LightBlog
West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | পঞ্চম অধ্যায় | শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা ও শক্তি
Type Here to Get Search Results !

West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | পঞ্চম অধ্যায় | শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা ও শক্তি

পঞ্চম অধ্যায়

শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা ও শক্তি

West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | পঞ্চম অধ্যায় | শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা ও শক্তি
West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | পঞ্চম অধ্যায় | শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা ও শক্তি

(১) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি?

উত্তরঃ- ওয়াট

১.২ কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলে?

উত্তরঃ- শক্তি

১.৩ শক্তি স্কেলার না ভেক্টর রাশি?

উত্তরঃ- স্কেলার রাশি

১.৪ এসআই পদ্ধতিতে শক্তির পরম এককের নাম কি?

উত্তরঃ- জুল

১.৫ কার্যের মাত্রীয় সংকেত কি?

উত্তরঃ- 〖ML^2 T〗^(-2)

১.৬ প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কোন কার্য হবে না?

উত্তরঃ- 90 ডিগ্রি হলে কোন কার্য হবে না

১.৭ পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির কি পরিবর্তন হবে?

উত্তরঃ- স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে

১.৮ 1 কিলোওয়াট = কত অশ্বক্ষমতা?

উত্তরঃ- 1 কিলোওয়াট = 1.34 অশ্বক্ষমতা

১.৯ 1 জুল = কত আর্গ?

উত্তরঃ- 〖10〗^7

১.১০ কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ- কার্য = ক্ষমতা X সময়

(২) নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ কার্যের সংজ্ঞা লেখ।

উত্তরঃ- কোন বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়।

২.২ বলের পক্ষে কার্য বলতে কি বোঝায়?

উত্তরঃ- কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের অভিমুখে হয় তাহলে বলা হয় প্রযুক্ত বল বলের পক্ষে কার্য হয়েছে।

২.৩ বলের বিরুদ্ধে কার্য বলতে কী বোঝো?

উত্তরঃ- কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয়, তাহলে বলা হয় বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে।

২.৪ ক্ষমতা বলতে কি বোঝো?

উত্তরঃ- কার্য করার হারকে ক্ষমতা বলে।

২.৫ 1 হর্স পাওয়ার বা এক অশ্ব শক্তি কাকে বলে?

উত্তরঃ- 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে এক হর্সপাওয়ার বা এক অশ্বশক্তি বলে।

২.৬ শক্তি কাকে বলে?

উত্তরঃ- কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়।

২.৭ স্থিতিশক্তি কাকে বলে? 

উত্তরঃ- কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে।

২.৮ গতিশক্তি কাকে বলে? 

উত্তরঃ- কোন গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে ঐ বস্তুর গতিশক্তি বলে।

(৩) নীচের ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ

৩.১ কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণসহ বুঝিয়ে দাও।

উত্তরঃ- কোন বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ পরস্পর সমকোণে হলে প্রযুক্ত বল কোন কার্য করে না। এই ধরনের বলকে কার্যহীন বল বলা হয়।

  উদাহরণ - এক ব্যক্তি সুটকেস্‌ হাতে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছেন। সুটকেসের ওজন উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল এবং ব্যক্তির সরণ ওজনের সমকোণে, তাই অভিকর্ষ কোন কাজ করে না। এখানে অভিকর্ষ হলো কার্যহীন বল।

৩.২ যান্ত্রিক শক্তি বলতে কী বোঝো? এটি কয় প্রকার ও কি কি?

উত্তরঃ- কোন বস্তুর যান্ত্রিক কাজ করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে দু ভাগে ভাগ করা যায়- (1) স্থিতি শক্তি এবং (2) গতিশক্তি।

৩.৩ শক্তির নিত্যতা সূত্রটি লেখ।

উত্তরঃ- শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক।

একটি মন্তব্য পোস্ট করুন

13 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Very helpful to me ❤️👑🔥💝✨💗💥😎

    উত্তরমুছুন

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close