প্রথম অধ্যায়পরিমাপ ও একক
(১) অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
১.১ কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?
উত্তরঃ- 4 ডিগ্রী সেলসিয়াস
১.২ সবচেয়ে ছোটো এককের নাম কি?
উত্তরঃ- ফার্মি
১.৩ তাপের এস.আই একক কি?
উত্তরঃ- কেলভিন
১.৪ কোন্ রাশির একক চারটি মৌলিক একক দ্বারা গঠিত?
উত্তরঃ- তাপগ্রাহীতা
১.৫ আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক?
উত্তরঃ- মৌলিক
১.৬ এক অ্যাংস্ট্রম = _________ সেমি?
উত্তরঃ- 〖10〗^(-8)
১.৭ দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও।
উত্তরঃ- দ্রুতি ও বেগ হল এমন দুটি ভৌত রাশি যাদের একক একই কিন্তু দ্রুতি স্কেলার ও বেগ ভেক্টর রাশি।
১.৮ এক আলোকবর্ষ = _________ কিলোমিটার।
উত্তরঃ- 〖9.46×10〗^(-12)
১.৯ এক পারসেল = কত আলোকর্বষ?
উত্তরঃ- 3.26 আলোকবর্ষ
১.১০ একটি একক বিহীন ভৌত রাশির উদাহরণ দাও।
উত্তরঃ- আপেক্ষিক গুরুত্ব
১.১১ এক গ্যালন = কত লিটার?
উত্তরঃ- 4.536 লিটার
(২) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ-
২.১ এককের প্রয়োজনীয়তা কি?
উত্তরঃ- একক ছাড়া কোন রাশির পরিমাপ অর্থহীন। শুধুমাত্র রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না। যেমন কেবল 10 বোঝালে কিছুই বোঝা যায় না, কিন্তু 10 কিমি বললে নির্দিষ্ট দৈর্ঘ্য বোঝায়।
২.২ একক বিহীন ভৌত রাশি বলতে কী বোঝো? এর একটি উদাহরণ দাও।
উত্তরঃ- যে সমস্ত ভৌত রাশিকে দুটি সমজাতীয় রাশি অনুপাতের আকারে প্রকাশ করা যায়, সেসব ভৌত রাশির কোন একক থাকে না; এদের একক বিহীন রাশি বলে। যেমন - আপেক্ষিক গুরুত্ব।
২.৩ প্রাথমিক একক বা মৌলিক একক বলতে কি বোঝো উদাহরণসহ লেখ।
উত্তরঃ- যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং যাদের সাহায্যে অন্য কোন ভৌত রাশির একক গঠন করা যায়; সেই সমস্ত ভৌত রাশির একক গুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয়। যেমন – দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি।
২.৪ লব্ধ একক বলতে কি বোঝো উদাহরণসহ লেখ।
উত্তরঃ- যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল একক এর সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত রাশির একক গুলিকে লব্ধ একক বলা হয়। যেমন- দৈর্ঘ্যের একককে দুবার গুন করলে ক্ষেত্রফলের একক পাওয়া যায়, তাই এক্ষেত্রে ক্ষেত্রফলের একক লব্ধ একক।
২.৫ ভালো তুলাযন্ত্রের কী কী গুণ থাকা প্রয়োজন?
উত্তরঃ- ভালো তুলাযন্ত্র এর গুনাবলী গুলি হল -
(ক) তুলাযন্ত্রটি সুবেদী হবে। (খ) তুলাযন্ত্রটি দৃঢ় হবে (গ) তুলাযন্ত্রটি নির্ভুল হবে। (ঘ) তুলাযন্ত্রটি সুস্থিত হবে। (ঙ) তুলাযন্ত্রটির বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও তুলাযন্ত্রের পাত্র দুটির ভর সমান হবে।
(৩) বিশ্নেষণধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ-
৩.১ স্কেলার রাশি ও ভেক্টর রাশির তিনটি প্রধান পার্থক্য লেখ?
উত্তরঃ- স্কেলার রাশি ও ভেক্টর রাশির প্রধান তিনটি পার্থক্য হলো -
প্রথমত, স্কেলার রাশির কেবল মান আছে অভিমুখ নেই, কিন্তু ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে।
দ্বিতীয়ত, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি ও ভেক্টর রাশি দুই ওতে পারে।
তৃতীয়ত, স্কেলার রাশির যোগ - বিয়োগ সাধারণত বীজগণিতে নিয়ম অনুসারে হয়, তবে ভেক্টর রাশির যোগ বিয়োগ এভাবে সম্ভব নয়।
৩.২ মেট্রিক পদ্ধতির প্রধান দুটি সুবিধা লেখ।
উত্তরঃ- মেট্রিক পদ্ধতির প্রধান দুটি সুবিধা নিচে আলোচনা করা হল -
প্রথমত, মেট্রিক পদ্ধতিতে কোন ভৌত রাশির কোন নির্দিষ্ট একটি একক থেকে অন্য কোন ছোট বা বড় একক কে রূপান্তরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে জটিল গুণ বা ভাগ করার প্রয়োজন হয় না।
দ্বিতীয়ত, এই পদ্ধতিতে কোন রাশির একক এর সঙ্গে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা প্রভৃতি উপসর্গগুলি যোগ করে ছোট বা বড় লেখা যায়।
৩.৩ ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত 1:2:2:5 অনুপাতে রাখা হয় কেন?
উত্তরঃ- কারণ এর ফলে আমরা সব থেকে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত প্রতিটি মানের ভর পেতে পারি। তাই ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত 1:2:2:5 অনুপাতে রাখা হয়।
৩.৪ স্টপ ক্লক আমাদের কি কাজে লাগে?
উত্তরঃ- এই ঘড়ির সাহায্যে সেকেন্ড ও সেকেন্ডের ভগ্নাংশের সঠিক পরিমাণ নির্ণয় করা যায়। ঘড়িটির একটি বিশেষ ধরনের অর্থাৎ মিলি সেকেন্ডের কাঁটা থাকে। যার সাহায্যে নিখুঁত সময় পরিমাপ করা সম্ভব। তাই বিভিন্ন প্রতিযোগিতায় যেখানে সময় কে বেশি গুরুত্ব দেয়া হয় সেখানে স্টপ ক্লক ব্যবহার করা হয়।
Aro in piotien cansa din
উত্তরমুছুনRohon
মুছুনSasmal
Aro in piotien cansa din
উত্তরমুছুনReally good for this app i got success
উত্তরমুছুনP
উত্তরমুছুনParimap ki
উত্তরমুছুনDJ rx
উত্তরমুছুনJust এইকয়টিপ্রশ্ন একটা chapter এ আরও কিছু প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছিনা
উত্তরমুছুন