Higher Secondary Philosophy Suggestion 2023
(ক) নিরপেক্ষ বচনের গুন ও পরিমাপ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেনীবিভাগ করো।
উত্তরঃ
একটি নিরপেক্ষ
বচনে
উদ্দেশ্য
ও বিধেয়ের
সম্পর্ক
স্বীকৃতিমূলক
হতে
পারে
আবার
অস্বীকৃতিমূলক
হতে
পারে।
নিরপেক্ষ
বচনের
এই ইতিবাচক
ও নেতিবাচক
সম্পর্ককেই
বচনের
গুন
বলা
হয়।
একটি বচনের
উদ্দেশ্য
পদের
বিষয়টি
একটি
শ্রেণি
বা জাতির
সার্বিক
হতে
পারে
আবার
আংশিকও
হতে
পারে।
উদ্দেশ্য
পদের
এই সার্বিক
বা আংশিক
পরিসংখ্যাকে
বচনের
পরিমান
বলা
হয়।
নিরপেক্ষ বচনের শ্রেনীবিভাগ
পরিমান অনুসারে বচনের শ্রেণি
বিভাগঃ
পরিমানের দিক থেকে নিরপেক্ষ বচন দুই প্রকার। যথা
– সামান্য ও বিশেষ বচন।
যে নিরপেক্ষ
বচনে
বিধেয়
পদকে
উদ্দেশ্য
পদের
দ্বারা
সার্বিক
জাতিকে
বোঝানো
হয় তাকে
সামান্য
বচন
বলে।
যথা - সকল
মানুষ
হয় মরনশীল।
এখনে ‘মানুষ’ পদটির
দ্বারা
সমগ্র
জাতিকে
বোঝানো
হয়েছে।
যে নিরপেক্ষ
বচনে
বিধেয়
পদকে
উদ্দেশ্য
পদের
দ্বারা
আংশিক
জাতিকে
বোঝানো
হয় তাকে
বিশেষ
বচন
বলে।
যথা – কোনো
কোনো
মানুষ
হয় সফল
ব্যাক্তি।
এখানে ‘মানুষ’ পদটির
দ্বারা ‘সফল
ব্যাক্তি’র আংশিক
অংশকে
বোঝানো
হয়েছে।
গুণ অনুসারে বচনের শ্রেণি
বিভাগঃ
গুনের দিক থেকে নিরপেক্ষ বচনকে দুই ভাগে ভাগ করা যায়। যথা –
স্বদর্থক
ও নঞর্থক
বচন।
যে নিরপেক্ষ
বচনে
উদ্দেশ্য
ও বিধেয়
পদের
মধ্যে
একটি
ইতিবাচক
সম্পর্ক
থাকে
তাকে
সদর্থক
বচন
বলে।
যথা – সকল
মানুষ
হয় বুদ্ধিমান
প্রাণী।
এখানে ‘মানুষ’ ও ‘বুদ্ধিমান
প্রাণী’ পদ দুটির
মধ্যে
একটি
স্বদর্থক
বা ইতিবাচক
সম্পর্ক
আছে।
যে নিরপেক্ষ
বচনে
উদ্দেশ্য
ও বিধেয়
পদের
মধ্যে
একটি
নেতিবাচক
সম্পর্ক
থাকে
তাকে
নঞর্থক
বচন
বলে।
যথা – কোনো
মানুষ
নয় চতুষ্পদী।
এখানে ‘মানুষ’ ও ‘চতুষ্পদী’ পদ দুটির
মধ্যে
একটি
নেতিবাচক
সম্পর্ক
আছে।
গুণ ও পরিমান অনুসারে বচনের শ্রেণী বিভাগঃ
গুণ ও পরিমান
সংযুক্ত
ভাবে
বচন
চার
প্রকার।
যথা – সামান্য
সদর্থক, সামান্য
নঞর্থক, বিশেষ
সদর্থক
ও বিশেষ
নঞর্থক।
যে নিরপেক্ষ
বচনে
বিধেয়
পদকে
উদ্দেশ্য
পদের
দ্বারা
সার্বিক
জাতিকে
স্বীকার
করা
হয় তাকে
সামান্য
সদর্থক
বচন
বলে।
যথা – সকল
ফুল
হয় সুন্দর।
যে নিরপেক্ষ
বচনে
বিধেয়
পদকে
উদ্দেশ্য
পদের
দ্বারা
সার্বিক
জাতিকে
অস্বীকার
করা
হয় তাকে
সামান্য
নঞর্থক
বচন
বলে।
যথা – কোনো
ফুল
নয় সবুজ।
যে নিরপেক্ষ
বচনে
বিধেয়
পদকে
উদ্দেশ্য
পদের
দ্বারা
আংশিক
জাতিকে
স্বীকার
করা
হয় তাকে
বিশেষ
সদর্থক
বচন
বলে।
যথা – কোনো
কোনো
ফুল
হয় সাদা।