LightBlog
West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | ষষ্ঠ অধ্যায় | তাপ
Type Here to Get Search Results !

West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | ষষ্ঠ অধ্যায় | তাপ

ষষ্ঠ অধ্যায়

তাপ

West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | ষষ্ঠ অধ্যায় | তাপ
West Bengal Class 9 Physical Science Suggestion 2023 | নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | ষষ্ঠ অধ্যায় | তাপ

(১) নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

১.১ তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোন বস্তুর অবস্থান পরিবর্তন ঘটায় তাকে কি বলে?

উত্তরঃ- লীনতাপ

১.২ জলের কোন্‌ ধর্মের জন্য শীতপ্রধান দেশে জলচর প্রাণীর বেঁচে থাকতে পারে?

উত্তরঃ- জলের ব্যতিক্রান্ত প্রসারণ

১.৩ এক ক্যালরি কত জুলের সমান?

উত্তরঃ- 4.2 জুল

১.৪ কোন্‌ তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?

উত্তরঃ- জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি

১.৫ কত ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক?

উত্তরঃ- 4 ডিগ্রি তাপমাত্রায়

১.৬ গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়?

উত্তরঃ- শহরাঞ্চলে

১.৭ বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে না কমবে?

উত্তরঃ- কমবে

১.৮ কৃত যান্ত্রিক কাজের দ্বারা উৎপন্ন তাপের সঙ্গে কৃতকার্যের সম্পর্ক কি?

উত্তরঃ- উৎপন্ন তাপ কৃতকার্যের সমানুপাতিক হবে

১.৯ ক্যালরিমিতির মূলনীতি কোন্‌ রাশির সংরক্ষণ সূত্রের সঙ্গে সম্পর্কিত?

উত্তরঃ- শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গে

(২) নীচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ

২.১ তাপ কাকে বলে?

উত্তরঃ- তাপ হল এক প্রকার শক্তি যা কোন যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় এবং যা গ্রহণ করলে বস্তু গরম হয় ও বর্জন করলে বস্তু ঠান্ডা হয়।

২.২ তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখ।

উত্তরঃ- যখন কোন কার্য করার ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কাজে রূপান্তরিত করা হয়, তখন কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়।

২.৩ লিনতাপ বলতে কী বোঝো?

উত্তরঃ- উষ্ণতা স্থির রেখে একক ভরের কোন পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমান তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমান তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে।

২.৪ শিশিরাঙ্ক কাকে বলে? 

উত্তরঃ- যে উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সে উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে।

২.৫ জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝো? 

উত্তরঃ- 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার ব্যবধানে জলের আয়তন প্রসারন অন্যান্য তরলের থেকে ভিন্ন। একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।

(৩) নীচের ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাওঃ

৩.১ ক্যালরিমিতির মূলনীতিটি লেখ।

উত্তরঃ- ভিন্ন উষ্ণতার দুটি বস্তু কে পরস্পরের সংস্পর্শে রাখা হলে উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করে ঠান্ডা হতে শুরু করবে এবং অপর বস্তুটির তাপ গ্রহণ করে গরম হতে শুরু করবে। যদি অন্য কোন ভাবে তাপক্ষয় না হয় তাহলে তাপীয় সাম্যবস্থায়, উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ = শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ। এটাই হলো ক্যালরিমিতির মূলনীতি।

৩.২ সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্প বলতে কী বোঝো?

উত্তরঃ- কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক পরিমাণ জলীয়বাষ্প উপস্থিত থাকলে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে।

কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক যে পরিমাণ জলীয়বাষ্প থাকতে পারে যদি বায়ুতে তার চেয়ে কম জলীয়বাষ্প থাকে তাহলে ঐ বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে।

৩.৩ জলজ প্রাণীদের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণ এর প্রভাব আলোচনা কর।

উত্তরঃ- শীতপ্রধান দেশে ঠান্ডার সময় জলাশয় এর জলের উপরিভাগ ঠান্ডা হয়ে আয়তনে কমে ও ভারী হয় এবং জলের তলায় চলে যায়। তলার অপেক্ষাকৃত গরম জল উপরে উঠে আসে। জলের এইরকম চলাচলের ফলে জলাশয় এর সমস্ত জল ঠান্ডা হয় এবং এক সময় সমস্ত জলের উষ্ণতা চার ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর জলাশয় এর উপরিভাগের জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস এর কম হলে জলের আয়তন বাড়ে ও জল হালকা হয়। তখন উপরের জল আর নিচে নামে না। উপরের জলের উষ্ণতা কমতে কমতে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে উপরের জল বরফে পরিণত হয়। জল অপেক্ষা হালকা বলে বরফ জলের উপরে ভাসতে থাকে এবং ক্রমশ বড় হতে থাকে। বরফ তাপের কুপরিবাহী বলে নিচে থেকে উপরে ঠান্ডা বায়ুতে বেশি তাপ পরিবাহিত হয় না। তাই উপরের বরফের স্তর পুরো হতে থাকলেও নিচের স্তরের জল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকে। ফলে নিচের জল কখনোই বরফে পরিণত হয় না। এই কারণে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী শীতের দিনেও বেঁচে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close