নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন্‌ কোন্‌ পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করোঃ HS Philosophy Suggestion 2023 WBCHSE

Higher Secondary Philosophy Suggestion 2023

HS Philosophy Suggestion 2023 WBCHSE

(গ) নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের কোন্কোন্পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করোঃ-

    () দলত্যাগীরা বিশ্বাস ঘাতক

    () সৈন্যরা শান্তিবাদী নয়

    () সবুজ কমলা লেবু সাধারনত টক হয়

    () সব আম মিষ্টি না

 উত্তরঃ

() দলত্যাগীরা বিশ্বাস ঘাতক

তর্কবাক্যঃ সকল দলত্যাগী হয় বিশ্বাস ঘাতক (A)

ব্যাপ্যঃ উদ্দেশ্য পদ (দলত্যাগী)

অব্যাপ্যঃ বিধেয় পদ (বিশ্বাস ঘাতক)


() সৈন্যরা শান্তিবাদী নয়

তর্কবাক্যঃ কোনো সৈন্য নয় শান্তিবাদী (E)

ব্যাপ্যঃ উদ্দেশ্যপদ (সৈন্য) বিধেয়পদ (শান্তিবাদী)

অব্যাপ্যঃ নেই


() সবুজ কমলালেবু সাধারনত টক হয়

তর্কব্যক্যঃ কোনো কোনো কমলালেবু হয় টক (I)

ব্যাপ্যঃ নেই

অব্যাপ্যঃ উদ্দেশ্যপদ (কমলালেবু) বিধেয়পদ ( টক)


() সব আম মিষ্টি না

তর্কবাক্যঃ কোনো কোনো আম নয় মিষ্টি (O)

ব্যাপ্যঃ বিধেয়পদ (মিষ্টি)

অব্যাপ্যঃ উদ্দেশ্যপদ (আম)

বিঃদ্রঃ এগুলি কোনো সাজেশন হয় না তাই আরো প্রাক্টিস করতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন