Higher Secondary Geography Suggestion 2023
শিল্প
৩৮। কাঁচামালের
অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? (২০১৬, ২০১৯) +৩
উত্তরঃ লৌহ ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও
জাপান লৌহ ইস্পাত শিল্পে যথেষ্ট উন্নতি করেছে। কারন-
১. উন্নত বন্দরঃ জাপান চারিদিক
থেকে বন্দর দ্বারা বেষ্টিত। যার ফলে
খুবই অল্প খরচে অন্যান্য দেশ থেকে দ্রব্য আমদানি
করতে ও অন্য দেশে উৎপাদিত দ্রব্য রপ্তানি করতে কো নো অসুবিধা হয় না।
২.
উন্নত প্রযুক্তিঃ জাপান দেশটি
প্রযুক্তিতে যথেষ্ট উন্নত, যার জন্য বিভিন্ন আমদানি করা কাঁচামালের সাহায্যে
উন্নত মানের লৌহ ইস্পাত প্রস্তুত করে।
৩.
স্ক্র্যাপ লোহাঃ জাপান বিভিন্ন দেশ
থেকে অনেক স্ক্র্যাপ লোহার আমদানি করে, এছাড়া জাপানের বিভিন্ন অঞ্চলেও
স্ক্র্যাপ লোহার সন্ধান মেলে, যা দিয়ে উন্নত মানের লৌহ ইস্পাত
তৈরি করা হয়।
৪.
চাহিদা ও বাজারঃ জাপানে উৎপাদিত লৌহ ইস্পাতের বাজার স্থানীয়
বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারেও
সমৃদ্ধ। ফলে উৎপাদিত দ্রব্য
রপ্তানি করতে কোনো অসুবিধা হয় না।
এছাড়া উন্নত পরিবহণ, সুলভ শ্রমিক, জলের জোগান, বিদ্যুতের সরবরাহ প্রভৃতি জাপানে লৌহ শিল্পের সমৃদ্ধের কারন।