ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


কৃষি প্রণালি


৩২। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখ (২০১৮) +

উত্তরঃ ১৯৬০ সালের দিকে কৃষিকাজে যে উন্নতি ঘটেছে তাকে সবুজ বিপ্লব বলে ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সুদূরপ্রসারী ভারতীয় কৃষিকাজে সবুজ বিপ্লবের সুফল ও কুফল উভয়ই দেখতে পাওয়া যায়

. সুফলঃ

. খাদ্যাভাবের সমাধানঃ স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ ও পাকিস্থান থেকে প্রচুর লোক এদেশে চলে আসে, ফলে ভারতে জনসংখ্যা বৃদ্ধি পায় ও সেই সাথে খাদ্যের অভাব দেখা দিতে থাকে কিন্তু সবুজ বিপ্লবের ফলে প্রচুর ফসল ফলতে থাকে, যার ফলে খাদ্যাভাব দূর হয়

. শিল্পের বিকাশঃ সবুজ বিপ্লবের ফলে কৃষির উপর নির্ভরশীল শিল্প স্থান গুলির বিকাশ ঘটে

 

. কুফলঃ

. আঞ্চলিক বৈষম্যঃ সবুজ বিপ্লব শুধু মাত্র ভারতের কয়েকটি রাজ্যেরই উন্নতি ঘটাতে পেরেছিল সবুজ বিপ্লবের সুফল সমগ্র ভারত পায়নি, যার প্রভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে আঞ্চলিক বৈষম্য দেখা যায়

. পরিবেশের উপর কুপ্রভাবঃ সবুজ বিপ্লবের জন্য উন্নত মানের সার, রাসায়নিক কীটনাশক ব্যাবহার করতে হয়েছে, যেগুলি মাটির সাথে মিশে মাটিকে দূষিত করেছে তথা পরিবেশ দূষিত করেছে


2 মন্তব্যসমূহ

  1. শস্য সমন্বয় কাকে বলে

    উত্তরমুছুন
  2. ক্লাস ১২ ভূগোল পরীক্ষা ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন