LightBlog
"...ঐ সবুজের ভীষণ দরকার।"--- তাৎপর্য বিশ্লেষণ কর। HS Bengali Suggestion 2023 WBCHSE
Type Here to Get Search Results !

"...ঐ সবুজের ভীষণ দরকার।"--- তাৎপর্য বিশ্লেষণ কর। HS Bengali Suggestion 2023 WBCHSE

Higher Secondary Bengali Suggestion 2023

HS Bengali Suggestion 2023 WBCHSE

 কবিতাঃ- আমি দেখি


প্রশ্নঃ- "...ঐ সবুজের ভীষণ দরকার।"--- তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তরঃ- আধুনিক কংক্রিটের রাক্ষুসে থাবায় ও নগরায়ণের বিষ্ফোরণে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে সবুজের ঘনঘটা। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত "আমি দেখি" কবিতায় কবি গাছকে মানবজীবনে সবুজের আবশ্যিকতার প্রতীক হিসাবে ব্যবহার করেছেন।কবি নিজেই তাঁর ব্যক্তিগত জীবনে আনতে চেয়েছেন সবুজের অভিযান।যান্ত্রিকতার ধূলিধূসর আলোর রোশনাইতে প্রকৃতির সান্নিধ্য থেকে ক্রমশ দূরে পলায়ন করছে মানবসভ্যতার প্রতিটি রোমকূপ। এই নাগরিক জীবনের মলিন পর্দাকে ঢাকার জন্য তার প্রয়োজন সবুজ গাছ। এই সবুজের অভিযানই শুষে নিতে পারে নাগরিক জীবনের যাবতীয় অসুখকে।

     কবির এই অনবদ্য কবিতার বিষয়বস্তু প্রকৃতপক্ষে বৃক্ষ ও সবুজের বন্দনা। নগরজীবনের কর্মময়তা কবিকে বহুদিন সবুজের সান্নিধ্যে আসতে দেয়নি। কবির মন ও শরীর তাই স্বাভাবিকভাবেই সবুজের জন্য উদগ্রীব। তাই গাছ তুলে এনে বাগানে বসানোর কথা কবিতায় তিনি বলেছেন। প্রকৃতপক্ষে নাগরিক জীবনের ক্লান্তি থেকে বাঁচার জন্য প্রকৃতির সান্নিধ্যে আসা কবির অভ্যাসকিন্তু বহুদিন না আসার জন্য এখন তিনি তার আবশ্যিকতা অনুভব করছে রন্ধ্রে রন্ধ্রে। অনেকদিন জঙ্গলে না যাওয়ার বেদনা অসুখের মত দংশন করছে তাঁকে। শহরের সবুজের অনটন কবিকে সবুজের অন্বেষক করে তুলেছে। নাগরিক যান্ত্রিকতার অসুখ হা করে সবুজ গেলেতাই ওই অসুখের ওষুধ হিসাবে ওই সবুজের ভীষণ দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close