মৃত্তিকা গঠনে প্রভাব বিস্তার কারী কারণ গুলি আলোচনা করো।/ মৃত্তিকার গঠনের নিয়ন্ত্রক গুলি লেখো।/ মাটি গঠনে আদি শিলা ও জলবায়ুর ভূমিকা লেখো। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


মৃত্তিকা

মৃত্তিকা গঠনে প্রভাব বিস্তার কারী কারণ গুলি আলোচনা করো

বা

মৃত্তিকার গঠনের নিয়ন্ত্রক গুলি লেখো

বা

 মাটি গঠনে আদি শিলা জলবায়ুর ভূমিকা লেখো (২০১৯) +

 

 উত্তরঃ মাটি সৃষ্টি খুবই জটিল প্রক্রিয়া বিভিন্ন উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই মাটি সৃষ্টি হয় মাটি গঠনের প্রধান চারটি উপাদান হলজলবায়ু ,জীব গোষ্ঠী, আদি শিলা, ভূপ্রকৃতি ও সময়

. প্রত্যক্ষ বা সক্রিয় উপাদানঃ জলবায়ু ও জীবজগৎ হল মাটি সৃষ্টির প্রত্যক্ষ বা সক্রিয় উপাদান

A.জলবায়ুঃ জলবায়ুর মধ্যে উষ্ণতা ও বৃষ্টিপাত প্রধান ভূমিকা পালন করে যেমন

উষ্ণতাঃ. উষ্ণতা বৃদ্ধি পেলে আবহবিকার এর  মাত্রা ও বেড়ে যায় ফলে মাটির গভীরতা বেড়ে যায়

. উষ্ণতা মাটির বিভিন্ন উপাদানের মাত্রার উপর প্রভাব পরে, যেমন অধিক উষ্ণতাই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়

বৃষ্টিপাতঃ. অধিক বৃষ্টিপাত হলে মাটির উপরের স্তর থেকে বিভিন্ন পদার্থ ধৌত প্রক্রিয়ায় অনেক নীচে পর্যন্ত যেতে পারে ফলে মাটির গভীরতা বাড়ে

. বৃষ্টিপাতের জন্যই অধিক বৃষ্টিপাত যেখানে হয় সেই অঞ্চলের মাটি অম্ল ধরণের হয় ও কম বৃষ্টি যেখানে হয় সেখান কার মাটি ক্ষার ধর্মী হয়

 

B.জীবজগৎঃ জীবজগৎ এর মধ্যে উদ্ভিদ ও প্রাণীর প্রভাবই প্রধান

উদ্ভিদের প্রভাবঃ ১. তৃণযুক্ত অঞ্চলে মাটিতে জৈব পদার্থ বেশী থাকাই মাটি অল্প ক্ষারকীয় হয় 

. মৃত উদ্ভিদের ডাল পাতা মাটিতে পড়ে পচে তবে মাটিতে হিউমাসের মাত্রা বেড়ে যায়

প্রাণী জগতের প্রভাবঃ মাটির মধ্যে বসবাস কারী উইপোকা, পিঁপড়ে, কেঁচো প্রভৃতি মাটিকে আলগা করে মাটির মধ্যে বায়ু চলাচলে সাহায্য় করে মৃত প্রাণীর গলিত দেহ মাটির উর্বরতা বৃদ্ধি করে

 

. পরোক্ষ বা নিষ্ক্রিয় উপাদানঃ আদি শিলা, ভূ প্রকৃতি ও সময় হল মাটি সৃষ্টির পরোক্ষ বা নিষ্ক্রিয় উপাদান

আদি শিলাঃ যে মূল শিলা থেকে মাটি সৃষ্টি হয়, সেই শিলা কেই আদি শিলা বলে আদি শিলা মাটি সৃষ্টিতে বিভিন্ন ভাবে প্রভাব ফেলে যেমন

       . বেলে মাটি সৃষ্টি হয় গ্রানাইট ও রায়োলাইট শিলা থেকে, ফলে এই মাটি আম্লিক ও বালির ভাগ বেশী থাকে

       . আদি শিলায় এর পরিমাণ বেশী থাকলে ধূসর রঙের মাটি হয়, মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে মাটি লাল রঙের হয়

      . আদি শিলায় যদি চুনের পরিমাণ বেশী থাকে তবে মাটি সুদৃঢ় হয়

 

ভূ প্রকৃতির প্রভাবঃ ভূমির উচ্চতা, ঢাল প্রভৃতি মাটি তৈরি তে প্রভাব ফেলে যেমন -

. পাহাড়ি অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ায় মাটির ক্ষয় বেশি হয় ফলে মাটির গভীরতা কম হয়

. সমভূমি অঞ্চলে মাটির ঢাল কম হওয়ায় এখানে মাটির গভীরতা বেশি হয়

 

সময়ের প্রভাবঃ মাটি সঠিক ভাবে তৈরি হতে কয়েক বছর সময় লাগে মাটি গঠনে সময় বিভিন্ন ভাবে প্রভাব ফেলে যেমন-

. অনেক বা দীর্ঘ সময় ধরে মাটির গঠন প্রক্রিয়া চল লে মাটির স্তর  সুগঠিত হয়

. আদি শিলার প্রকৃতির উপর মাটি সৃষ্টির সময় নির্ভর করে যেমন- নাইস শিলা থেকে যদি মাটি গঠিত হয় তবে দীর্ঘ দিন সময় লাগে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন