঃ- যে পদ্ধতিতে কোন তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে।
৩.৭ আংশিক পাতন কাকে বলে?
উত্তরঃ- যে পদ্ধতিতে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রন কে উত্তপ্ত করে বেশি স্ফুটনাঙ্ক কম স্ফুটনাঙ্ক তরলকে বাষ্পীভূত করে এবং ওই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার মাধ্যমে দুটিকে পৃথক করা যায় তাকে আংশিক পাতন বলে।
৩.৮ মৃদু জল ও খড় জল বলতে কী বোঝো?
উত্তরঃ- যে জলে সাবান ঘষলে খুব সহজেই প্রচুর ফেনা উৎপন্ন হয় সেই জল মৃধু জল বলে। যেমন - বৃষ্টির জল।
যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না প্রথমে সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং অনেক সাবান ব্যবহার করার পর সামান্য ফেনা উৎপন্ন হয় সেই জলকে ক্ষর জল বলে। যেমন - নদীর জল।
৩.৯ জলের স্থায়ী খরতা ও অস্থায়ী খরতা বলতে কী বোঝো?
উত্তরঃ-
স্থায়ী খরতা: জলেরে যে ক্ষরতাকে সহজ পদ্ধতিতে দূর করা যায় না কিন্তু বিশেষ রাসায়নিক পদ্ধতির সাহায্যে দূর করা যায় সেই ক্ষরতা কে স্থায়ী খরতা বলে।
অস্থায়ী খরতা: জলের যে খরতাকে ফুটিয়ে বা অন্য কোন সহজ উপায়ে অনেকটা দূর করা যায় সেই ক্ষরতা কে অস্থায়ী খরতা বলে।
৩.১০ জল দূষণ বলতে কী বোঝো?
উত্তরঃ- জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের এবং গুণগত মানের পরিবর্তন হয় আর তার ফলে জল ব্যবহারের অযোগ্য হয় এবং জীব সম্প্রদায়ের চরম ক্ষতির আশঙ্কা থাকে তখন তাকে জল দূষণ বলে।
৩.১১ ইউট্রোফিকেশন বলতে কী বোঝো?
উত্তরঃ- কৃষিকাজে ব্যবহৃত ফসফেট জাতি ও অজৈব সার ডিটারজেন্ট উপস্থিত যৌগ এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য অন্যান্য পুষ্টিকর উপাদান মিশ্রিত হওয়ার ফলে শৈবাল, কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদ দ্রুত বৃদ্ধি ঘটনাকে অতিপৌস্টিকতা বা ইউট্রোফিকেশন বলে।
Thanks for sajyasen
উত্তরমুছুনআংশিক পাতনের সিদ্ধান্ত কী
মুছুনIt's very usefull thanks for you
উত্তরমুছুনRDarford paromanu model 3 truti likho
উত্তরমুছুনVery helpful
উত্তরমুছুনPlease make the page of physics math its very necessary to us
উত্তরমুছুনজল
উত্তরমুছুনীকচ
উত্তরমুছুনজল
উত্তরমুছুনGreat
উত্তরমুছুনমিল্ক অফ ম্যাগনেসিয়া কি
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনThank you
উত্তরমুছুনThank you for your information
উত্তরমুছুন