Current Affairs / কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর Part 3
প্রশ্নঃ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি FATE ধূসর তালিকা থেকে সরানো হয়েছে? -
(ক) মালী
(খ) তুর্কি
(গ) জর্ডান
(ঘ) মরিশিয়াস
উত্তরঃ (ঘ) মরিশিয়াস
প্রশ্নঃ "স্টার্টস ইন মাই ইউনিট" বইটি কে লিখেছেন? -
(ক) চেতন ভগত
(খ) অনুপম খের
(গ) দিব্যা দত্ত
(ঘ) নীনা গুমা
উত্তরঃ (ঘ) নীনা গুমা
প্রশ্নঃ DAY-NRLM এর অধীনে কতটি SAKSHAM কেন্দ্র চালু হয়েছে? -
(ক) 117
(খ) 152
(গ) 189
(ঘ) 200
উত্তরঃ (খ) 152
প্রশ্নঃ ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2021 কোন দেশে অনুষ্ঠিত হবে? -
(ক) India
(খ) UAE
(গ) Oman
(ঘ) 'খ' এবং 'গ' দুটিই
উত্তরঃ (ঘ) 'খ' এবং 'গ' দুটিই
প্রশ্নঃ Georissa Mawsmaiensis, কোন রাজ্যের একটি গুহায় একটি নতুন শামুকের প্রজাতি আবিষ্কৃত হয়েছে? -
(ক) অরুণাচল প্রদেশ
(খ) মণিপুর
(গ) লাগান্যান্ড
(ঘ) মেঘালয়
উত্তরঃ (ঘ) মেঘালয়
কারেন্ট অ্যাফেয়ারসের কিছু ভালো বই ঃ
CRACK - WBCS Current Affairs - 2022 for Competitive Exam (Bengali Version)
Current Affairs up to Date (656+ MCQ) - 2022 (Bengali Version)
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ