LightBlog
Higher Secondary Environmental Studies Question Paper 2022 WBCHSE
Type Here to Get Search Results !

Higher Secondary Environmental Studies Question Paper 2022 WBCHSE

Higher Secondary

Environmental Studies

Question Paper

2022

Higher Secondary Environmental Studies Question Paper 2022 WBCHSE


1. নীচের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন গুলির উত্তর দাও ঃ

(১) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের মোট সংখ্যা বর্তমানে কত?

(ক) 72

(খ) 39

(গ) 5

(ঘ) 2

উত্তরঃ (ক) 72

 

(২) কত সংখ্যক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ভারতবর্ষে পাওয়া যায়?

(ক) 372

(খ) 51

(গ) 101

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) 372


(৩) ভারতবর্ষের কোন্‌ প্রদেশে 'কেওলাদেও জাতীয় উদ্যান' অবস্থিত?

(ক) মধ্যপ্রদেশ

(খ) রাজস্থান

(গ) উত্তর প্রদেশ

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (খ) রাজস্থান


অথবা

ভারতবর্ষের কোন্‌ রাজ্যে 'পাঁচমারী জৈবমন্ডল সংরক্ষিত এলাকা' অবস্থিত?

(ক) কর্ণাটক

(খ) তামিলনাড়ু

(গ) মধ্য প্রদেশ

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (গ) মধ্য প্রদেশ


(৪) প্রতি বছর কত পরিমাণ আলকাতরা মন্ড (পেট্রোলিয়াম শোধনের উপজাতি) ধোয়ার সমুদ্র উপকূলে জমা হয়?

(ক) 40 টন

(খ) 120 টন

(গ) 80 টন

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (গ) 80 টন


অথবা

কত সংখ্যক প্রজাতির কীটপতঙ্গ ভারতবর্ষে পাওয়া যায়?

(ক) 57000

(খ) 2000

(গ) 1000

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) 57000


(৫) আনুমানিক কত প্রজাতির ফার্ণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়?

(ক) 200

(খ) 180

(গ) 120

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) 200


(৬) মৃত্তিকার জৈব উপাদানের একটি উদাহরণ হল -

(ক) ছত্রাক (ফাংগাস)

(খ) বালি

(গ) জল

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) ছত্রাক (ফাংগাস)


(৭) কোন্‌ সালে কনভেনশন অন বায়োডাইভারসিটি' (সি বি ডি) অনুষ্ঠিত হয়েছিল?

(ক) 1992

(খ) 1980

(গ) 1972

(ঘ) 2002

উত্তরঃ (ক) 1992


অথবা

কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমঘাট অঞ্চলে পাওয়া যায়?

(ক) 1500

(খ) 1000

(গ) 2500

(ঘ) 200

উত্তরঃ (ক) 1500


(৮) 'ভার্মিকম্পোস্ট' হল এক প্রকারের -

(ক) রাসায়নিক কীটনাশক

(খ) সায়ানোব্যাকটেরিয়া

(গ) জৈব সার

(ঘ) সবুজ শৈবাল

উত্তরঃ (গ) জৈব সার


(৯) ভূপৃষ্ঠের উপর ২-৫ সেন্টিমিটার মৃত্তিকার স্তর তৈরী হতে আনুমানিক সময় লাগে -

(ক) 3000 বছর

(খ) 5000 বছর

(গ) 10000 বছর

(ঘ) 200-1000 বছর

উত্তরঃ (ঘ) 200-1000 বছর


(১০) বালি মাটি প্রধানত দেখতে পাওয়া যায় 

(ক) মরুভূমিতে

(খ) পাহাড়ের চূড়ায়

(গ) আগ্নেয়গিরির মুখে

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) মরুভূমিতে


(১১) ফসফোব্যাকটেরিয়াম হল এক প্রকার

(ক) জৈব সার

(খ) অরগানোক্লোরিন

(গ) বিষাক্ত ধাতু

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) জৈব সার


(১২) ডি ডি টি -র মূল কাজ হল -

(ক) পুষ্টির জন্য ফসফরাস সংযুক্তিকরন

(খ) মাটির আর্দ্রতা বজায় রাখা

(গ) কীটনাশক হিসাবে কাজ করা

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (গ) কীটনাশক হিসাবে কাজ করা


(১৩) 2005 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে আনুমানিক

(ক) 140 কোটি

(খ) 100 কোটি

(গ) 200 কোটি

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) 140 কোটি


(১৪) কোন সালে ই ও উইলসন 'জৈববৈচিত্র্য' শব্দটি প্রথম প্রচলন করেছিলেন?

(ক) 1985

(খ) 1995

(গ) 1980

(ঘ) 2000

উত্তরঃ (ক) 1985


অথবা

ভারতবর্ষে 'জৈববৈচিত্র্য আইন' কোন্‌ সালে প্রণয়ন হয়েছিল?

(ক) 2002

(খ) 2005

(গ) 2004

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) 2002


(১৫) কোন্‌ সালে ভারতবর্ষে 'বন্যপ্রাণী সুরক্ষা' প্রণয়ন হয়েছিল?

(ক) 2000

(খ) 1970

(গ) 1972

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (গ) 1972


অথবা

নিম্নলিখিত কোন্‌ দেশটি সবচেয়ে বেশি জৈববৈচিত্র্য সমৃদ্ধ?

(ক) জাপান

(খ) ইরান

(গ) ব্রাজিল

(ঘ) ইরাক

উত্তরঃ (গ) ব্রাজিল


(১৬) ভারতবর্ষের প্রথম জৈবমন্ডল সংরক্ষিত এলাকার নাম হল -

(ক) মানস

(খ) পাঁচমারী

(গ) নীলগিরি

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (গ) নীলগিরি


(১৭) বট (বানিয়ান) গাছের বৈজ্ঞানিক নাম হল -

(ক) ম্যাঙ্গিফেরা ইন্ডিকা

(খ) এ্যালবিজিয়া প্রসেরা

(গ) ফিকাস বেঙ্গালেনসিস

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (গ) ফিকাস বেঙ্গালেনসিস


(১৮) সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হল -

(ক) অর্থনৈতিক, বাস্তুতান্ত্রিক এবং সামাজিক উন্নয়ন

(খ) অর্থনৈতিক বৃদ্ধি, বেসরকারী মুনাফা এবং বাজার প্রসারণ

(গ) মনুষ্য জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং পরিবেশ দূষণ

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ক) অর্থনৈতিক, বাস্তুতান্ত্রিক এবং সামাজিক উন্নয়ন


(১৯) সবুজ সারের ব্যবহারের ফলে সৃষ্টি হয়

(ক) বায়োম্যাগনিফিকেশন (জৈব বিবর্ধন)

(খ) জীববৈচিত্র্যের অবক্ষয়

(গ) বায়োলুমিনিসেন্স

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (ঘ) এদের কোনোটিই নয়


(২০) যে প্রজাতিকে গত 50 বছর নির্দিষ্টভাবে দেখা যায় নি, তাকে বলে

(ক) লুপ্ত

(খ) অতি বিরল

(গ) বিরল

(ঘ) বিপন্ন

উত্তরঃ (ক) লুপ্ত


(২১) ভারতবর্ষের কোন্‌ প্রদেশে 'অগস্থ্যমালাই জৈবমন্ডল সংরক্ষিত এলাকা' অবস্থিত? -

(ক) কেরালা

(খ) মহারাষ্ট্র

(গ) রাজস্থান

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (ঘ) তামিলনাড়ু


(২২) নীচের কোন্‌ গাছটি প্রশান্তিদায়ক ঔষদ তৈরীতে কাজে লাগে?

(ক)ডায়োস্কোরিয়া

(খ) বট (বানিয়ান)

(গ) সর্পগন্ধা

(ঘ) আম

উত্তরঃ  (গ) সর্পগন্ধা


(২৩) কোন্‌ দেশ থেকে 'ল্যান্টানা ক্যামেরা' উদ্ভিদটি ভারতবর্ষে আমদানি করা হয়েছিল?

(ক) মেক্সিকো

(খ) জাপান

(গ) চীন

(ঘ) কানাডা

উত্তরঃ (ক) মেক্সিকো


(২৪) পুনর্নবীকরণযোগ্য সম্পদ-এর একটি উদাহরণ হল -

(ক) প্রাকৃতিক গ্যাস

(খ) লিগনাইট

(গ) জ্বালানি কাঠ

(ঘ) এদের কোনোটিই নয়

উত্তরঃ (গ) জ্বালানি কাঠ

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close