LightBlog
Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 20-04-2022/ Daily Current Affairs Today
Type Here to Get Search Results !

Current Affairs/ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর/ সম্প্রীতিক ঘটনা/ 20-04-2022/ Daily Current Affairs Today

Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর 

Daily Current Affairs Today


প্রশ্নঃ মাল্টি-লেভেল মার্কেটিং কেলেঙ্কারি চালানোর জন্য ইডি অ্যামওয়ে ইন্ডিয়ার কত বেশি মূল্যের সম্পদ সংযুক্ত করেছে?

(ক) ১৮৫ কোটি

(খ) ৯৫২ কোটি

(গ) ৬৪৮ কোটি

(ঘ) ৭৫৭ কোটি

উত্তরঃ (ঘ) ৭৫৭ কোটি


 প্রশ্নঃ গুরু তেগ বাহাদুরের কততম প্রকাশ পূরবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি

(ক) ৩৫০তম

(খ) ৪০০তম

(গ) ২০০তম

(ঘ) ২৫০তম

উত্তরঃ (খ) ৪০০তম


 প্রশ্নঃ FY14 থেকে ভারতের চিনির রপ্তানি কত শতাংশ বেড়েছে?

(ক) ১৮২%

(খ) ৪৬৮%

(গ) ২৯১%

(ঘ) ৩৮২%

উত্তরঃ (গ) ২৯১%


 প্রশ্নঃ ভারত এবং কোন দেশে কোয়ান্টাম কম্পিউটিং-এ ভার্চুয়াল নেটওয়ার্ক কেন্দ্র স্থাপন করবে?

(ক) ফিনল্যান্ড

(খ) জাপান

(গ) আমেরিকা

(ঘ) ফ্রান্স

উত্তরঃ (ক) ফিনল্যান্ড


 প্রশ্নঃ নিচের কোনটি দিয়োদরের বনস ডেইরি সঙ্কুলে একাধিক উন্নয়ন প্রকল্প চালু করবে?

(ক) নরেন্দ্র মোদি

(খ) আমিত শাহ

(গ) ভূপেন্দ্রভাই প্যাটেল

(ঘ) রাজনাথ সিং

উত্তরঃ (ক) নরেন্দ্র মোদি


 প্রশ্নঃ COVID-19 কেস বৃদ্ধির জন্য কোন্‌ রাজ্য সরকার আবার ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে?

(ক) উড়িষ্যা এবং কেরালা

(খ) ঝাড়খণ্ড এবং বিহার

(গ) হরিয়ানা এবং উত্তর প্রদেশ

(ঘ) তামিলনাড়ু এবং মহারাষ্ট্র

উত্তরঃ (গ) হরিয়ানা এবং উত্তর প্রদেশ


 প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ইউক্রেনের শত শত সামরিক লক্ষ্যবস্তুতে বায়ুচালিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে?

(ক) চিন

(খ) ফ্রান্স

(গ) রাশিয়া

(ঘ) আমেরিকা

উত্তরঃ (গ) রাশিয়া


 প্রশ্নঃ SAI সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে 30 জন কুস্তিগীরের অংশগ্রহণের জন্য কত টাকার মঞ্জুরী দিয়েছে?

(ক) ৪.৭৯ কোটি

(খ) ১.২৮ কোটি

(গ) ৬.৪৩ কোটি

(ঘ) ২.১৪ কোটি

উত্তরঃ (খ) ১.২৮ কোটি


 প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে সিঙ্গাপুরে গেছেন?

(ক) অস্ট্রেলিয়া

(খ) জাপান

(গ) নিউ জিল্যান্ড

(ঘ) রাশিয়া

উত্তরঃ (গ) নিউ জিল্যান্ড


 প্রশ্নঃ সম্প্রতি কোন দেশ ইরাকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন আক্রমণ শুরু করেছে?

(ক) ইরান

(খ) তুর্কী

(গ) সিরিয়া

(ঘ) লেবেনেন

উত্তরঃ (খ) তুর্কী


                                        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close