Higher Secondary
Modern Computer Application
Question Paper
2022
1. নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
(১) MS-Excel -এ দুটি বা তার বেশি পাশাপাশি cell কে সংযুক্ত করার জন্য নিচের কোন্ function টি ব্যবহৃত হয়?
(ক) merge
(খ) join
(গ) set
(ঘ) add cell
উত্তরঃ (ক) merge
(২) .edu domain .......... website-কে represent করে।
(ক) educational
(খ) commercial
(গ) economical
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (ক) educational
(৩) একটি workbook -এ by default মোট কয়টি worksheet থাকে?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
উত্তরঃ (গ) 3
(৪) নিম্নলিখিত কোন্টি একটি computer virus?
(ক) Quick Heal
(খ) Trojan Horse
(গ) Norton
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (খ) Trojan Horse
(৫) MS-Excel-এ চতুর্থ Row এবং সপ্তম Column দ্বারা গঠিত cell-এর address কি হবে?
(ক) D7
(খ) 7D
(গ) G4
(ঘ) 4G
উত্তরঃ (গ) G4
অথবা
MS-Excel-এ নিম্নলিখিত কোন্ group-এর সাহায্যে cell border দেওয়া হয়?
(ক) Font
(খ) Style
(গ) Cells
(ঘ) Alignment
উত্তরঃ
(৬) নীচের কোন্ syntax টি সঠিক?
(ক) SUM (A1-A5)
(খ) SUM (A1 $ A5)
(গ) SUM (A1 ; A5)
(ঘ) SUM (A1 : A5)
উত্তরঃ (ঘ) SUM (A1 : A5)
(৭) Databases-এর data dictionary-এর মধ্যে সঞ্চিত তথ্যকে বলা হয়?
(ক) Schema
(খ) Tuple
(গ) Metadata
(ঘ) Record
উত্তরঃ (গ) Metadata
(৮) MS-Excel -এর file extension কোন্টি?
(ক) .xlsx
(খ) .xlx
(গ) .xltx
(ঘ) .mslx
উত্তরঃ (ক) .xlsx
(৯) একটি relation-এর _________ একাধিক থাকতে পারে না।
(ক) Super Key
(খ) Candidate key
(গ) Primary key
(ঘ) Foreign key
উত্তরঃ (গ) Primary key
(১০) Raw facts এবং figuses কে বলা হয়
(ক) Data
(খ) Information
(গ) Snapshot
(ঘ) Tables
উত্তরঃ (ক) Data
(১১) নিম্নলিখিত কোন্টি DBA-এর পূর্ণ রূপ ঃ
(ক) Database Adviser
(খ) Database Admirer
(গ) Data Bank Adviser
(ঘ) Database Administrator
উত্তরঃ (ঘ) Database Administrator
(১২) DBMS-এর relational model-এ কত প্রকারের relationship দেখতে পাওয়া যায়?
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 6
উত্তরঃ (গ) 4
(১৩) নিম্নলিখিত কোন্ tag-টি number list তৈরি করতে ব্যবহৃত হয়?
(ক) <UL>
(খ) <OL>
(গ)<NL>
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) <OL>
অথবা
HTML এ কয়প্রকার heading tag পাওয়া যায়?
(ক) 4
(খ) 6
(গ) 5
(ঘ) 2
উত্তরঃ (খ) 6
(১৪) Data integrity হল -
(ক) data-র non-duplication
(খ) data-র accuracy
(গ) data-র security
(ঘ) কেন্দ্রীভূত data
উত্তরঃ (খ) data-র accuracy
(১৫) একটি paragraph-এর সূচনা বোঝাতে নিম্নলিখিত কোন্ tag টি ব্যবহৃত হয়?
(ক) <TD>
(খ) <br>
(গ) <P>
(ঘ) <TR>
উত্তরঃ (গ) <P>
(১৬) HTML-এ লেখা document পড়তে গেলে computer-এ কোন্টি থাকা আবশ্যিক?
(ক) Internet Explorer
(খ) VI editor
(গ) MS Word
(ঘ) Media player
উত্তরঃ (ক) Internet Explorer
(১৭) নীচের কোন্ topology-র ক্ষেত্রে multipoint line configuration ব্যবহৃত হয়?
(ক) Mesh
(খ) Bus
(গ) Star
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ
অথবা
কোন্ topology-র ক্ষেত্রে point-to-point connection ব্যবহৃত হয়?
(ক) Star
(খ) Ring
(গ) Mesh
(ঘ) এদের সবগুলি
উত্তরঃ (গ) Mesh
(১৮) E-mail -এর পূর্ণ রূপটি কি?
(ক) Electronic letter
(খ) Easy mail
(গ) Electronic mail
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) Electronic mail
(১৯) একটি decimal to binary encoder-এ output কত bit -এর হয়?
(ক) 3
(খ) 4
(গ) 1
(ঘ) 8
উত্তরঃ (খ) 4
(২০) __________ তথ্য পরিবহনে 'start' এবং 'stop' bit প্রয়োজন?
(ক) Parallet
(খ) Synchronous
(গ) Asynchronous
(ঘ) এগুলি সবকটি
উত্তরঃ (গ) Asynchronous
(২১) একটি circult-এর মধ্যে বেশী সমবায়ে যুক্ত বৈদ্যুতিক switchp-এর উদাহরণ হল -
(ক) Logical AND
(খ) Logical NOT
(গ) Logical OR
(ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ
অথবা
Multiplexer তৈরী করতে নিচের কোন্ gate টি প্রয়োজনীয় নয়?
(ক) AND
(খ) OR
(গ) NOT
(ঘ) সবগুলি প্রয়োজন
উত্তরঃ (ঘ) সবগুলি প্রয়োজন
(২২) A এবং B input variables যুক্ত একটি Half-Adder-এ sum expression টি কি হবে?
(ক) AB
(খ) AB + AB
(গ) AB + AB
(ঘ) A + B
উত্তরঃ (গ) AB + AB
(২৩) 2-input বিশিষ্ট XNOR gate-এ দুটি input A ও B হলে তাদের output টি কি হবে?
(ক) AB
(খ) AB + AB
(গ) AB+AB
(ঘ) A+B
উত্তরঃ (খ) AB + AB
(২৪)
উপরিক্ত diagram টিতে F-এর মান কি হবে?
(ক) AB
(খ) AB
(গ) A+B
(ঘ) A+B
উত্তরঃ
অথবা
8 : 1 MUX-এ selection line-এর সংখ্যা হল
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 5
উত্তরঃ (খ) 3
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ