Higher Secondary Geography Suggestion 2023
শিল্প
৩৯। ভারতে তৈরি পোশাক শিল্পের উন্নতির কারন লেখ। (২০১৮) +৪
বা
ভারতের রেডিমেট পোশাক শিল্প সম্পর্কে লেখ। (২০১৬) +৩
উত্তরঃ ভারতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পোশাক বা বস্ত্রের চাহিদাও
বাড়ছে। ভারতে পোশাক শিল্প গড়ে ওঠার অন্যতম
কারন গুলি হল-
১.
জলবায়ুঃ জলবায়ুর
উপর পোশাক পরিচ্ছদ অনেকটাই নির্ভর করে। যেমন- উষ্ণ জলবায়ুর অঞ্চলের লোকজন হালকা পোশাক পড়তে পছন্দ করে, তার জন্য সেখানে সুতিবস্ত্রের উৎপাদন কেন্দ্র ও সুতিবস্ত্র বেশি বিক্রি হয়। অপরদিকে শীতল অঞ্চলের মানুষ পশমের বস্ত্র
পড়তে বেশি ভালবাসে, সেই জন্য সেখানে বেশি পশমের বস্ত্র বিক্রি
হয়।
২.
কাঁচামালঃ বস্ত্র
প্রস্তুতও স্থানীয় জায়গার জলবায়ুর উপরেই নির্ভর করে। উষ্ণ আদ্র জলবায়ুর লোকজন হালকা পোশাক পড়তে
পছন্দ করে বলে এখানে পাট বা তন্তু থেকে যে সুতো বের হয় তা দিয়ে বস্ত্র প্রস্তুত করা
হয়,
বা রেশম তুলো দিয়ে বস্ত্র তৈরি করা হয়। অন্যদিকে শীতপ্রধান অঞ্চলে পশমের পোশাকের
চাহিদা বেশি থাকায় সেগুলি প্রাণীদের লোম, বা পশম থেকে তৈরি হয়।
৩.সামাজিক ও সাংস্কৃতিক কারনঃ সামাজিক
ও সাংস্কৃতিক প্রভাব অনেকটাই পোশাকের উপর পড়ে। যার জন্য পাঞ্জাব রাজ্যে চুড়িদার, পাঞ্জাবী এর প্রচলনের জন্য সেখানে পাঞ্জাবী, চুড়িদার
বেশি বিক্রি হয়। অপরদিকে
শীতপ্রধান অঞ্চল যেমন- কাশ্মীরে পশমের তৈরি বস্ত্র বেশি বিক্রি হওয়ায়
সেখানে পশমের বস্ত্র শিল্পের বিকাশ ঘটেছে।
এছাড়া মূল্যবোধ, পছন্দ ইচ্ছা, ছাহিদা ও বাজারের উপর ও বস্ত্র শিল্পের উন্নতি নির্ভর করে।