WB Class 11
Environmental Studies
Question Paper
2022
1. সঠিক উত্তরটি নির্বাচন করো ঃ
(১) দূষণ হিন শক্তির একটি উৎসের উদাহরণ হল -
(ক) জ্বালানি কাঠ
(খ) জলবিদ্যুৎ প্রকল্প
(গ) তাপবিদ্যুৎ কেন্দ্র
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তর: (খ) জলবিদ্যুৎ প্রকল্প
(২) নিম্নের কোন রাজ্য সবথেকে কম বায়ু শক্তি উৎপাদন করে -
(ক) কেরল
(খ) মধ্যপ্রদেশ
(গ) গুজরাট
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর : (ক) কেরল
(৩) বায়ুমন্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশন এর প্রধান কারণ গুলি তৈরি হয় -
স্ট্রাটোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
এদের কোনোটিই নয়
উত্তর : স্ট্রাটোস্ফিয়ার
(৪) কোন সালে সুনামি ভারতীয় উপকূলে আছড়ে পড়েছিল -
2000
2004
2006
2008
উত্তর : 2004
(৫) বিশ্বের মোট ব্যবহৃত শক্তির মধ্যে উন্নয়নশীল দেশগুলি ব্যবহার করে -
80%
50%
40%
20%
উত্তর : 20%
(৬) সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ মরুভূমি এবং আধা মরুভূমি দ্বারা আবৃত?
33
15
10
এদের কোনোটিই নয়
উত্তর : 33
(৭) চেরনোবিল দুর্ঘটনা কোন সালে ঘটেছিল?
1986
1985
1983
1992
উত্তর : 1986
(৮) কোন ধরনের কয়লার তাপন ক্ষমতা সর্বাপেক্ষা কম?
লিগনাইট
পীট
বিটুমিনাস
অ্যানথ্রাসাইট
উত্তর : সীট
(৯) সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনরাজি আচ্ছাদিত থাকা দরকার?
33
50
25
এদের কোনোটিই নয়
উত্তর : 33
(১০) ভূপাল গ্যাস বিপর্যয় কোন সালে ঘটেছিল?
1983
1995
1986
1984
উত্তর : 1984
(১১) ওজন গহবর কোথায় সৃষ্টি হয়?
ট্রপোস্ফিয়ার
বায়োস্ফিয়ার
স্ট্রাটোস্ফিয়ার
আয়োনোস্ফিয়ার
উত্তর : স্ট্রাটোস্ফিয়ার
(১২) উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামাঞ্চলে বাস করে?
75
25
50
এদের কোনোটিই নয়
উত্তর : 25
(১৩) CFC এর পুরো নাম হল
কার্বন ফ্লোরো কার্বন
কার্বন ফেরো ক্লোরাইড
ক্লোরো ফ্লোরো কার্বন
এদের কোনোটিই নয়
উত্তর : ক্লোরো ফ্লোরো কার্বন
(১৪) গঙ্গা অববাহিকা অঞ্চলে বসবাসকারী আনুমানিক কত জন মানুষ গঙ্গোত্রী হিমবাহ হতে সরবরাহ হওয়া জল পায়?
150 কোটি
75 কোটি
50 কোটি
100 কোটি
উত্তর : 50 কোটি
(১৫) নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়?
কোবাল্ট 60
আর্সেনিক
অরগানোক্লোরিন
মিথেন
উত্তর : কোবাল্ট 60
(১৬) প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হল
ভারী শিল্প
জৈব বৈচিত্র
সংস্কৃতি
এদের কোনোটিই নয়
উত্তর :
(১৭) পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে?
170 লক্ষ হেক্টর
200 লক্ষ হেক্টর
50 লক্ষ হেক্টর
এদের কোনোটিই নয়
উত্তর : 170 লক্ষ হেক্টর
(১৮) ভারতবর্ষে বায়োগ্যাস প্লান্টের আনুমানিক সংখ্যা বর্তমানে কত?
3,30,000
55,000
1000
এদের কোনোটিই নয়
উত্তর : এদের কোনোটিই নয়
(১৯) কোন সালে ন্যাশনাল এনভায়রনমেন্ট আওয়ারেনেস ক্যাম্পিং এর সূচনা হয়েছিল?
1986
1996
2000
1984
উত্তর : 1986
(২০) রাষ্ট্রসঙ্ঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?
1972
1974
1994
1992
উত্তর : 1972
(২১) নিচের কোনটি OTEC প্রযুক্তির সাথে যুক্ত
বায়ু শক্তি
ভূতাপ শক্তি
সমুদ্র তাপশক্তি
সৌরশক্তি
উত্তর : সমুদ্র তাপশক্তি
(২২) সামাজিক পরিবেশের একটি উপাদান হলো -
উদ্ভিদ জগত
প্রাণী জগৎ
মানব ধর্ম
মনুষ্য বসতি
উত্তর : মনুষ্য বসতি
(২৩) বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় -
5th এপ্রিল
3rd জুলাই
5th ডিসেম্বর
5th জুন
উত্তর : 5th জুন
(২৪) কিয়োটো প্রটোকল কোন সালে স্থাপিত হয়েছিল?
2005
1997
2002
1992
উত্তর : 1997
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ