LightBlog
জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখ। / জীব বৈচিত্র্যের ধ্বংসের কারন লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখ। / জীব বৈচিত্র্যের ধ্বংসের কারন লেখ। HS Geography Suggestion 2023 WBCHSE

Higher Secondary Geography Suggestion 2023


জীববৈচিত্র্য

২৫. জীব বৈচিত্র্যের ধ্বংসের কারন লেখ। +

বা

 জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখ। (২০১৬) +

উত্তরঃ জীব বৈচিত্র্য সাধারনত দুটি কারনে ধ্বংস হয় যথাপ্রাকৃতিক কারন ও মানসিক কারন

প্রাকৃতিক কারনঃ

. জলবায়ু পরিবর্তনঃ পৃথিবীর জল বায়ু ক্রমশ পরিবর্তন হচ্ছে, ফলে জীব জগতের সব প্রাণী সেই জল বায়ুর সাথে মানিয়ে নিতে না পারায় তারা ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে  যাচ্ছে

. ভূসংস্থানগত কারনঃ বিভিন্ন ভূ সংস্থান গত কারন যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি প্রভৃতির কারনে স্থল ভাগে ও জল ভাগে প্রচুর পরিবর্তন আসে,তার সাথে জীবপ্রজাতি মানিয়ে নিতে না পেরে পরিবেশ থেকে হারিয়ে যায় আবার অনেক সময় ঐ সমস্ত ভূসংস্থান গত ঘটনা ঘটার সময়ই প্রচুর উদ্ভিদ ও প্রাণী মারা যায়

 মনুষ্য সৃষ্ট কারনঃ

       . অতিরিক্ত দূষণের মাত্রাঃ মানুষের  অসেচনতার কারনেই পরিবেশে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে আর এই অতিরিক্ত দূষণের ফলে ও জোন স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে, যার প্রভাবে পৃথিবীতে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যার সাথে জীব প্রজাতির সমস্ত জীব তাল মিলিয়ে চলতে পারছে না, ফলে তারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে

      . অতিরিক্ত চোরা শিকারঃ মানুষের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোভ জীব প্রজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মানুষরা বিভিন্ন মূল্যবান গাছ বিশেষত ওষুধি গাছ  যেমন বে আইনি ভাবে কাটছে তার ফলে ঐ সমস্ত  গাছ ভবিষ্যতে হারিয়ে যাবে


একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close