Higher Secondary Philosophy Suggestion 2023
তাপ যত অধিক হয় বরফ তত তাড়াতাড়ি গলে। - যুক্তিটির ক্ষেত্রে মিলের কোন্ পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো।
চিহ্নিতকরন, সংজ্ঞা, আকার, সুবিধা (২টি), অসুবিধা (২টি)
উত্তরঃ তাপ যত অধিক হয় বরফ তত তাড়াতাড়ি গলে। - এখানে কারনের হ্রাস-বৃদ্ধির সঙ্গে কার্যেরও হ্রাস-বৃদ্ধি ঘটেছে, তাই এটি মিলের সহ পরবর্তন পদ্ধতি।
মিল সহ পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করেছেন
– কোনো ঘটনার বিশেষভাবে হ্রাস-বৃদ্ধি ঘটলে সঙ্গে সঙ্গে যদি আর একটি ঘটনারও ওই একই ভাবে নিয়মিত হ্রাস-বৃদ্ধি ঘটতে থাকে তাহলে বুঝতে হবে যে, ওই দুটি ঘটনার মধ্যে কোনো-না-কোনো আকারের কার্য-কারন সম্পর্ক আছে।
বাস্তব উদাহরনঃ বাস্তব উদাহরন হিসাবে উপরের উদাহরনটি উল্লেখ করা যেতে পারে –
তাপ তত অধিক হয় বরফ তত তাড়াতাড়ি গলে।
সাংকেতিক উদাহরনঃ নিচে একটি সাংকেতিক উদাহরণের মাধ্যমে মিলের সহ পরিবর্তনকে ব্যাখ্যা করা যায়-
কারন A1BC A2BC A3BC | কার্য a1bc a2bc a3bc |
অতএব, A হল a এর কারন।
সহ পরিবর্তন পদ্ধতির সুবিধাঃ সহ পরিবর্তন পদ্ধতির প্রধান সুবিধা দুটি হল –
প্রথমত, প্রকৃতির একরূপতানীতি সংক্রান্ত যে কোনো বিষয়ের কার্য কারন সম্পর্ক নির্নয়ের
ক্ষেত্রে সহ পরিবর্তন পদ্ধতি একমাত্র ভরসা।
দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আবিষ্কার ও সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যান্য পদ্ধতির কার্য-কারন নির্নয়ের জন্য এই পদ্ধতির বিশেষ প্রভাব আছে।
সহ পরিবর্তন পদ্ধতির অসুবিধাঃ সহ পরিবর্তন পদ্ধতির প্রধান অসুবিধা গুলি হল –
প্রথমত, যে সব ঘটনার হ্রাস-বৃদ্ধি লক্ষ করা যায়, শুধুমাত্র সেগুলির ক্ষেত্রেই এই পদ্ধতি প্রয়োগ করা সম্ভব।
দ্বিতীয়ত, এই পদ্ধতি প্রয়োগ করলে অনেক সময় ‘একই কারণের সহ-কার্য দোষ’ দেখা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ