মাধ্যমিক জীবন বিজ্ঞান
প্রথম অধ্যায়
প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সম্বনয় - স্নায়ুতন্ত্র
একটি শব্দে একটি বাক্যে উত্তর দাও :-
- মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারের ত্রুটি দূর হয়?
উত্তর : অবতল লেন্সের ব্যবহার।
- স্নায়ুকোশের কোন অংশ কোশদেহ থেকে স্নায়ুস্পন্দন পরিবহন করে?
উত্তর : স্নায়ুকোশের অ্যাক্সন অংশ কোশদেহ থেকে স্নায়ুস্পন্দন পরিবহন করে।
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত?
উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড নিয়ে গঠিত।
- একটি সংজ্ঞাবহ স্নায়ুর নাম লেখ।
উত্তর : একটি সংজ্ঞাবহ স্নায়ু হলো অপটিক স্নায়ু।
- চোখের লেন্সের বক্রতা হ্রাস পাওয়ার জন্য দৃষ্টির যে ত্রুটি দেখা যায়, তাকে কি বলে?
উত্তর : হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া।
- কোন রাসায়নিক পদার্থ এক নিউরোন থেকে অন্য নিউরোনে স্নায়ুস্পন্দন পরিবহন করে?
উত্তর : অ্যাসিটাইল কোলিন (নিউরোট্রান্সমিটার) এক নিউরোন থেকে অন্য নিউরোন স্নায়ুস্পন্দন পরিবহন করে।
- হাইপারমেট্রোপিয়ার প্রতিকার কি?
উত্তর : উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা সম্ভব।
- দূরের বস্তু কম দেখতে পাওয়ার সমস্যার বৈজ্ঞানিক নাম কি?
উত্তর : মায়োপিয়া।
- মানব চক্ষুর কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর : রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়।
- অশ্রুতে উপস্থিত একটি জীবানুনাশক উৎসেচকের নাম লেখ।
উত্তর : লাইসোজাইম।
- স্নায়ুতন্ত্রের একটি ধারক কোশের নাম লেখ।
উত্তর : স্নায়ুতন্ত্রের একটি ধারক কোষ বা নিউরোগ্লিয়া হল অলিগোন্ড্রোগ্লিয়া।
- মস্তিষ্কের কোন অংশ চাপ, তাপ, স্পর্শ প্রভৃতির প্রেরক স্থান।
উত্তর : থ্যালামাস।
- মেরুদন্ডী প্রাণীদের কেন্দ্রস্থল তন্ত্রের চারপাশে যে রক্ষা মূলক আবরণ থাকে তার নাম কি?
উত্তর : মেনিনজেস।
- মায়োলিন আবরণীর একটি কাজ লেখ।
উত্তর : একটি আবরক হিসেবে এ স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ও সেই সঙ্গে পুষ্টি সরবরাহ করে।
- মেনিনজেস কি?
উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রি-স্তরীয় অবরণ হল মেনিনজেস।
- একমাস হিউমর এর কাজ কি?
উত্তর : লেন্স ও কর্নিয়াকে অক্সিজেন ও পুষ্টিপদার্থ সরবরাহ করে।
- স্নায়ুকোশের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লেখ।
উত্তর : ডেনড্রন।
- কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে ভৌত সমন্বয়কসাধক করে?
উত্তর : প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে ভৌত সমন্বয়কসাধক করে স্নায়ুতন্ত্র।
- মস্তিষ্কের কোন অংশ দেহের তাপ নিয়ন্ত্রণ করে?
উত্তর : মস্তিষ্কের হাইপোথ্যালামাসের প্রধান কাজ হলো দেহ তাপমাত্রা নির্ণয় করা।
- গ্যাংলিয়ন কিভাবে গঠিত হয়?
উত্তর : অনেকগুলি নিউরোনের কোশদেহ অংশ একাত্রি হয়ে গ্যাংলিয়ন গঠিত হয়।
- স্নায়ুগ্রন্থি কি?
উত্তর : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কতগুলি নিউরোনের কোশদেহ একত্রিত হয়ে স্ফীত অংশ গঠন করে, সেটি হল স্নায়ুগ্রন্থি।
বিসদৃশ শব্দটি বেছে লেখো :
- মেনিনজেস, পেরিকার্ডিয়াম, হাইপোথ্যালামাস, প্লুরা।
উত্তর : হাইপোথ্যালামাস।
- এপিনিউরিয়াম, এন্ডনিউরিয়াম, পেরিমাইসিয়াম, পেরিনিউরিয়াম।
উত্তর : পেরিমাইসিয়াম।
- সায়ানোপসিন, মায়োলিন সীদ, অ্যাক্সোলেমা, নিজল দানা।
উত্তর: নিজল দানা
নিচে সম্পর্ক যুক্ত শব্দজোড়া দেওয়া আছে। প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
- রেডপসিন : রড কোশ : : ______ : কোন কোশ।
উত্তর : সায়ানপসিন বা আয়োডপসিন।
- অ্যাসিটাইল কোলিন : নিউরোহিউমর : : অক্সিটোসিন : _______ ।
উত্তর : নিউরোহরমোন।
- মস্তিষ্ক : ভেন্ট্রিকল : : _____ : নিউরোসিল ।
উত্তর : সুষুম্নাকাণ্ড।
নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখ :
- অক্ষিপ্রকোষ্ঠ, অক্ষিগোলক, আবরক, প্রতিসারক মাধ্যম।
উত্তর : অক্ষিগোলক।
- সংজ্ঞাবহ স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু।
উত্তর : সংজ্ঞাবহ স্নায়ু।
- ডুরাম্যাটার, মেনিনজেস, ম্যাটার, পিয়াম্যাটার।
উত্তর : মেনিনজেস।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
খুব সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য
উত্তরমুছুন