নবম শ্রেণী
ইতিহাস
প্রথম ইউনিট টেস্ট
মডেল এক্টিভিটি সেট ৩
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ "আমিই রাষ্ট্র" - কথাটি কে বলেছেন?
(ক) ত্রয়োদশ লুই
(খ) চর্তুদশ লুই
(গ) পঞ্চদশ লুই
(ঘ) ষোড়শ লুই
উত্তরঃ (খ) চর্তুদশ লুই
১.২ 'গ্যাবেল' আসলে একপ্রকার -
(ক) আয় কর
(খ) লবন কর
(গ) ধর্ম কর
(ঘ) শ্রম কর
উত্তরঃ (খ) লবন কর
১.৩ অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন -
(ক) অ্যাডাম স্মিথ
(খ) মন্তেস্কু
(গ) কুইসনে
(ঘ) লাফায়েৎ
উত্তরঃ (ক) অ্যাডাম স্মিথ
১.৪ বাস্তিল দুর্গের পতনের সময় কারারক্ষীদের অধিকর্তা কে ছিলেন?
(ক) দ্যডু লুনে
(খ) ডুপোঁ
(গ) ল্যমেথ
(ঘ) সাইয়েস
উত্তরঃ (ক) দ্যডু লুনে
১.৫ শাসন, আইন ও বিচার বিভাগের পৃথকীকরণের দাবি জানান -
(ক) মন্তেস্কু
(খ) ভলতেয়ার
(গ) রুশো
(ঘ) ডুপোঁ
উত্তরঃ (ক) মন্তেস্কু
১.৬ নেপোপিয়নকে মুক্তিদাতা বলে সম্ভাষণ করেন -
(ক) রোমানরা
(খ) জার্মানরা
(গ) ফরাসিরা
(ঘ) ইতালীয়রা
উত্তরঃ (ঘ) ইতালীয়রা
১.৭ নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন -
(ক) পোপ তৃতীয় ইনোসেন্ট
(খ) অ্যাবে সিয়েস
(গ) পোপ সপ্তম পায়াস
(ঘ) জার প্রথম আলেকজান্ডার
উত্তরঃ (গ) পোপ সপ্তম পায়াস
১.৮ টিলসিটের সন্ধি কবে হয়? -
(ক) ১৮০২ খ্রিস্টাব্দে
(খ) ১৮০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮০৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮০৭ খ্রিস্টাব্দে
১.৯ ফরাসি সমাজের বাইবেল বলা হয় -
(ক) কোড নেপোলিয়নকে
(খ) সামাজিক চুক্তি গ্রন্থকে
(গ) জাতীয় সভাকে
(ঘ) ডাইরেকটরি শাসনকে
উত্তরঃ (ক) কোড নেপোলিয়নকে
১.১০ নেপোলিয়ন মৃত্যুবরণ করেন -
(ক) কর্সিকা দ্বীপে
(খ) এলবা দ্বীপে
(গ) সেন্ট হেলেনা দ্বীপে
(ঘ) আইবেরীয় দ্বীপে
উত্তরঃ (গ) সেন্ট হেলেনা দ্বীপে
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঃ
২.১ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও ঃ
বামস্তম্ভ
(ক) মন্তেস্কু
(খ) এলেমবার্ট
(গ) ভলতেয়ার
ডানস্তম্ভ
(অ) গির্জার বিরোধিতা
(আ) বিশ্বকোশ গোষ্ঠী
(ই) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
উত্তরঃ (ক) মন্তেস্কু - (ই) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
(খ) এলেমবার্ট - (আ) বিশ্বকোশ গোষ্ঠী
(গ) ভলতেয়ার - (অ) গির্জার বিরোধিতা
৩। নীচের প্রশ্নগুলির 2-3 টি বাক্যে উত্তর দাও ঃ
৩.১ বাস্তিল দূর্গের পতনের গুরুত্ব লেখো।
উত্তরঃ বাস্তিল দূর্গের পতনের গুরুত্ব হল -
(১) এই দুর্গ থেকে নিরপরাধ বন্দিরা মুক্তি পায়।
(২) রাজার স্বৈরশাসনের প্রতীক ধ্বংস হয়।
৩.২ 'বুর্জোয়া বিপ্লব' বলতে কী বোঝো?
উত্তরঃ ফরাসি বিপ্লবের সময় মধ্য বুর্জোয়া বলতে বোঝাত আইনজীবী, চিকিৎসক এবং শিক্ষকদের। এরা আর্থিকভাবে সচ্ছল এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য ছিল। কিন্তু বংশ কৌলিন্য না থাকায় এরা সমাজের সবরকম সুযোগসুবিধা থেকে বঞ্চিত হত।
৩.৩ 'টেনিস কোর্টের শপথ' কী?
উত্তরঃ ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা ১৭৮৯ খ্রিঃ ২০ই জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে, সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুদ্ধ সদস্যরা মিরাবো ও আবে সিইয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা 'টেনিস কোর্টের শপথ' নামে পরিচিত।
৩.৪ 'কোড নেপোলিয়ন' কী?
উত্তরঃ ফ্রান্সের শাসন নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলি পার্থক্য দূর করে এবং পরস্পর-বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে ১৮০৪ খ্রিঃ দেশে এক নতুন আইনব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইনসংহিতা নামে পরিচিত।
৩.৫ ১৮০১-এর 'কনকর্ডাট চুক্তি'-র দুটি গুরুত্ব লেখো।
উত্তরঃ ১৮০১-এর 'কনকর্ডাট চুক্তি'-র দুটি গুরুত্ব হল -
(১) ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ পোপকে মেনে নিয়ে ছিল।
(২) যাজকদের সরকারের দ্বারা মনোনীত হবেন ও সরকার যাজকদের বেতন দেবে এবং পোপ তাঁদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ