LightBlog
Class 8 Science Model Activity Compilation / Class 8 Model Activity Task Part 8 Science Marks 50
Type Here to Get Search Results !

Class 8 Science Model Activity Compilation / Class 8 Model Activity Task Part 8 Science Marks 50

পরিবেশ ও বিজ্ঞান

অষ্টম শ্রেণি

পূর্ণমান - ৫০


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ চাপের SI একক হলো -

(ক) নিউটন

(খ) নিউটন বর্গমিটার

(গ) নিউটন / বর্গমিটার

(ঘ) নিউটন / বর্গমিটার

উত্তরঃ (গ) নিউটন / বর্গমিটার

(ঘ) নিউটন / বর্গমিটার


১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের - 

(ক) ভর সমান

(খ) প্রোটনসংখ্যা সমান

(গ) নিউট্রনসংখ্যা সমান

(ঘ) ভরসংখ্যা সমান

উত্তরঃ (ঘ) ভরসংখ্যা সমান


১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো -

(ক) মাইটোকনড্রিয়া

(খ) রাইবোজোম

(গ) নিউক্লিয়াস

(ঘ) লাইসোজোম

উত্তরঃ (ঘ) লাইসোজোম


১.৪ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলো -

(ক) সোডিয়াম ক্লোরাইড

(খ) অ্যামোনিয়াম সালফেট

(গ) গ্লুকোজ

(ঘ) অ্যাসেটিক অ্যাসিড

উত্তরঃ (গ) গ্লুকোজ


১.৫ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো -

(ক) সঞ্চয়ী পুকুর

(খ) হ্যাচারি

(গ) পালন পুকুর

(ঘ) আঁতুর পুকুর

উত্তরঃ (ঘ) আঁতুর পুকুর


১.৬ মৌমাছিদের জীবনে চারটি দশায় সঠিক ক্রমটি হলো -

(ক) ডিম - পিউপা - লার্ভা - পূর্ণাঙ্গ

(খ) ডিম - লার্ভা - পূর্ণাঙ্গ - পিউপা

(গ) ডিম - লার্ভা - পিউপা - পূর্ণাঙ্গ

(ঘ) ডিম - পূর্ণাঙ্গ - লার্ভা - পিউপা

উত্তরঃ (গ) ডিম - লার্ভা - পিউপা - পূর্ণাঙ্গ


২. শূন্যস্থান পুরণ করো :


২.১ কোনো কঠিন অনুঘটককে গুঁড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল __________ যায়।

উত্তরঃ বেড়ে


২.২ __________ কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।

উত্তরঃ বায়ুর


২.৩ __________ উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।

উত্তরঃ ক্যাফিনের


৩. ঠিক বাক্যের পাশে ' ✔ ' আর ভুল বাক্যের পাশে ' ✘ ' চিহ্ন দাও :


৩.১ স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়।

উত্তরঃ ঠিক


৩.২ জারণ ও বিজারণ বিক্রিয়া সবসময় একসঙ্গে ঘটে।

উত্তরঃ ঠিক


৩.৩ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।

উত্তরঃ ভুল


৪. সংক্ষিপ্ত উত্তর দাও :


৪.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে?

উত্তরঃ 9.8 N


৪.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো - Na, Fe, (H), Cu, Au। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।

উত্তরঃ Na


৪.৩ চোখের রেটিনায় উপস্থিতি কোন্‌ মৃদু আলোক দর্শনে সাহায্য করে?

উত্তরঃ রড কোশ


৪.৪ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো।

উত্তরঃ আলুর ক্যাটালেজ নামক এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে।


৪.৫ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য?

উত্তরঃ বায়ুর মধ্যে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্প ও আদ্রতা থাকলে বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব।


৪.৬ মুরগী পালনের একটি আধুনিক পদ্ধতি হলো 'ডিপ-লিটার'। 'লিটার' কী?

উত্তরঃ পোল্টি পাখির বিশেষ ধরনের শয্যাকে লিটার বলে। পোল্টি ঘরের মেঝেতে খর, বিচালি, ধানের তুষ, যবের তুষ, ভুট্টা, শুকনো পাতা, কাঠের গুঁড়ো এবং আমের খোলা প্রভৃতি দিয়ে এই লিটার বাস শয্যা তৈরি করা হয়।


৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৫.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো।

উত্তরঃ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি হলো -


এখানে q1 ও q2 হলো তড়িতাহিত বস্তুদুটির আধানের পরিমান r হলে তড়িতাহিত বস্তুদুটির মধ্যের দূরত্ব এবং F হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎবল। 

F রাশিটির একক : 


৫.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?

উত্তরঃ জীবের সবক্ষেত্রেই তাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের তাপের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রাণীদেহে বিশেষ কতকগুলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা পরিবর্তন ঘটে। যেমন - শীতপ্রধান অঞ্চলের কুকুর বেশি লোমশযুক্ত হয়। গিরগিটি বা সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীর শরীর গরম করতে রোদ পোহায়।


৫.৩ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?

উত্তরঃ কোন রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায় এবং সেই কারণে বিক্রিয়ক অনুগুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ ও বেড়ে যায় এবং বিক্রিয়ার হারে বৃদ্ধি ঘটে।


৫.৪ ইনফ্লুয়েঞ্জা রোগে কী কী লক্ষণ দেখা যায়?

উত্তরঃ ইনফ্লয়েঞ্জা সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় বেশি সক্রিয় হয়ে ওঠে। এই রোগের লক্ষণ গুলি হল,-জ্বর, গলা ব্যথা, পেশিতে ব্যথা, নাক দিয়ে জল পড়া, মাথাব্যথা, কাশি, অবষাদ গ্রস্থতা।


৫.৫ জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?

উত্তরঃ জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবার মিনিট দুয়েকের মধ্যেই টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে। পরিবেশ থেকে তাপ শোষন করে বলেই এমনটি ঘটে সুতরাং বলা যায় এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তন। 

    অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে জল যোগ করা হলে অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয় এবং তাপ শোষণ করে, ফলে দ্রবণটি ঠান্ডা হয়ে যায়।


৫.৬ যক্ষ্মা রোগের লক্ষণ কী কী?

উত্তরঃ যক্ষ্ণা রোগের প্রধান লক্ষণগুলি হল -

(1) প্রচণ্ড দীর্ঘস্থায়ী কাশি ও কফের সঙ্গে রক্ত ।

(2) রাতের দিকে জ্বর ত শ্বাস কষ্ট ।

(3) শরীরের ওজন কমে যাওয়া ।

(4) ক্লান্তি ও খাওয়ায় অনীহা ।

(5) অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা ।


৫.৭ কোশপর্দার গঠন ব্যাখ্যা করো।

উত্তরঃ 


৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও :


৬.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও।

উত্তরঃ জলের প্রাথমিক গঠন 

মিথেন অনুর প্রাথমিক গঠন 

অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন 


৬.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।

উত্তরঃ এন্ডোপ্লাজমীয় জালিকা প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত -

(১) সিস্টারনিঃ এগুলি শাখাবিহীন, লম্বা, চ্যাপটা, থলির মতো দেখতে।

(২) ভেসিকলঃ এগুলি গোলাকার বা ডিম্বাকার গহ্বরের মতো দেখতে।

(৩) টিউবিউলঃ এগুলি শাখাযুক্ত নালিকাকার গঠনবিশেষ।

এন্ডোপ্লাজমীয় কাজঃ এন্ডোপ্লাজমীয় জালিকা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। প্রত্যক্ষ বা পরক্ষভাবে কোশ অঙ্গাণু গঠনে অংশ নেয়। সাইটোপ্লাজমের বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়াকে পৃথক রাখে। দানকার বা অমসৃন এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।


৬.৩ তামার আপেক্ষিক তাপ 0.09 cal/g0C । 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20oC বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো।

উত্তরঃ প্রদত্ত, ভর=70gm

 অপেকক্ষিক তাপ =0.09 cal/gm°C

বর্ধিত উষ্ণতা=20°C

আমরা জানি, প্রয়োজনীয় তাপ= ভর X অপেক্ষিক তাপ X বর্ধিত উষ্ণতা

প্রয়োজনীয় তাপ=70x0.09x20 cal


৬.৪ "জৈব সার অজৈব সারের চেয়ে ভালো" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উত্তরঃ জৈব সার ও জৈব সার এর চেয়ে ভালো বক্তব্যটির স্বপক্ষে যুক্তি বা কারণ হলো-

(১) রাসায়নিক এর কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান সম্ভব রাসায়নিক এর পরিবর্তে জৈব সার প্রয়োগ করে।

(২) রাসায়নিক সার ব্যবহারের মাটি তার গুন হারায় অপরপক্ষে জৈব সার মাটির অম্লত্ব ও ক্ষারত্বের নিয়ন্ত্রণে সাহায্য কাজ করে এমনকি মাটির সহনশীলতা বৃদ্ধি করে।

(৩) জৈব সার প্রয়োগ করে উৎপাদিত ফসল স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হয়।


৬.৫ কোনো তরলের বাষ্পায়নের হার কোন্‌ কোন্‌ বিষয়ের উপর নির্ভর করে?

উত্তরঃ বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে -

ক) তরলের উপরিতলের বিস্তৃতি - তরলের উপরিতলের বিস্তৃতি যত বেশি হয়, বাষ্পায়নের হারও তত বেশি হয়।

খ) তরলের উষ্ণতা - তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়। 

গ) বায়ু চলাচল - তরলের ওপর বায়ু চলাচল বাড়লে বাষ্পায়ন দ্রুত হারে হয়।

ঘ) তরলের ওপর বায়ুর চাপ - বায়ুমন্ডলীয় চাপ যত কম হয়, বাষ্পায়নের হার তত বেশি হয়। তাই বাষ্পায়নের হার বাড়াতে তরলের ওপর বায়ুর চাপ কমাতে হয়।

ঙ) বায়ুর শুষ্কতা - বায়ু যত শুষ্ক হয়, তার বাষ্প গ্রহণ করার ক্ষমতাও তত বেশি হয়।


৬.৬ কীভাবে কৃত্রিক পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয়?

উত্তরঃ মাছের ডিমপোনা তৈরির কৃত্রিম পদ্ধতি -

ক) এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ, সবল পুরুষ মাছ নেওয়া হয়, মাছের মাথার পিটুইট্যারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইনজেকশান দেওয়া হয়। 

খ) পিটুইট্যারি ইনজেকশান দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম্বাণু ও পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে ।আর এই শুক্রাণু ও ডিম্বাণু মিলনে ডিম পোনা তৈরি হয়।

গ) আর পুরুষ ও স্ত্রী মাছের কোনোটাকে কখন কতবার কতটা ইনজেকশান দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। 

      কৃত্রিম পদ্ধতিতে ডিমপোনা তৈরি করলে কোন্‌ কোন্‌ মাছের ডিমপোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে। আর ডিমপোনা সংগ্রহেও অনেক সুবিধা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close