Higher Secondary Philosophy Question Paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

Higher Secondary Philosophy Question Paper 2022 WBCHSE

উচ্চমাধ্যমিক

দর্শন

প্রশ্নপত্র

২০২২

hs philosophy question paper 2022

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)

(ক) বচন বলতে কী বোঝো? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচন এর মধ্যে পার্থক্য করো।

অথবা

নিন্মলিখিত বাক্যগুলো তর্কবিদ্যা সম্মত আকার রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো :
(অ) একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না।
(আ) সব আবেদনকারীই সত্যনিষ্ঠ নন।
(ই) কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরায় প্রগতিশীল।
(ঈ) দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারে।

(খ) বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা শর্ত গুলি কি কি? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো।

অথবা

সাবেকি যুক্তি বিজ্ঞান অনুসারে বচনের বিরোধিতা বর্গক্ষেত্র অঙ্কন করো।
(অ) যদি A বচন সত্য হয় তবে I বচনের সত্য মূল্য কি হবে?
(আ) যদি I বচন সত্য হয় তাহলে I বচনের সত্য মূল্য কি হবে?
(ই) যদি E বচন মিথ্যা হয় I তাহলে পচনের সত্য মূল্য কি হবে?
(ঈ) যদি O বচন মিথ্যা হয় তাহলে E বচনের সত্য মূল্য কি হবে?

(গ) অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি? বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো।

অথবা

নিচের বাক্যগুলি কে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো :
(অ) শতকরা 75 শতাংশ ব্যবসাদার সৎ।
(আ) সব শিক্ষিত মানুষ ভদ্র নন।
(ই) নিঃস্বার্থ মানুষ নেই।
(ঈ) যেকোনো বিজ্ঞানের ছাত্র এই প্রশ্নের উত্তর জানে।

(ঘ) নিম্নলিখিত যুক্ত গুলি কে আদর্শ আকার রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার করো :
(অ) কেবলমাত্র অসৎ লোকেরাই ভীরু; তিনি ভীরু নন, অতএব, তিনি অসৎ নন।
(আ) রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক।

অথবা

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখ :
(অ) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান
(আ) অবৈধ পক্ষ দোষ

(ঙ) মিলের সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা-অসুবিধা (দুটি)।

অথবা

"বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে লোহায় মরিচা ধরে না। সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ।" উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। (চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি) অসুবিধা (দুটি) )


Part - B1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তর গুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডান দিকে নিচে প্রদত্ত বাক্সে লেখ :


(১) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো -

(ক) দৃষ্টান্ত গণনা
(খ) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
(গ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(ঘ) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি
উত্তর : (ঘ) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি

(২) লৌকিক আরোহ অনুমান কে শিশুসুলভ অনুমান বলেছেন -

(ক) মিল
(খ) হবস
(গ) জনসন
(ঘ) বেকন
উত্তর : (ঘ) বেকন

(৩) কোন কোন ফুল নয় লাল বস্তু - O

কোন কোন লাল বস্তু নয় ফুল - O

উপরোক্ত সরল আবর্তনটি হলো

(ক) বৈধ
(খ) অবৈধ
(গ) স্ববিরোধী
(ঘ) সম্ভাব্য
উত্তর : (খ) অবৈধ

(৪) নিরপেক্ষ ন্যায় চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হল -

(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর : (ঘ) পাঁচ

(৫) বচনের বিরোধিতা অনুমান হল একপ্রকার -

(ক) মাধ্যম অনুমান
(খ) অমাধ্যম অনুমান
(গ) ন্যায় অনুমান
(ঘ) যৌগিক যুক্তি
উত্তর : (খ) অমাধ্যম অনুমান

(৬) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট __________ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ থাকে।

(ক) E, O
(খ) I,O
(গ) A, I
(ঘ) A, E
উত্তর : (খ) I, O

(৭) যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে?

(ক) অবৈধ
(খ) বৈধ
(গ) সম্ভাব্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (খ) বৈধ

(৮) একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা

(ক) বৈধ
(খ) অবৈধ
(গ) সম্ভাব্য
(ঘ) সত্য
উত্তর : (গ) সম্ভাব্য

(৯) আরোহ অনুমানের সমস্যাটি হল -

(ক) বৈধতা নির্ণয়
(খ) অবৈধতা নির্ণয়
(গ) আকারগত সত্যতা নির্ণয়
(ঘ) সামান্যীকরণ
উত্তর : (ঘ) সামান্যীকরণ

(১০) যুক্তি বিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান

(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) একপ্রকার
উত্তর : (ক) দুই প্রকার

(১১) DIMARIS মূর্তিটি বৈধ হয়

(ক) প্রথম সংস্থানে
(খ) দ্বিতীয় সংস্থানে
(গ) তৃতীয় সংস্থানে
(ঘ) চতুর্থ সংস্থানে
উত্তর : (ঘ) চতুর্থ তম স্থানে

(১২) পক্ষ পদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া আর অন্য যে স্থানে থাকে তা হল

(ক) সিদ্ধান্তের বিধেয় স্থানে
(খ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
(গ) সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে
(ঘ) সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানের
উত্তর : (খ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে

(১৩) A বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয় যুক্ত O বচন সত্য মূল্য হবে

(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) সম্ভাব্য
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (খ) মিথ্যা

(১৪) একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা হল

(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর : (ক) একটি

(১৫) বিবর্তন একটি

(ক) অবরোহ যুক্তি
(খ) আরোহ যুক্তি
(গ) উপমা যুক্তি
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (ক) অবরোহ যুক্তি

(১৬) যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তাহলে

(ক) A বচন
(খ) E বচন
(গ) I বচন
(ঘ) O বচন
উত্তর : (ঘ) O বচন

(১৭) মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ সমর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হল

(ক) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি
(খ) ব্যতিরেকী পদ্ধতি
(গ) অন্বয়ী পদ্ধতি
(ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তর : (ক) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি

(১৮) 'আকাশ ঘন মেঘাচ্ছন্ন। সুতরাং বৃষ্টি হবে।' - এক্ষেত্রে মিলের __________ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।

(ক) অন্বয়ী
(খ) অন্বয়ী ব্যতিরেকী
(গ) ব্যতিরেকী
(ঘ) সহপরিবর্তন
উত্তর : (ক) অন্বয়ী

(১৯) সকল কুকুর হয় বিড়াল।

সকল পাখি হয় কুকুর।

অতএব, সকল পাখি হয় বিড়াল।

উপরোক্ত যুক্ত টি
(ক) অবৈধ
(খ) মিথ্যা
(গ) বৈধ
(ঘ) সত্য
উত্তর : (গ) বৈধ


অথবা


একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে _________ আশ্রয় বাক্য থাকে।

(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) একটি
উত্তর : (ক) দুটি

(২০) উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো

(ক) সাদৃশ্যের সংখ্যা
(খ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(গ) ব্যক্তিগত বৈসাদৃশ্য
(ঘ) ব্যক্তিগত সাদৃশ্য
উত্তর : (খ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা

(২১) বিবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হল

(ক) পরিমাণ
(খ) উদ্দেশ্য
(গ) গুন
(ঘ) বিধেয়
উত্তর : (গ) গুন

(২২) A বচনে সরল আবর্তন এর ক্ষেত্রে সিদ্ধান্তটি হলো

(ক) A
(খ) E
(গ) I
(ঘ) O
উত্তর : (ক) A

(২৩) প্রতিটি নঙর্থক বচনের __________ অতি অবশ্যই ব্যাপ্য হয়।

(ক) উদ্দেশ্য
(খ) বিধেয়
(গ) উদ্দেশ্য ও বিধেয়
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (খ) বিধেয়

(২৪) সম্বন্ধ অনুযায়ী বচন 2 প্রকার

(ক) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
(খ) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন
(গ) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন
(ঘ) সামান্য সদর্থক বচন সামান্য নঙর্থক বচন
উত্তর : (গ) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন


2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ


(১) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি?

উত্তরঃ পর্যবেক্ষণ ও পরীক্ষন


(২) FESTINO মূর্তিটির একটি আকারগত উদাহরণ দাও।

উত্তরঃ P ------- M (E)

M ---------S (I)

S --------- P (O)


(৩) অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা হয়?

উত্তরঃ না, অবৈজ্ঞানিক আরোহের মূল্য নির্ভর করে পর্যবেক্ষনের সাহায্যে সত্য দৃষ্টান্ত সংগ্রহ এবং সাদৃশ্যের প্রাসঙ্গিকতার উপর। তাই এই অনুমানে পরীক্ষনের উপায় না থাকলেও একে একেবারে মূল্যহীন বলা যায় না।


(৪) সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ যে আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত ও আশ্রয়বাক্য পরিমান একই হয়, তাকে সরল আবর্তন বলে। যেমন - E ও I।

যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমান পৃথক হয়। যেমন - A ও I।


(৫) আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কী কী?

উত্তরঃ 


অথবা 

নিরপেক্ষ বচনে সংযোজক বলতে কী বোঝো?

উত্তরঃ 


(৬) আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো।

উত্তরঃ 


(৭) কখন একটি নিরপেক্ষ ন্যায় 'অব্যাপ্য হেতু দোষ-এ দুষ্ট হয়?

উত্তরঃ


অথবা

নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে?

উত্তরঃ ন্যায়ের বচঙ্গুলির গুন ও পরিমান আনুসারে ন্যায়ের যে বিভিন্ন আকার হয়, তাকে মূর্তি বলে।


(৮) মিলের অন্বয়ী পদ্ধতিটি কোন্‌ অপসারণ নিয়মের উপর গঠিত?

উত্তরঃ পূর্ববর্তী ঘটনার সে অংশকে বাদ দিলে কার্যের হানি হয় না, সেই অংশটি কখনও কারণ বা কারনের অংশ হতে পারে না।


অথবা

মিলের অন্বয়ী পদ্ধতি প্রয়োগের একটি উদাহরণ দাও।

উত্তরঃ পিকনিকে সবাই সব খাবার খায়নি, কিন্তু যারা মাংস খেয়েছিল তাদের সবার বদ হজম হয়েছে। কাজেই মাংস-ই বদ হজমের কারণ।


(৯) যুক্তি কাকে বলে?

উত্তরঃ ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে।


(১০) অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো।

উত্তরঃ সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচন সত্য হবে কিন্তু বিশেষ বচটি সত্য হলে সামান্য বচনটি সত্য হতে পারে কিংবা মিথ্যা হতে পারে।


অথবা

"কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি।" - বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করো।

উত্তরঃ


(১১) একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়?

উত্তরঃ 


(১২) মিল-এর অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক আকারটি উল্লেখ করো।

উত্তরঃ 


(১৩) ভালো ও মন্দ উপমাযুক্তির মধ্যে পার্থক্য করো।

উত্তরঃ ভালো যুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান।

মন্দ উপমাযুক্তির ক্ষেত্রে সাদৃশ্যের নিছকই আকস্মিক, বাহ্যিক অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয়।


 অথবা

মন্দ উপমাযুক্তির একটি উদাহরণ দাও।

উত্তরঃ


(১৪) A বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও।

উত্তরঃ মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। (A)

আবর্তন - পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। (A-A)


(১৫) যুক্তির আকার বলতে কি বোঝো?

উত্তরঃ 


অথবা

বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কী?

উত্তরঃ


(১৬) বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close