Higher Secondary Geography Suggestion 2023
কৃষি প্রণালি
৩১। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারনগুলি লেখ। (২০১৯,
২০১৬) +৪
উত্তরঃ ভারতের দক্ষিণে সাধারণত তামিলনাড়ু (নীলগিরি, মাদুরাই, তিরুনেরভেলি),
কর্ণাটক (কোদাগু,মাইসর,
হাসান), ও কেরালায় (ইদুক্কি,
ওয়ানর) সব থেকে বেশি কফি চাষ হয়। মূলত এই সব অঞ্চলে কফি চাষে এত উন্নতির কারন
গুলি হল নিম্নরুপ -
১. জলবায়ুঃ কফি চাষের জন্য সাধারণত ২০-৩০ ডিগ্রী উষ্ণতা ও ১০০-২০০ সেমি বৃষ্টিপাত বা তার থেকে
বেশি কফি চাষের জন্য উপযুক্ত, যা দক্ষিণ ভারতের ঐ সমস্ত অঞ্চলে
দেখা যায়।
২. মাটিঃ কফি চাষ সাধারণত
লাভা যুক্ত উর্বর মাটিতে কফি চাষ হয়। এছাড়া হিউ
মাস ও পটাশ যুক্ত অম্ল ধর্মী মাটিতেও কফি চাষ ভাল হয়। দক্ষিণ ভারতের মাটিতে লোহা ও বনজ সমৃদ্ধ হওয়ায়
এই মাটিতে কফি চাষ ভালো হয়।
৩. ভূমির উচ্চতাঃ যে মাটিতে
জল জমে না। যে মাটিতে
জল নিকাশির সুবন্দোবস্ত আছে সেই মাটিতে কফি চাষ ভালো হয়। এই জন্য দক্ষিণ ভারতের উচ্চ ভূমিতে কফি চাষ
ভালো হয়।
৪. ভূপ্রকৃতিঃ ঢালু ও পাহাড়ি জমিতে কফি চাষ সব থেকে ভালো হয়, বিশেষত ৪০০-১৬০০ মিটার উচ্চতায় কফি চাষ ভালো হয়। এই জন্য দক্ষিণ ভারতের উচ্চ ভূমিতে কফি চাষ সব থেকে ভালো হয়।
Education sajsan
উত্তরমুছুনSir 4 ta point hole 5 mark na diye bal dibe school a
উত্তরমুছুনSir 4 ta point hole 5 mark na diye bal dibe school a
উত্তরমুছুন