Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ২
Type Here to Get Search Results !

Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ২

নবম শ্রেণী

ইতিহাস

প্রথম ইউনিট টেস্ট

মডেল এক্টিভিটি সেট ২

Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ২
Class 9 History First Unit Test 2023 WBBSE | নবম শ্রেণির ইতিহাস প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য | মডেল অ্যাক্টিবিটি - ২

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 


১.১ ফ্রান্সে বিপ্লব কালে কোন্‌ বংশ রাজত্ব করত? -

(ক) অরেঞ্জ

(খ) বুরবোঁ

(গ) রোমানভ

(ঘ) হ্যাপসবার্গ

উত্তরঃ (খ) বুরবোঁ

১.২ ফ্রান্সের করব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল -

(ক) কপিতাসিয়ঁ

(খ) গ্যাবেল

(গ) অ্যাদ

(ঘ) ভ্যাঁতিয়াম

উত্তরঃ (খ) গ্যাবেল

১.৩ বাস্তিল দূর্গের পতন হয় ১৭৮৯ খ্রিস্টাব্দের -

(ক) ১৪ জুন

(খ) ১৪ মার্চ

(গ) ১৪ জুলাই

(ঘ) ১৪ আগস্ট

উত্তরঃ (গ) ১৪ জুলাই

১.৪ অষ্টম বছরের সংবিধান কার নেতৃত্বে তৈরি হয়? -

(ক) রোপসপিয়ারের

(খ) ড্যান্টনের

(গ) কুইসনের

(ঘ) অ্যাবে সিয়েসের

উত্তরঃ (ঘ) অ্যাবে সিয়েসের

১.৫ 'রিপাবলিক অব ভারচু' - নামে এক গণপ্রজাতন্ত্রী সংবিধান রচিত হয় -

(ক) ষোড়শ লুই-এর আমলে

(খ) রোপসপিয়রের শাসনকালে

(গ) পঞ্চদশ লুই-এর আমলে

(ঘ) জ্যাকোবিন দলের শাসনকালে

উত্তরঃ (ঘ) জ্যাকোবিন দলের শাসনকালে

১.৬ ট্রাফালগারের নৌযুদ্ধ সংগঠিত হয়েছিল -

(ক) ১৭০৫ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর

(খ) ১৮০৫ খ্রিস্টাব্দের ২২ জুলাই

(গ) ১৮০৫ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর

(ঘ) ১৮০৫ খ্রিস্টাব্দের ২৩ জুন

উত্তরঃ (গ) ১৮০৫ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর

১.৭ অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় -

(ক) ইংল্যান্ড ও ফ্রান্স

(খ) ফ্রান্স ও জার্মানি

(গ) ইংল্যান্ড ও জার্মানি

(ঘ) ফ্রান্স ও মিশর

উত্তরঃ (ক) ইংল্যান্ড ও ফ্রান্স

১.৮ প্রেসবার্গের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় -

(ক) ফ্রান্স

(খ) প্রাশিয়া

(গ) ডেনমার্ক

(ঘ) অস্ট্রিয়া

উত্তরঃ (ঘ) অস্ট্রিয়া

১.৯ পোড়ামাটি নীতি প্রমাণ করেছিল -

(ক) ফ্রান্স

(খ) রাশিয়া

(গ) অস্ট্রিয়া

(ঘ) উপরের কোনোটিই নয়

উত্তরঃ (খ) রাশিয়া

১.১০ 'জাতিসমূহের যুদ্ধ' নামে পরিচিত -

(ক) বোরোডিনোর যুদ্ধ

(খ) ওয়াটার লুর যুদ্ধ

(গ) লিপজিগের যুদ্ধ

(ঘ) ট্রাফালগারের নৌযুদ্ধ

উত্তরঃ (গ) লিপজিগের যুদ্ধ


২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঃ


২.১ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও ঃ

বামস্তম্ভ

(ক) আমিই রাষ্ট্র

(খ) প্রজাপতি রাজা

(গ) কাঁদিদ

ডানস্তম্ভ

(অ) পঞ্চদশ লুই

(আ) ভলতেয়ার

(ই) চর্তুদশ লুই

উত্তরঃ (ক) আমিই রাষ্ট্র - (আ) ভলতেয়ার

(খ) প্রজাপতি রাজা - (ই) চর্তুদশ লুই

(গ) কাঁদিদ - (অ) পঞ্চদশ লুই

৩। নীচের প্রশ্নগুলির 2-3 টি বাক্যে উত্তর দাও ঃ


৩.১ ফ্রান্সে তৃতীয় সম্প্রদায় কারা?

উত্তরঃ ফরাসি বিপ্লবের আগে শ্রেণিবিভক্ত ফরাসি সমাজব্যবস্থায় যে তিনটি শ্রেণির অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাঁকুলোৎ বা চালচুলোহীন ভবঘুরে প্রকৃতি।

৩.২ শত দিবসের রাজত্ব কী?

উত্তরঃ ১৮১৫ খ্রিঃ -এর শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাঁকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি ২০ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত মোট ১০০ দিন রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্ব নামে পরিচিত।

৩.৩ অঁসিয়া রেজিম কী?

উত্তরঃ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা 'অঁসিয়া রেজিম' বা পুরাতনতন্ত্র নামে পরিচিত।

৩.৪ পোড়ামাটি নীতি কি?

উত্তরঃ ফরাস সম্রাট নেপোলিয়ন ১৮১২ খ্রিঃ রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধে এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র ষর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে, পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত।

৩.৫ টিলসিটের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১৮০৭ খ্রিঃ ফ্রান্স ও রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close