মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ - ষষ্ঠ অধ্যায় – উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র
Type Here to Get Search Results !

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ - ষষ্ঠ অধ্যায় – উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

ষষ্ঠ অধ্যায়

মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ - ষষ্ঠ অধ্যায় – উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

বিভাগ ক

১) বিকল্প গুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখঃ- 

১.১) রাতেই ছবি তোলার জন্য এই যন্ত্রটি বিশেষ ভাবে ব্যবহার করা হয় -

(ক) বৈদুতিক ক্যামেরা 

(খ) viov camera 

(গ) র‍্যাডার 

(ঘ) malti spectral

উত্তরঃ (গ) র‍্যাডার 

১.২) 'স্যাটেলাইট' শব্দটির ফরাসি অর্থ -

(ক) উপগ্রহ 

(খ) প্রহরী 

(গ) নজর 

(ঘ) দ্বাররক্ষী

উত্তরঃ (খ) প্রহরী

১.৩) ভূবৈচিত্রসূচক মানচিত্রের আন্তর্জাতিক scale -

(ক) 1:1000000 

(খ) 1:200000 

(গ) 1:100000 

(ঘ)1:50000

উত্তরঃ (ক) 1:1000000

১.৪) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ -

(ক) ইনস‍্যাট 1 

(খ) ল‍্যান্ড স‍্যাট 1 

(গ) স্পুটনিক 

(ঘ) আর্যভট্ট

উত্তরঃ (ঘ) আর্যভট্ট

১.৫) ল‍্যান্ডস‍্যাট 1 উপগ্রহটি ছবি তোলে ভারতের -

(ক) বনভূমির 

(খ) মৃত্তিকা ক্ষয়ের 

(গ) সেনাবাহিনীর গতিপথের 

(ঘ) শত্রুপক্ষের র‍্যাডারের

উত্তরঃ (খ) মৃত্তিকা ক্ষয়ের


বিভাগ 'খ' 

২) ২.১) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখঃ-

২.১.১) কৃত্রিম উপগ্রহ থেকে তোলা আলোকচিত্র কেই আমরা উপগ্রহ চিত্র বলি। 

উত্তরঃ শু 

২.১.২) বেতার তরঙ্গ বিদ্যুৎ চৌম্বকীয় বর্ণালীর সবচেয়ে লম্বা তরঙ্গ দৈর্ঘ্য। 

উত্তরঃ শু 

২.১.৩) সমোন্নতি রেখা টোপো মানচিত্রে বাদামী বর্ণের দেখা যায়। 

উত্তরঃ শু 

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ- 

২.২.১) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ______ অবস্থিত। 

উত্তরঃ ব্যাঙ্গালুরুতে

২.২.২) শত্রুপক্ষের রাডার মিসাইল সেনাবাহিনীর গতি-প্রকৃতি সম্পর্কে তথ্য ও চিত্র সরবরাহ করে _______। 

উত্তরঃ spy camera

২.২.৩) ভারতের ভূসমালয় উপগ্রহগুলি যে সিরিজে রয়েছে _________। 

উত্তরঃ Insat

২.৩) একটি বা দুটি শব্দ উত্তর দাওঃ- 

২.৩.১) survey of india শাখার দপ্তর কোথায় রয়েছে?

উত্তরঃ কলকাতার উড স্ট্রিটে

২.৩.২) উপগ্রহ চিত্র তোলার মূল শক্তির উৎস কোন্‌টি? 

উত্তরঃ সূর্য

২.৩.৩) উপগ্রহ চিত্রের একটি অসুবিধা লেখ। 

উত্তরঃ সকলে এই মানচিত্র পরতে পারে না

২.৪) বাম দিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখ

       বাম দিক                      ডান দিক

২.৪.১) police station       (ক) সবুজ রং

২.৪.২) জাতীয় সড়ক         (খ) ps

২.৪.৩) স্বাভাবিক উদ্ভিদ      (গ) কালো রং

২.৪.৪) অনিত্যবহ নদী       (ঘ) nh

উত্তরঃ ২.৪.১) police station - (খ) ps ২.৪.২) জাতীয় সড়ক - (ঘ) nh ২.৪.৩) স্বাভাবিক উদ্ভিদ - (ক) সবুজ রং ২.৪.৪) অনিত্যবহ নদী - (গ) কালো রং


বিভাগ 'গ'  

৩) নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ- 

প্রশ্নঃ উপগ্রহচিত্র কাকে বলে?

উত্তরঃ মহাকাশে যেসকল কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় তাতে যে সেন্সর বা ক্যামেরা থাকে, তার মাধ্যমে এগুলি ভূপৃষ্ঠের নানান স্থানকে সংবেদন করে এবং ম্যাগনেটিক টেপে পাঠ গ্রহণ করে। এইভাবে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহচিত্র বলে।

প্রশ্নঃ সেন্সর কয় প্রকারের হয় ও কী কী?

উত্তরঃ সেন্সর প্রধানত দুই প্রকারের হয়। যথা - (১) সক্রিয় সেন্সর এবং (২) নিষ্ক্রিয় সেন্সর।

প্রশ্নঃ দূরসংবেদন প্ল্যাটফর্ম কাকে বলে?

উত্তরঃ দূর সংবেদনে প্ল্যাটফর্ম বলতে এমন স্থির বা গতিশীল আধার, উপকরণ বা যানকে বোঝায় যেখানে কোনো সংবেদক বা সেন্সরকে রেখে দূর সংবেদন করা হয়।

প্রশ্নঃ কৃত্রিম উপগ্রহ কয় প্রকার ও কী কী?

উত্তরঃ ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহ দুই ধরনের হয়। যথা - (১) ভূ–সমলয় উপগ্রহ  এবং (২) সূর্য–সমলয় উপগ্রহ।

প্রশ্নঃ বিভেদন কাকে বলে?

উত্তরঃ সংবেদক দ্বারা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে গৃহীত উপগ্রহচিত্রের বিভিন্ন বস্তু, ক্ষেত্র, উপাদানের পৃথক্করণের ক্ষমতাকে বিভেদন বলে। এটি কোনো উপগ্রহচিত্রের দৃশ্যসংক্রান্ত গুণের মানকে নির্দিষ্ট ক্যামেরার দ্বারা প্রকাশ করে।

প্রশ্নঃ কৃত্রিম উপগ্রহ কাকে বলে?

উত্তরঃ কৃত্রিম উপগ্রহ হল মানব নির্মিত এক অত্যাধুনিক যন্ত্র বা উপকরণ, যা একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং পৃথিবীকে ক্রমাগত পর্যবেক্ষণ করে।

যেমন— GOES , GPS–NAVSTAR, ENVISAT, METEOSAT, INSAT ইত্যাদি হল কতকগুলি কৃত্রিম উপগ্রহের উদাহরণ।

প্রশ্নঃ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলে?

উত্তরঃ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হল শক্তির একটি রূপ যাতে একটি সর্পিল তড়িৎ তরঙ্গ ও একটি সর্পিল চুম্বকীয় তরঙ্গ থাকে। যে আলো আমরা দেখতে পাই তা এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গেরই একটি রূপমাত্র। এর অন্যান্য রুপগুলি হল এক্স–রশ্মি, অতিবেগুনি রশ্মি, তাপশক্তি, লঘু তরঙ্গ ও রেডিয়ো তরঙ্গ।

প্রশ্নঃ তড়িৎ চুম্বকীয় বর্ণালি কাকে বলে?

উত্তরঃ আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলোর পটি পাওয়া যায়, তাকেই তড়িৎ চুম্বকীয় বর্ণালি বলে। যখন কোনো সাদা আলোকে একটি প্রিজমের মধ্য দিয়ে প্রকাশ করা হয়, তখন এটি বিভিন্ন রঙের আলোর পটিতে বিভক্ত হয়। একে VIBGYOR বলে (Viotel, Indigo, Blue, Green, Yellow, Orange, Red)। স্যার আইজ্যাক নিউটন ১৬৬৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই পরীক্ষাটি করেছিলেন।

প্রশ্নঃ দৃশ্যমান বর্ণালি কাকে বলে?

উত্তরঃ সূর্য থেকে আগত বর্ণালির যে অংশ মানবচক্ষুর দৃষ্টিগোচর হয়, তাকেই দৃশ্যমান বর্ণালি বলা হয়। এই বর্ণালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি বিশেষ রূপমাত্র।

প্রশ্নঃ পিক্সেল কাকে বলে?

উত্তরঃ পিক্সেল কথাটির পুরো অর্থ হল 'Picture Element'। কোনো উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম অংশকেই পিক্সেল বলা হয়। অনেকগুলি পিক্সেল মিলে একটি বৃহৎ উপগ্রহচিত্র তৈরি হয়। এই পিক্সেলের মান পৃথিবীপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতার ওপর নির্ভর করে। কোনো উপগ্রহ চিত্রে যদি পিক্সেলের সংখ্যা বেশি হয়, তাহলে তা উচ্চমানের হয় এবং পিক্সেল সংখ্যা কম হলে তা অপেক্ষাকৃত নিম্নমানের হয়।

প্রশ্নঃ মহাকাশে প্রেরিত ভারতের সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ও এটি কোন্ খ্রিস্টাব্দে মহাকাশে প্রেরিত হয়?

উত্তরঃ মহাকাশে প্রেরিত ভারতের সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল 'আর্যভট্ট', এটি ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৯ এপ্রিল মহাকাশে প্রেরিত হয়েছিল।

প্রশ্নঃ ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?

উত্তরঃ ভূমিরূপের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে সমন্বয়সাধন করে, যে প্রকার মানচিত্র প্রকাশ করা হয় তাকে ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র বলে। এইপ্রকার মানচিত্রে ভূপ্রকৃতি, নদনদী ও জলাশয়, উদ্ভিদ, জনবসতি, খনিজ সম্পদ, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা নানান প্রচলিত প্রতীক চিহ্ন সমূহের মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রশ্নঃ উপগ্রহচিত্র ও ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে সাদৃশ্যগুলি কী কী?

উত্তরঃ উপগ্রহচিত্র ও ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্রগুলির মধ্যে যে–সাদৃশ্যগুলি রয়েছে, সেগুলি হল -

(১) দু–প্রকার মানচিত্রের যখন ব্যাবহারিক প্রয়োগ ঘটে, তখন তাদের স্কেল একই থাকে। (২) যেহেতু ভূগোলকের একটি অন্যতম বিষয় হল উত্তর দিক নির্ণয়কারী রেখা  দেখানো, তাই চেষ্টা করা হয়, উত্তর দিকটিকে বজায় রেখে ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র বা উপগ্রহ উভয়কেই নির্মাণ করা।

প্রশ্নঃ টোপোশিট থেকে কী কী পাঠ করা যায়?

উত্তরঃ ভূপ্রকৃতি, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহণ, জনবসতি, ধর্মস্থান, হাসপাতাল ইত্যাদি প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি এই মানচিত্র থেকে পাঠ করা যায়।

প্রশ্নঃ স্পট্ হাইট কাকে বলে?

উত্তরঃ মানচিত্রে বিন্দু বা ডট্ দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতাকে দেখানো হলে তাকে স্পট্ হাইট বলে। এর সাহায্যে পাহাড় বা পর্বতের শিখরের উচ্চতা ও বিশেষ কতকগুলি স্থানের উচ্চতা দেখানো হয়।

প্রশ্নঃ মিলিয়ন শিট কাকে বলে?

উত্তরঃ ৪° × ৪° ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয়, তাকে মিলিয়ন শিট বলে। এই মানচিত্রের স্কেল হল ১ ইঞ্চিতে ১৬ মাইল বা ১ সেমিতে ১০ কিমি (RF ১ : ১০,০০,০০০)।


বিভাগ 'ঘ' 

৪) সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওঃ- 

প্রশ্নঃ দূর সংবেদনের সুবিধাগুলি কী কী?

উত্তরঃ দূর সংবেদনের সুবিধাগুলি হল -

(১) এর দ্বারা সংগৃহীত তথ্যগুলি বাস্তবের সাথে সঠিক ও নির্ভুল।

(২) এই সংগৃহীত তথ্য স্থায়ী।

(৩) বিস্তীর্ণ অঞ্চলের তথ্য সংগ্রহ করা যায়।

(৪) যেসকল দুর্গম অঞ্চলে জরিপের মাধ্যমে সমীক্ষা চালানো সম্ভব হয় না, সেইসকল অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা যায়।

(৫) বিভিন্ন প্রতিবন্ধকতাকে দূর করে সহজে তথ্য সংগৃহীত হয়।

(৬) Remote Sensing-এর দ্বারা প্রাপ্ত একটি চিত্র থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারা যায়।

(৭) ডিজিটাল আকারে গৃহীত তথ্য কম্পিউটারের সাহায্যে সহজে ও অতি দ্রুত বিশ্লেষণ করা যায়।

(৮) প্রতিনিয়ত এই তথ্য সংগৃহীত হয় বলে, কোনো স্থানে কোনো পরিবর্তন হলে তা সহজেই ধরে ফেলা যায়।

প্রশ্নঃ  দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি কী কী?

উত্তরঃ দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি হল -

(১) উন্নত প্রযুক্তি ছাড়া এই তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না।

(২) অত্যন্ত ব্যয়বহুল বলে সব দেশ এই তথ্য সংগ্রহ করতে পারে না।

(৩) কোনো ছোটো এলাকার সমীক্ষার জন্য এটি ব্যবহার করলে Pluginee তা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায়।

(৪) এইপ্রকার তথ্য বিশ্লেষণের জন্য বিশেষ প্রযুক্তি ও জ্ঞানের দরকার হয়।

প্রশ্নঃ ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কী কী?

উত্তরঃ ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হল -

(১) এটি একটি বৃহৎ স্কেলের মানচিত্র এবং এটি একটি সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়।

(২) সুনির্দিষ্ট স্কেলে আঁকা মানচিত্রগুলির অক্ষাংশগত ও দ্রাঘিমাগত নির্দিষ্ট পরিসর বা বিস্তার থাকে।

(৩) জরিপ কার্যের মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই মানচিত্র আঁকা হয়।

(৪) বিভিন্ন নির্দিষ্ট প্রকার প্রচলিত চিহ্নের মাধ্যমে ও নানান প্রকৃত রঙের মাধ্যমে এই মানচিত্রে নানান বিষয়গুলি দেখানো হয়।

(৫) নির্দিষ্ট স্থানে গিয়ে জরিপ করে এই মানচিত্র প্রস্তুত করা হয় বলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

প্রশ্নঃ ভ্রমন ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য কী?

উত্তরঃ ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র পাঠের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্যগুলি হল - 

(১) ভূপ্রকৃতি, পাহাড়, মালভূমি, নদনদী, জলাশয়, হ্রদ, বনভূমি ইত্যাদি নানান প্রাকৃতিক বিষয়গুলি সম্পর্কে জানা।

(২) জনবসতি, যাতায়াত বা পরিবহণ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সাংস্কৃতিক বিষয় সম্পর্কে জানা যায়।

(৩) কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি ত পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা সম্পর্কে জানা যায়।

(৪) কোনো অঞ্চলের সম্পদের বর্ণনা পাওয়া যায়।

(৫) আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা করার জন্য এই মানচিত্র উল্লেখযোগ্য।

(৬) সামরিক প্রয়োজনেও এই মানচিত্র ব্যবহৃত হয়।

প্রশ্নঃ টোপোগ্রাফিক্যাল মানচিত্রের অসুবিধাগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তরঃ টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহারের সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও আছে। এর অসুবিধাগুলি হল -

(১) টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমসাময়িক হয় না।

(২) দুর্গম এলাকা বা সীমান্তবর্তী এলাকাতে সমীক্ষা করা যায় না।

(৩) এটি কোনো চিত্র নয়। হাতে আঁকা বিশেষ প্রকার প্রতীক চিহ্ন সমন্নিত শিট। তাই কোনো স্থানের বা বস্তুর সঠিক আকার আকৃতি সঠিকভাবে বোঝা যায় না। 

(৪) মানচিত্র প্রস্তুত করতে অনেকদিন সময় লেগে যায়।

প্রশ্নঃ ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্রকে শিট বলা হয় কেন?

উত্তরঃ সাধারণত শিট বলা হয় আয়তাকার বা বর্গাকার জ্যামিতিক আকারসম্পন্ন কাগজ বা কাগজের অংশকে। কিন্তু কোনো স্থানের মানচিত্রকে যখন উপস্থাপন করা হয়, তখন তা সমগ্র কাগজজুড়ে থাকে না বা বিশেষ কোনো প্রকার জ্যামিতিক আকার দ্বারাও সীমাবদ্ধ থাকে না। তাই তা কখনোই শিট হয় না। 'ম্যাপ' বা 'মানচিত্র' হয়। কিন্তু, অপরপক্ষে ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্রের ক্ষেত্রে একটি বিশেষ পরিমাপ ও আয়তাকার আকৃতিকে গুরুত্ব দেওয়া হয়। তার মধ্যে কোনো রাজ্য, জেলা, মহকুমা, জাতীয় বা আন্তর্জাতিক প্রশাসনিক সীমানাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। তাই টোপোগ্রাফিক্যাল ম্যাপকে বা ভূ – বৈচিত্র্যসূচক মানচিত্রকে টোপোগ্রাফিক্যাল শিট বা টোপোশিট বলা হয়।

প্রশ্নঃ উপগ্রহচিত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তরঃ উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য হল - 

(১) মেঘাচ্ছন্নতা বা বায়ুমণ্ডলের অন্যান্য উপাদান দ্বারা নিয়ন্ত্রণঃ  বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তরে ভিন্ন ধরনের মেঘাচ্ছন্নতা, ঘনীভবনসহ নানান বায়ুমণ্ডলীয় কার্যকলাপ ও বায়ুমণ্ডলের উপাদানসমূহ, যেমন - জলীয় বাষ্প, সব ধরনের গ্যাস প্রভৃতির প্রভাবে উপগ্রহ গৃহীত চিত্রগুলির মধ্যে রং ও গঠনের পার্থক্য দেখা যায়। তবে বর্তমানে Microwave Sensor-এর সাহায্যে চিত্র গ্রহণ করা হলে মেঘাচ্ছন্ন অবস্থাতেও নিখুঁত ছবি পাওয়া সম্ভব।

(২) তড়িৎচৌম্বকীয় তরঙ্গের সক্রিয় ভূমিকাঃ উপগ্রহচিত্র গ্রহণে যেহেতু তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ একটি বিশেষ ভূমিকা পালন করে, তাই এর গুরুত্বও অপরিসীম। 

(৩) দৃশ্যমান বর্ণালির ভূমিকাঃ সূর্য থেকে আগত বর্ণালির যে অংশ মানবচক্ষুর দৃষ্টিগোচর হয়, তাই হল দৃশ্যমান বর্ণালি। উপগ্রহ চিত্র গ্রহণের সময় এই বর্ণালি বেশ তাৎপর্যপূর্ণ।

(৪) পিক্সেলঃ কোনো Soft copy-এর ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে। অনেকগুলি পিক্সেল মিলে একটি বৃহৎ উপগ্রহ চিত্র তৈরি হয়। কোনো উপগ্রহচিত্রে যদি পিক্সেলের সংখ্যা বেশি হয়, তাহলে তা উচ্চমানের হয় এবং পিক্সেল সংখ্যা কম হলে তা অপেক্ষাকৃত নিম্নমানের হয়। এই পিক্সেলের মান পৃথিবীপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতার ওপর নির্ভর করে।

(৫) সময় ও তারিখের প্রয়োগঃ যখনই কোনো উপগ্রহচিত্র চিত্রায়ণ করা হয়, তখনই তাতে চিত্র গ্রহণের সঠিক সময় ও তারিখ লিপিবদ্ধ করা হয়।

প্রশ্নঃ উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে লেখো।

উত্তরঃ উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব হল -

(১) দূর সংবেদনশীলতাঃ ভূপৃষ্ঠের যে–সমস্ত স্থানে মানুষের পক্ষে পৌঁছোনো সম্ভব হয়ে ওঠে না, সেখানে উপগ্রহের মাধ্যমে অনায়াসেই চিত্র গ্রহণ করে স্থানগুলি সম্পর্কে আনুমানিক তথ্যও পাওয়া যায়। যেমন - তিব্বতীয় হিমালয়ের দুর্গম ও সংবেদনশীল অঞ্চলগুলি সম্পর্কে উপগ্রহচিত্রের মাধ্যমেই জানা যায়।

(২) সমসাময়িক তথ্যঃ কৃত্রিম উপগ্রহ দ্বারা গৃহীত বিভিন্ন তথ্য অত্যন্ত সমসাময়িক, যা বিভিন্ন ধরনের ভৌগোলিক ও বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 

(৩) ভূপ্রকৃতি সংক্রান্ত তথ্যঃ ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন নদী, নদীর গতি, পাহাড়–পর্বত, মালভূমি, সমভূমি, বদ্বীপ প্রভৃতি সব ধরনের ভূপ্রকৃতির বিস্তার ও বণ্টন সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়।

(৪) প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত গুরুত্বঃ নানান ধরনের আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে শুরু করে কিছু বিশেষ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত পূর্বাভাসও এই উপগ্রহচিত্রের মাধ্যমে পাওয়া যায়।

(৫) ভূমির ব্যবহার ও ভূআবরণে পরিবর্তনঃ কোনো দেশের শহর ও গ্রামীণ এলাকায় ভূমির ব্যবহারের পরিবর্তন এবং বনাঞ্চল ও মরু অঞ্চলের আয়তনের হ্রাসবৃদ্ধির কালানুক্রমিক পরিবর্তন উপগ্রহচিত্রের মাধ্যমে ধরা যায়।

Madhyamik Geography Suggestion 2024

     মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. Geography Suggestion 2024 Madhyamik. Class 10 geography suggestion 2024. Madhyamik Suggestion 2024 Bengali. 2024 Madhyamik Suggestion Life Science. Madhyamik Suggestion 2024 PDF. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024 pdf. Madhyamik Geography Notes PDF. সংলাপ সাজেশন. Wbbse class 10 geography chapter 5 question answer in bengali. উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. Class 10 geography suggestion 2024. ভূগোল সাজেশন 2024.


West Bengal Madhyamik Geography Suggestion 2024 Download

     WBBSE Madhyamik Geography short question suggestion 2024. পশ্চিমবঙ্গ মাধ্যমিক  ভূগোল পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. Madhyamik Geography Suggestion 2024  download. Madhyamik Question Paper Geography. মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন. WB Madhyamik 2024 Geography suggestion and important questions. Madhyamik Suggestion 2024 pdf.


মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

     দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন উত্তর. উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র পার্থক্য. দশম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর. উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 2023. মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf.


মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 pdf

     উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024. সংলাপ সাজেশন. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 pdf. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf download. ইতিহাস সাজেশন 2024 মাধ্যমিক. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024. মাধ্যমিক সাজেশন 2024 pdf. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024. মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf download. মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024.


Madhyamik Suggestion 2024 Geography

     West Bengal Madhyamik 2024 Geography Suggestion Download in Bengali version. WBBSE Madhyamik Geography suggestion 2024 pdf version as per New syllabus. মাধ্যমিক ২০২৪ ভূগোল সাজেশন. Get the complete Madhyamik Geography Suggestion 2024 with approx 90% Common in Examination. WBBSE Class 10th Geography exam notes and Important questions. Madhyamik 2024 Geography Suggestion pdf download. Madhyamik Scientific Suggestion in New Syllabus.


ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

     উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র পার্থক্য. দশম শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায়. দশম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর. উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র প্রশ্ন উত্তর. উপগ্রহ চিত্র কাকে বলে. উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে কেমন. উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য. মহাকাশে কৃত্রিম উপগ্রহ গুলি রাখা হয় যেখানে তাকে কি বলে.


মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর 2024

     ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf. দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 2024. মাধ্যমিক ভূগোল pdf. মাধ্যমিক সাজেশন 2024. মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডল. মাধ্যমিক ভূগোল প্রশ্ন 2024. ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর. ভূগোল mcq প্রশ্ন উত্তর 2024. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর. মাধ্যমিক ভূগোল প্রশ্ন 2024 pdf. বারিমন্ডল প্রশ্ন উত্তর. দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর pdf.


Madhyamik Geography Notes PDF

     মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. Geography suggestion 2024 hs. Wbbse class 10 geography chapter 5 question answer in bengali. মাধ্যমিক সাজেশন 2024 pdf. Madhyamik Geography Suggestion 2024 PDF free download. WBBSE Class 10 Geography Chapter 5 question Answer in English. WBBSE Class 10 Geography Chapter 1 question Answer in English.


মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ ষষ্ঠ অধ্যায়

      উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2024. মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়. ভূগোল দ্বিতীয় অধ্যায়. মাধ্যমিক ভূগোল সাজেশন 2024 PDF. মাধ্যমিক ভূগোল প্রশ্ন 2024 pdf. মাধ্যমিক ইতিহাস সাজেশন. মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর. ক্লাস 10 ভূগোল প্রশ্ন উত্তর.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close