gktoday / 07-04-2022 / gk today current affairs / General Knowledge in Bengali / gk today website / gk in bengali

 Current gk today / current affairs 2022 / General Knowledge in Bengali / gradeup current affairs


প্রশ্নঃ রাজ্যের প্রশাসনিক ক্ষমতা নিহিত

(ক) রাজ্য আইনসভা

(খ) রাজ্যের রাজ্যপাল

(গ) রাজ্যের মুখ্যমন্ত্রী

(ঘ) রাজ্যের জনগণ

উত্তরঃ (খ) রাজ্যের রাজ্যপাল


প্রশ্নঃ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?

(ক) গঙ্গা 

(খ) সিন্ধু 

(গ) সরযূ 

(ঘ) যমুনা

উত্তরঃ (গ) সরযূ 


প্রশ্নঃ মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? 

(ক) কাঁধ

(খ) হাঁটু

(গ) হিপ

(ঘ) কোনুই 

উত্তরঃ (গ) হিপ


প্রশ্নঃ মানুষের চক্ষু দানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়?

(ক) লেন্স

(খ) কর্নিয়া

(গ) আইরিশ

(ঘ) রেটিনা

উত্তরঃ (খ) কর্নিয়া


প্রশ্নঃ নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী? 

(ক) ল্যাকটোব্যাসিলাস

(খ) স্টেপটোকক্কাস

(গ) স্টাফিলোকাক্কাস

(ঘ) সালমোনেল্লা

উত্তরঃ (ক) ল্যাকটোব্যাসিলাস


প্রশ্নঃ হাসপাতাল, স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দ প্রাবল্য মাত্রা কত ?

(ক) ৬৫ ডেসিবেল

(খ) ৫০ ডেসিবেল

(গ) ৫৫ ডেসিবেল

(ঘ) ২০ ডেসিবেল

উত্তরঃ (খ) ৫০ ডেসিবেল


প্রশ্নঃ মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? -

(ক) ব্রাজিল

(খ) আয়ারল্যান্ড

(গ) অস্ট্রিয়া

(ঘ) ভিয়েতনামা

উত্তরঃ (গ) অস্ট্রিয়া


প্রশ্নঃ মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? 

(ক) স্কিন

(খ) অগ্নাশয়

(গ) অন্ত্র

(ঘ) লিভার

উত্তরঃ (ক) স্কিন


প্রশ্নঃ ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল -

(ক) ঝাঁসি কি রানী

(খ) আলম আরা

(গ) চন্ডীদাস

(ঘ) রাজা হরিশচন্দ্র

উত্তরঃ (খ) আলম আরা


প্রশ্নঃ লংমার্চ কোন দেশের ঘটনা? -

(ক) চীন

(খ) দক্ষিণ কোরিয়া

(গ) উত্তর কোরিয়া

(ঘ) জাপান

উত্তরঃ (ক) চীন

                                         

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন