LightBlog
দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারনগুলি লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারনগুলি লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


কৃষি প্রণালি

৩১। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারনগুলি লেখ (২০১৯, ২০১৬) +

উত্তরঃ ভারতের দক্ষিণে সাধারণত তামিলনাড়ু (নীলগিরি, মাদুরাই, তিরুনেরভেলি), কর্ণাটক (কোদাগু,মাইসর, হাসান), ও কেরালায় (ইদুক্কি, ওয়ানর) সব থেকে বেশি কফি চাষ হয় মূলত এই সব অঞ্চলে কফি চাষে এত উন্নতির কারন গুলি হল নিম্নরুপ -

. জলবায়ুঃ কফি চাষের জন্য সাধারণত ২০-৩০ ডিগ্রী উষ্ণতা ও ১০০-২০০ সেমি বৃষ্টিপাত বা তার থেকে বেশি কফি চাষের জন্য উপযুক্ত, যা দক্ষিণ ভারতের ঐ সমস্ত অঞ্চলে দেখা যায়

. মাটিঃ কফি চাষ সাধারণত লাভা যুক্ত উর্বর মাটিতে কফি চাষ হয় এছাড়া হিউ মাস ও পটাশ যুক্ত অম্ল ধর্মী মাটিতেও কফি চাষ ভাল হয় দক্ষিণ ভারতের মাটিতে লোহা ও বনজ সমৃদ্ধ হওয়ায় এই মাটিতে কফি চাষ ভালো হয়

. ভূমির উচ্চতাঃ যে মাটিতে জল জমে না যে মাটিতে জল নিকাশির সুবন্দোবস্ত আছে সেই মাটিতে কফি চাষ ভালো হয় এই জন্য দক্ষিণ ভারতের উচ্চ ভূমিতে কফি চাষ ভালো হয়

. ভূপ্রকৃতিঃ ঢালু ও পাহাড়ি জমিতে কফি চাষ সব থেকে ভালো হয়, বিশেষত ৪০০-১৬০০ মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয় এই জন্য দক্ষিণ ভারতের উচ্চ ভূমিতে কফি চাষ সব থেকে ভালো হয়


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close