LightBlog
ওজোন গহ্বর সৃষ্টির কারন গুলি লেখ।/ ওজোন স্তর ক্ষয়ের কারন গুলো লেখো। HS Geography Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

ওজোন গহ্বর সৃষ্টির কারন গুলি লেখ।/ ওজোন স্তর ক্ষয়ের কারন গুলো লেখো। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


১৯. ওজোন গহ্বর সৃষ্টির কারন গুলি লেখ +

বা

 ওজোন স্তর ক্ষয়ের কারন গুলো লেখো

উত্তরঃ আধুনিকতা, নতুন বিজ্ঞান ও প্রযুক্তির জন্য পরিবেশ ক্রমেই দূষিত হচ্ছে যার জন্য সৃষ্টি হচ্ছে ওজোন গহ্বর ওজোন গহ্বর সৃষ্টির কারন গুলি হল-

প্রাকৃতিক কারনঃ

. অতি বেগুনি রশ্মির কারনঃ ওজোন স্তরে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে ও জোন গহ্বর সৃষ্টি হয়

           O3+ অতি বেগুনী রশ্মি = O2+O

           O3+O = 2O2

. আণবিক ক্লোরিন এর উপস্থিতিতে : দক্ষিণ মেরুর stratosphere এ আণবিক ক্লোরিন অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বিয়োজিত হয়ে পারমাণবিক ক্লোরিনে পরিণত হয়

             Cl2+ অতি বেগুনি রশ্মি =2cl

             Cl+O3 = clo+O2

মানবিক কারনঃ

. সালফেট কনার উপস্থিতিঃ শিল্পাঞ্চলের চিমনি থেকে নির্গত সালফেট কণা ও জোন অনুকে বিয়োজিত করে অক্সিজেন অনু ও পরমাণুতে পরিণত করে

.CFC এর নির্গমনঃ রেফ্রিজারেটার, AC বিমানের প্রোপেলারে CFC ব্যাবহিত হয়, যা ক্লোরিন পরমাণুতে বিয়োজিত হয় ও ক্লোরিন পরমাণু ওজোন স্তরের ক্ষতি করে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close