Higher Secondary Geography Suggestion 2023
১৮.
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। (২০১৫)
+৪
বিষয় |
ঘূর্ণ বাত |
প্রতীপ ঘূর্ণ বাত |
কেন্দ্রের চাপ |
ঘূর্ণ বাতে কেন্দ্রে চাপ কম থাকে। |
প্রতিপ ঘূর্ণ বাতে কেন্দ্রে চাপ বেশি থাকে। |
বায়ুর দিক |
উত্তর গোলার্ধে বামদিকে এবং দক্ষিণ দিকে
ডানদিকে বেঁকে প্রবাহিত হয়। |
উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ দিকে
বামদিকে বেঁকে প্রবাহিত হয়। |
বায়ুর গতিবেগ |
ঘূর্ণ বাতের বায়ুর গতিবেগ প্রতীপ ঘূর্ণ
বাত অপেক্ষা বেশি হয়। |
প্রতীপ ঘূর্ণ বাতে বায়ুর গতিবেগ কম হয়। |
বৃষ্টিপাত |
প্রচুর বৃষ্টি হয়। |
বৃষ্টি হয় না। |
মেঘাচ্ছন্নতা |
আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে। |
আকাশে মেঘ থাকে না, সম্পূর্ণ পরিষ্কার থাকে। |